![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকায় সাম্প্রতিক এক ব্যবসা সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস কথা বলতে গিয়ে কিছুক্ষণের জন্য থেমে গেলেন। তাঁর গলায় ছিল কষ্টের ভার। তিনি ফিরে গিয়েছিলেন ১৯৭৪ সালের সেই দুর্ভিক্ষের সময়ে—যখন এই দেশটা সদ্য স্বাধীন হয়েও সবচেয়ে অমানবিক এক সময় পার করছিল।
১৯৭৪ সালের দুর্ভিক্ষ ছিল বাংলাদেশের জন্য এক দুঃস্বপ্ন। কিন্তু এই দুর্ভিক্ষের কারণ ছিল না খাবারের অভাব—বরং ছিল ভুল সিদ্ধান্ত, মানুষকে না শোনা, আর ক্ষমতার অহংকার। শহরে রেশন চালু হলেও গ্রামে কেউ খোঁজ নেয়নি। বাজারে খাদ্য ছিল, কিন্তু দামে গরিবের নাগালের বাইরে। মিডিয়ার কণ্ঠ রুদ্ধ ছিল, আর যারা কষ্টে ছিল, তাদের কথায় কেউ কান দেয়নি।
নাওমি হোসেনের বই The Aid Lab এই দুর্ভিক্ষ নিয়ে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। বইটি বলছে, দুর্ভিক্ষ আসলে একটা রাজনৈতিক ব্যর্থতা। শুধু দান-খয়রাত বা বিদেশি সাহায্য দিয়ে সমস্যা মেটে না। যদি সরকার জনগণের কথা না শোনে, তাহলে চাইলেও কিছু বদলানো যায় না।
তবে একটা ভালো দিকও আছে। এই দুর্ভিক্ষের অভিজ্ঞতা বাংলাদেশকে ভবিষ্যতের জন্য তৈরি করেছে। পরে সরকার, এনজিও আর দাতা সংস্থা মিলে অনেক ধরনের ব্যবস্থা নিয়েছে যাতে আর এমন ঘটনা না ঘটে। খাদ্য নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, এবং স্থানীয় মানুষের অংশগ্রহণ—এই তিনটি জিনিস বাংলাদেশে ধীরে ধীরে গড়ে উঠেছে।
ড. ইউনুসের বক্তৃতা আমাদের মনে করিয়ে দেয়, উন্নয়নের গল্প তখনই সত্যি হয়, যখন সেটা মানুষের জন্য হয়। শুধু রাস্তা-ঘাট বা বড় বড় প্রকল্প দিয়ে নয়—মানুষের কণ্ঠ শোনা, তাদের সমস্যা বোঝা এবং সময়মতো সঠিক সিদ্ধান্ত নেওয়াই উন্নয়নের আসল কাজ।
১০ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৪৯
মুনতাসির বলেছেন: আমরা হামেশাই ভুলে যাই অতীত।
২| ১০ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:০৯
এইচ এন নার্গিস বলেছেন: অনেক কিছু জানলাম । ভালো থাকবেন । সেই দুর্ভিক্ষকে আমি ভালো ভাবে জানি ।
১০ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:১৯
মুনতাসির বলেছেন: দোয়াকরে আমাদের ও জানতে সাহায্য করুন। সেটা সবার জন্য ভাল হবে।
৩| ১০ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৪৯
ঢাবিয়ান বলেছেন: ডক্টর ইউনুসের একদিকে যেমন স্বনামধন্য আন্তর্জাতিক ব্যক্তিত্ব আবার অন্যদিকে অসম্ভব ডিপ্লোমেটিক রাজনীতিবিদ। তিনি ৭৪ এর দুর্ভিক্ষ ও ২০২৪ এর জুলাই আন্দোলনের মধ্যমে বিশ্বকে বার্তা দিয়ে দিলেন যে, আওয়ামিলীগ আসলে কি জিনিষ। আফসোস যে তিনি যদি ২০০৮ এর তত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈ্তিক দল গঠন করতে রাজী হতেন , তবে হয়ত বাংলাদেশের অবস্থান আজকে অন্যরকম হত।
১১ ই এপ্রিল, ২০২৫ সকাল ৮:১৭
মুনতাসির বলেছেন: হতে পারতো। তবে আমরা তখন এখনকার মতন ছিলাম না হইত। সেটা একটা ব্যাপার।
৪| ১০ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:২১
বাকপ্রবাস বলেছেন: চেতনা দূর্ভিক্ষ থেকে ইউনুস উত্তরণ করছে দেশকে, নির্বাচন হলে আবার সেই দূর্ভিক্ষ হানা দেবে
১১ ই এপ্রিল, ২০২৫ সকাল ৮:১৭
মুনতাসির বলেছেন: সেটাই পরিণতি আমাদের।
৫| ১১ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৪৭
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম, কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:১০
রাজীব নুর বলেছেন: দুর্ভিক্ষের সময় ধনীদের কোনো কষ্ট হয়নি। তারা ভালো ছিলো। এমনকি তাদের ছেলেমেয়েদের ধুমধাম করে বিয়ে দেওয়া হয়েছিলো।
রাজনৈতিক ব্যররথতার কারনেই এই দুর্ভিক্ষ।