নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেরপা

দেখতে চাই ধরনী

মুনতাসির

আমি পাহাড়ে চড়ি,সাগরে ডুবি, পৃথিবী আমার প্রেম

মুনতাসির › বিস্তারিত পোস্টঃ

ইথিওপিয়াও এক বিদেশ

১৪ ই মার্চ, ২০২৫ দুপুর ২:১২


বিদেশ তো সবসময়ই ভালো—কমপক্ষে আমাদের তাই শেখানো হয়েছে। আমেরিকা, ইউরোপ, বা বাংলাদেশের বাইরের যেকোনো জায়গা। রাস্তা চকচকে, ভবন আকাশছোঁয়া, আর জীবনযাত্রা উন্নত। অন্তত আমাদের ধারণা তাই।
কিন্তু ইথিওপিয়াও এক বিদেশ।
আমাদের অনেকের জন্য আফ্রিকা মানেই দারিদ্র্য, খরা, আর যুদ্ধের একক চিত্র। ছোটবেলা থেকে ইথিওপিয়ার দুর্ভিক্ষের গল্প শুনেছি, টেলিভিশনে অপুষ্ট শিশুদের ছবি দেখেছি। কিন্তু আজ যখন আদ্দিস আবাবায় ট্রানজিটে নামলাম, শহর আমাকে অবাক করল। মসৃণ রাস্তা, সুসংগঠিত বিমানবন্দর, আধুনিক কাঁচের টাওয়ারে ভরা স্কাইলাইন—সবকিছু পরিকল্পিত, পরিচ্ছন্ন, আর আশ্চর্যজনকভাবে ‘বিদেশসুলভ’।
ভাবতে বাধ্য হলাম—আর কত ভুল ধারণা আমরা পুষে রাখি? কত দেশকে ‘অনুন্নত’ বলে ধরে নিই, শুধুমাত্র প্রচলিত বর্ণনার বাইরে তাকাইনি বলে?
ইথিওপিয়াও এক বিদেশ। হয়তো এখন সময় এসেছে, আমরা নতুন করে ভাবতে শিখি—‘ভালো’ মানে আসলে কী?

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২৫ রাত ৮:৫৭

জনারণ্যে একজন বলেছেন: @ মুনতাসির, আপনার এই জীবনাচরণ আমার প্রবল ঈর্ষার কারণ।

যে জীবন আমি বেছে নিতে পারিনি; কিন্তু স্বপ্ন দেখেছি আজীবন - আপনি ঠিক সেটাই করে দেখিয়েছেন। আপনি যখন ছুটে বেড়াচ্ছেন পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে, আমি হয়তো তখন জুবুথুবু হয়ে বসে আছি কম্পিউটারের সামনে। হাজার হোক আজ্ঞাবহ চাকর বলে কথা!

আপনি আমার এই ছোট্ট শহরে এসেছিলেন, এটা কখনো ভুলবো না। পরেরবার যদি কখনো আসা হয়, দেখা হলেও হয়ে যেতে পারে। ছোট্ট পাবে, এক সন্ধ্যায় বিয়ারের মগ হাতে আপনার গল্প শোনা যাবে।

আপনার জন্য অনেক শুভকামনা, ভালো থাকবেন।

১৫ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৫৫

মুনতাসির বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আমার অবশই মনে থাকবে। আর আমার মনে হয় দেখাও হবে :)

২| ১৫ ই মার্চ, ২০২৫ সকাল ৯:৫৭

রাজীব নুর বলেছেন: ইথিওপিয়া কি বাংলাদেশকে ছাড়িয়ে গেছে?

১৫ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৫৪

মুনতাসির বলেছেন: হুট করে হইয়ত বলে ফেলা কঠিন, তবে তাদের যে সিস্টেম দেখলাম। মানুষ জন রাস্তা ঘাটে চলাফেরা করছে দেখলাম, সে গুলো অনেক উন্নত। আমরা তা থেকে অনেক পিছনে আছি বলে মনে হল আমার। আমরা বিদেশ বলতে যেমনটা ধরি, এটা আমার কাছে তাই মনে হল।

৩| ১৬ ই মার্চ, ২০২৫ সকাল ১১:০৬

রাজীব নুর বলেছেন: আপনাকে ধন্যবাদ আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য। ভালো থাকুন।

৪| ১৬ ই মার্চ, ২০২৫ সকাল ১১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মুনতাসির ভাই
অজানা বিষয় জানালেন। ভুল ধারণা আমরাই পুষি, চোখ কান খুলে দেখি না শুনি না

১৬ ই মার্চ, ২০২৫ দুপুর ১:০০

মুনতাসির বলেছেন: থ্যাঙ্ক ইয়উ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.