নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেরপা

দেখতে চাই ধরনী

মুনতাসির

আমি পাহাড়ে চড়ি,সাগরে ডুবি, পৃথিবী আমার প্রেম

মুনতাসির › বিস্তারিত পোস্টঃ

আমরা কি ধর্মপ্রাণ, না পাপে ভীত?

০৯ ই এপ্রিল, ২০২৫ সকাল ৭:৩৬

বাংলাদেশ—একটি এমন দেশ, যেখানে ফজরের আযান ভোর বাতাসে মিশে থাকে, আর ঠিক একই সকালে সরকারি অফিসে ঘুষ না দিলে কোনো কাগজ নড়ে না। আমরা ধর্ম মানি, কিন্তু সত্য বলি না। আমরা রোজা রাখি, কিন্তু ব্যবসায় ওজনে কম দিই। আমরা হজ করি, আর ফিরে এসে রাস্তায় ময়লা ফেলি।

এই দ্বিচারিতা কি আমাদের ধর্মপ্রাণতা, না কেবল পাপের ভয়ে ঢেকে রাখা এক মুখোশ?

আমরা নামাজ পড়ি, মসজিদ বানাই, ইফতার পার্টি দিই—কিন্তু একবারও ভাবি না কেন হাসপাতালে গরিব রোগীর জায়গা নেই, কেন স্কুলে ভালো পড়ানোর চেয়ে কোচিং ব্যবসা বেশি লাভজনক।

আমরা ধর্মীয়—এতে সন্দেহ নেই। কিন্তু আমরা কি ঈশ্বরকে ভালোবাসি, না তাঁর রোষকে ভয় পাই?

যদি ভালোবাসতাম, তবে মানুষ ঠকিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করতাম না।
যদি ধর্মপ্রাণ হতাম, তবে ধর্মকে ভোটের মঞ্চে নামিয়ে আনতাম না, তাকে ব্যবহার করতাম না বিচারহীনতা ঢাকতে।

আমরা আসলে বেশিরভাগই পাপে ভীত—ধর্মকে একধরনের ইনস্যুরেন্স হিসেবে দেখি। যেন পরকালের ভয়কে সামলাতে এই জীবনে কিছু নামাজ, কিছু দান, আর কিছু দোহাই যথেষ্ট।

অথচ সত্যিকারের ধর্ম তো ভয় নয়, ভালোবাসা; অন্যায় নয়, ন্যায়ের পথ।
সেই পথেই আছে আলোর রেখা—যেটা এখনো কিছু মানুষ ধরে রেখেছে। কেউ নিঃস্ব হয়ে মানবসেবা করে, কেউ চুপিচুপি সাহায্য করে, কেউ প্রতিবাদ করে দুর্নীতির বিরুদ্ধে।

বাংলাদেশ ধর্মপ্রাণ হতে পারে, কিন্তু যদি সেই ধর্মপ্রাণতা ভয়ের ওপর দাঁড়িয়ে থাকে, তাহলে তা কখনো নৈতিক উন্নয়নের রূপ নেবে না। বরং সেই পথেই জন্ম নেবে আরও বেশি ভণ্ডামি, আরও বেশি জালিয়াতি।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০২৫ সকাল ৮:২৫

রাসেল বলেছেন: আমাদের দ্বিচারিতার জন্য ইসলাম ধর্ম গ্রহনযোগ্যতা হারাইতেছে। মুসলিমদের জীবনাচরণ দ্বারা অন্য ধর্মের মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা করতেছে। নিশ্চয়ই, ভুল জীবনাচরণের জন্য আল্লাহর নিকট আমাদের জবাবদিহি করতে হবে এবং শাস্তি পেতে হবে। কিছু মুসলিম নামধারী মোনাফিক; ব্যক্তির সমালোচনা না করে জেনেশুনে ইসলামের সমালোচনা করে, অপরদিকে অন্য ধর্মের লোকদের অন্যায় আচরণ সম্পর্কে নীরব থাকে অথবা সমর্থন করে।

০৯ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:০২

মুনতাসির বলেছেন: আসলেও মনে হই তাই। আমরা অনেক সময় বেক্তির কার্যক্রম কে ধর্মের সাথে মিলিয়ে ফেলি। এটা যদি আমার উদ্দজেশ নই। আমি শুধু বুজার চেষ্টা করছি আমরা ঠিক এমন কেন !

২| ০৯ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: ধর্ম মানুষকে শুধু ধার্মিক বানায়। ''মানুষ'' বানায় না।

৩| ০৯ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:১৩

নাহল তরকারি বলেছেন: পৃথিবীর আদিকাল থেকে, প্রাচীন সভ্যতার সাথে ধর্ম মিশে আছে।

৪| ১০ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৩৪

এইচ এন নার্গিস বলেছেন: সত্য বলার সাহস দেখিয়েছেন। এরকম লেখা আরও চাই । ভালো থাকবেন ।

৫| ১০ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৩৭

নতুন বলেছেন: দেশের বেশির ভাগ মানুষই ভন্ডামী ভাইরাসে আক্রান্ত।

ধর্ম এদের প্রকৃত জ্ঞান দিতে পারেনাই। বই পড়েছে পরিক্ষায় পাশের জন্য।

এদের পড়া বই, ধর্মের বানী এদের ভেতবে কোন প্রজ্ঞা সৃস্টি করেনাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.