নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেরপা

দেখতে চাই ধরনী

মুনতাসির

আমি পাহাড়ে চড়ি,সাগরে ডুবি, পৃথিবী আমার প্রেম

মুনতাসির › বিস্তারিত পোস্টঃ

১৮ মাসে এক কোটি চাকরি—রাজনীতি হবে সবচেয়ে বড় চাকরিদাতা!

১৬ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:১৩

দেশের বড় এক রাজনৈতিক শক্তি ঘোষণা দিয়েছে, ক্ষমতায় আসলেই মাত্র ১৮ মাসে সৃষ্টি হবে এক কোটি নতুন চাকরি। দেশের সাধারণ মানুষ তো খুশিতে আতঙ্কিত—খুশি এ কারণে যে চাকরি আসবে, আতঙ্কিত এ কারণে যে চাকরিগুলো কোথায় তৈরি হবে, সেটা পরিষ্কার নয়। তবে অনেকের ধারণা, চাকরিগুলো সৃষ্টি করতে গেলে নতুন কোনো শিল্প-কারখানার দরকার নেই, দরকার নেই বিদেশি বিনিয়োগেরও। কারণ, কাজের চেয়ে বেশি চাকরি দেওয়ার অভিজ্ঞতা সবচেয়ে ভালো আছে রাজনৈতিক ক্ষেত্রেই!

চায়ের দোকানে আজকাল তাই তরুণদের নতুন আলোচনা, "ভাই, পাসপোর্ট সাইজের ছবি তোল, রাজনীতিতে ঢোকার দরখাস্ত জমা দিতে হবে!" কেউ কেউ বলছেন, "ডিজিটাল সিভি বানাতে হবে ভাই, মিছিল-মিটিংয়ে কত ঘণ্টা দিয়েছি তার ডকুমেন্ট লাগবে।"

শুধু কি তরুণরাই? এক মধ্যবয়সী ভদ্রলোক বললেন, "আমি জীবনে কোনো কাজ করিনি, কিন্তু সারাজীবন দলের মিছিলে হাঁটলাম, শ্লোগান দিলাম। এবার অন্তত অভিজ্ঞতার দাম পাব!"

আবার কেউ কেউ হিসেব করতে বসেছেন—এক কোটি চাকরির কথা উঠলেই মনে হয়, দেশের সমস্ত রাস্তাঘাট, মাঠঘাট, অলিগলি ভরে যাবে পোস্টার আর ব্যানারে। কারণ এত বিশাল কর্মসংস্থানের বিজ্ঞাপন দিতে হলেও তো কয়েক লাখ চাকরি সৃষ্টি হবে!

তবে, কেউ একজন খুব গম্ভীর গলায় বলেছেন, এই চাকরিগুলো হবে এমন এক সেক্টরে, যেখানে দক্ষতা লাগে না, শুধু আনুগত্য লাগে। আপনি কতটা 'হ্যাঁ' বলতে পারেন, সেটাই আপনার যোগ্যতা!

সুতরাং প্রস্তুতি নিন, ১৮ মাসে এক কোটি চাকরি পেতে হলে, একটাই রাস্তা—রাজনীতি করুন। কারণ এত বড় চাকরিদাতা তো আর কেউ নেই!

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:২২

সৈয়দ কুতুব বলেছেন: আম্লিক বিরোধী রাজনীতি করতে করতে জাতীয়তাবাদী রাজনীতি ভুলে গেছে তারা । বাংলাদেশে প্রতিবছর যেখানে ৫০ হাজার চাকুরী সৃষ্টি করা সম্ভব হচ্ছে সেখানে দেড় বছরে ১ কোটি লোক চাকুরি দেয়া যে আজাইরা টাইপ সহজেই বোঝা যায়। আগামী ৫ বছরে বললেও মানা যেত(অসম্ভব) । বাংলাদেশের কোনো রাজনৈতিক দল পারবে না ৫ বছরে এত কর্মসংস্থান গড়ে তুলতে। সেরকম দেশপ্রেমিক রাজনৈতিক দল নেই।

ভালো পোস্ট করেছেন।

১৬ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৩০

মুনতাসির বলেছেন: বিষয়টা লজ্জার আর এখাধারে মন খারাপ করা। আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২| ১৬ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:২২

সৈয়দ কুতুব বলেছেন: সম্ভব হচ্ছে না *

৩| ১৬ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৩৫

ঢাবিয়ান বলেছেন: মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় এলে চাকুরির জন্য প্রার্থী সংকট হবে! মনে হচ্ছে অন্যান্য দেশ থেকে মানুষ চাকুরির সন্ধানে বাংলাদেশে ভীর জমানো শুরু করবে!! =p~

৪| ১৬ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৪৪

এ পথের পথিক বলেছেন: বি দল যে প্রতিশ্রুতি দিয়েছে আমি মনে করি তা বাস্তবায়ন করা অবশ্যই সম্ভব । তারা ক্ষমতা পাওয়ার পর আম্লিকিয় কায়দায় মানুষদের নির্যাতন নিষ্পেষণ করবে, কিন্তু জুলাই ২০২৪ এর মত যেন আবার আন্দোলন গড়ে না ওঠে অনলাইন ও অফলাইনে বটর বাহিনী খাম্বার দলকে টিকিয়ে রাখতে সহয়তা করবে । এ বটর বাহিনী বিভিন্ন নামে ডাকা হতে পারে যেমন ধরুনঃ জি সাইবার ফোর্স, ছা দল, যু দল অথবা অন্যান্য অনেক নাম । এতসব লোকজন তো আর এমনি এমনি কাজ করবে না তাদেরও সংসার আছে, মনে করুন টেম্পু স্ট্যান্ডে চান্দা বাজি না করিয়ে তাদের একটা ব্যবস্থা করে দি।
আর এ খবর দেখে যারা লাফাচ্ছে বুঝাই যাচ্ছে তাদের হাতে দেশ কেমন হবে ।
আমি অল্প শিক্ষিত মানুষ, দেশ জাতি রাজনীতির অনেক কিছুই বুঝিনা, যা উপলব্ধি করেছি তাই লিখেছি ।

৫| ১৭ ই এপ্রিল, ২০২৫ ভোর ৬:০৭

রিফাত হোসেন বলেছেন: সম্ভব। হিটলার যদি থাকত তাহলে সম্ভব ছিল। তার খারাপ কাজের অভাব নাই কিন্তু ভাল গুণ যা ছিল তার মধ্যে ছিল তা হল কর্মসংস্থান এর ব্যবস্থা করা। বাকি ঝুঁকি আপনার... :)

৬| ১৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৫৫

রাজীব নুর বলেছেন: এটাই রাজনীতি। জনগনকে ধাক্কা দাও, লোভ দেখাও। জনগন এরকম কথাই শুনতে চায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.