নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাল রাতে বাড়ি ফেরার পর দেখলাম নিচ তলার বাসিন্দা বাজার থেকে ফিরলেন পেয়াজ কিনে। রমজান মাস। জিনিসপত্রের দাম এমনিতেই বাড়তি তার উপর ইন্ডিয়ন পেয়াজ আসা বন্ধ হয়ে যায় তা হলে কি হবে সেই চিন্তায় হয়তো আগাম বাজার করে ফেলা। আমাদের চিস্তা কম। আম্মার আর আমি। কেউই বেশি কিছু খাইনা। তাই দামের খবর আমাদের জন্যে তেমন জোড়ালো নয় যেমনটা বেশি মানুষের পরিবারে।
খবর দেখলাম ভারতে পেয়াজের দাম ঠিক রাখার জন্যে তারা রপ্তানি বন্ধ করেছে বা করবে। প্রশ্ন আসলো - আমরা ঠিক কতটা নির্ভশীল হয়ে পরেছি। আর এই যে বয়কটের ব্যপার টা, আমরা কোন কোন জিনিস বয়কট করছি?
২| ২৪ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:২৩
এম ডি মুসা বলেছেন: বাংলাদেশের মানুষ যে কোন একটা কাজের জন্য গেলে তাকে ঠেকিয়ে দেয়। দুর্নীতি অপবাদ টাকা ঘুষ পথকে বাধাগ্রস্থ করে। বাংলাদেশের মানুষ নির্ভরশীল নয় ঠ্যাকা। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, বাংলাদেশের মানুষ নির্ভরশীল হয় কখন যখন তার বাবা-মার উপর। সরকার তার কর্মচারীর উপর। সাধারণ মানুষ সকলের কাছে ঠ্যাকা।
৩| ২৪ শে মার্চ, ২০২৪ রাত ৮:২৯
শেরজা তপন বলেছেন: আমরা শুধু পিঁয়াজ খেয়েই বেঁচে আছি
আর ভারত শুধু পিঁয়াজ রপ্তানী করে আর রপ্তানী নিষিদ্ধ করে!!
৪| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ১১:২১
রাজীব নুর বলেছেন: বয়কট করার প্রশ্নই আসে না।
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:২২
এম ডি মুসা বলেছেন: আমরা মানুষের কাছে ঠ্যাকা কতটা নির্ভরশীল না। আপনি যে কোন একটা কাজের জন্য যাব সেখানেই ঠেকে যাই