নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেরপা

দেখতে চাই ধরনী

মুনতাসির

আমি পাহাড়ে চড়ি,সাগরে ডুবি, পৃথিবী আমার প্রেম

মুনতাসির › বিস্তারিত পোস্টঃ

জাতের নাম সংবি’ধান

০৫ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:১০

ভাবুন, এমন এক জাতের ধান, যেটাতে গরীব মানুষের ঘাম ঝরানো পরিশ্রম থাকে—তবে তা দিয়ে পেট ভরানোর স্বাদটা ঠিক সমাজের মাথারা চেখে দেখেন। এই জাতের ধান যেন গোলাপি আকাশে ভাসমান এক মেঘ, যা হাতছানি দেয় ঠিকই, কিন্তু গরীব মানুষের থালায় পড়ে না। এর জন্ম থেকে শুরু করে বাজারে পৌঁছানো পর্যন্ত ধানটি যেন ধীরে ধীরে মহিমা পায়, আর এই মহিমা আদতে তৈরি হয় খেটে খাওয়া মানুষের প্রাণখাটুনি দিয়ে। তবুও সেই ধান থেকে ভাত রাঁধতে গেলে কেমন যেন বিতৃষ্ণা আসে—মনে হয়, এটা যেন পরের পাতে পড়বার জন্যেই সৃজন হয়েছে।

এই ধানের বীজ? সেটাও কিন্তু সহজে মেলে না। সমাজের উপর তলায় যারা বসে রয়েছেন, তারা নিজেদের মহাপ্রতাপ দিয়ে সেই বীজ ধরে রাখেন। খেটে খাওয়া মানুষের জন্যে কি সেই ধানের আদৌ প্রয়োজন? কে জানে! ধান নেই, মেহনতী মানুষের মনোবল আছে—তবুও এই ধান ছাড়া যেন সব ফাঁকা। তবে মজার বিষয়, দেশের সর্বত্র এই জাতের ধান নিয়ে হাঙ্গামা চলছে। ‘কে চাষ করবে’—সে প্রশ্ন নিয়ে মাথাব্যথা কারো নেই। সব আলোচনার কেন্দ্রে কিন্তু ‘কিভাবে চাষ করবে’! যেন এই ধানের বীজ বাচ্চাদের স্বপ্ন, যা যত্নে বাড়ানো হয়, তবে ফসলের ফল দেখলে বুঝে নিতে হয়, এটা আসলে পরের পাতে, পরের ছুঁয়ে।

বীজটা যদি আদতে ভালোই না হয়, যতই যত্ন নিয়ে চাষ করা হোক না কেন, ফলাফল তো সেই “ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না”-র মতো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৩

Anisa Nasrin02 বলেছেন: এই খেলা শেষ হবার নয়।

২| ০৫ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৩

Anisa Nasrin02 বলেছেন: এই খেলা শেষ হবার নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.