নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেরপা

দেখতে চাই ধরনী

মুনতাসির

আমি পাহাড়ে চড়ি,সাগরে ডুবি, পৃথিবী আমার প্রেম

মুনতাসির › বিস্তারিত পোস্টঃ

ধর্ম ও রাজনীতি: ব্লগ লেখার দুই টাকার পেঁয়াজ

২১ শে এপ্রিল, ২০২৫ সকাল ৮:০১

লেখক হতে চান? ভাবছেন একটা মৌলিক, সাহিত্যসমৃদ্ধ, গবেষণাভিত্তিক লেখা দিয়ে পাঠকের হৃদয় জয় করবেন? আহা! এত কষ্ট কেন করেন ভাই?
ধর্ম আর রাজনীতি নিয়ে দু'লাইন লিখুন, ঘুম থেকে উঠে দেখবেন ইনবক্সে বকাঝকা আর কমেন্টে ধন্যি ধন্যি।

ব্লগ জগতে এখন এটাই fastest moving consumer goods। আজকের পাঠক খুব ব্যস্ত। তার হাতে সময় নেই। কিন্তু যদি আপনি বলেন— “অমুক ধর্মের লোকেরা আসলে আমাদের জাতীয় বিপদ”বা “ওই দলের লোকেরা জন্মগতভাবে দুর্নীতিপরায়ণ”
তাহলেই ফেসবুকে ৮৭৬ শেয়ার, ইনস্টায় ১৯টা স্টোরি, আর ইনবক্সে কেউ একজন বলবেই—“ভাই, আপনি জাতির বিবেক”।

বুঝতেই পারছেন, ঘৃণা এখনকার সবচেয়ে নির্ভরযোগ্য লগ্নি। প্রেমে মানুষ চিন্তা করে, ঘৃণায় মানুষ শেয়ার করে।

ধর্ম নিয়ে লিখলে পাবেন উৎসাহী অনুগামী আর বিক্ষুব্ধ ভিন্নমতালু। রাজনীতি নিয়ে লিখলে পাবেন অন্ধ সমর্থক ও ‘অবৈধ চক্রান্তকারীদের’ চিহ্নিতকরণ সুবিধা। আর আপনি পাবেন কিছু follow request, কিছু unfriend, এবং এক রাশ আনন্দ—যেহেতু আপনি এখন “একটি পক্ষ” হয়ে উঠেছেন।

ধর্ম + রাজনীতি = গ্যারান্টিড হিট
আর যদি একটু ঘৃণা মিশিয়ে দেন, সেটা হয় turbocharged।

তবে সতর্ক থাকুন—যদি লেখাটা একটু শান্তিপূর্ণ হয়, মানবতা নিয়ে কথা বলেন, তাহলে পাঠক বলবে—“ভাই, এটা তো একেবারে boring।”




মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০২৫ সকাল ৯:০৯

রানার ব্লগ বলেছেন: লেখক হওয়া খুব সোজা এখন। ধর্ম আর রাজনিতী কে গুলিয়ে এক গ্লাস স্যালাইন বানিয়ে পাঠকের গলায় ঢেলে দিন। পুরা হিট।

লেখক এখন আর জাতির বিবেক নাই। ওটা হয়ে গেছে ওয়াজের বক্তাদের মতো জোকার। যারা জ্বীনের বিয়ে পরিয়ে ৫ কেজি স্বর্নের গপ্প ছড়ায়।

২| ২১ শে এপ্রিল, ২০২৫ সকাল ৯:৪৩

মেঘনা বলেছেন: কারণ আছে। কারণ ধর্ম আর রাজনীতিই সবচাইতে বড় সমস্যায়।

২১ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:০১

মুনতাসির বলেছেন: সমাধানের দরজা কি?

৩| ২১ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:০২

রাজীব নুর বলেছেন: সঠিক বলেছেন।
এরকম গালি কমপক্ষে ১০০ এর বেশি আমাকে দেওয়া হয়েছে। ধার্মিকেরা গালি দিতে পছন্দ করে।
ধার্মিকদের জ্ঞান বুদ্ধি কম হয়।

৪| ২১ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৪০

নকল কাক বলেছেন: কথা সঠিক

৫| ২২ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:০১

জনারণ্যে একজন বলেছেন: @ মুনতাসির, অতীব সত্যি কথা বলেছেন।

ভেতো বাঙালির টপিক বলতে এই দু'টিই। কে কত রাজনীতি বুঝে, কে কত বড়ো ধার্মিক, তার প্রতিযোগিতা হতো আগে টঙের দোকানে, আর এখন হয় এইসব প্লাটফর্ম।

এই কুপমন্ডুকগুলির বিচরণক্ষেত্র খুবই সীমিত। কিন্তু সেটা পুষিয়ে নেয় এখন ভার্চুয়াল লাইফে রাজা-উজির মেরে। কোনো মৌলিক লেখা নেই, চিন্তা-ভাবনা খুবই সীমাবদ্ধ; কিন্তু তা পুষিয়ে দেয় অনলাইন থেকে কিছু ইনফো কালেক্ট করে- তা আবার এখানে বমি করে দিয়ে।

এই নিরেট মাথার মনুষ্যাকৃতির দ্বিপদ প্রাণীর দেখা, এমনকি এই বিদেশ-বিভুঁইয়েও অহরহই মেলে। নিতান্ত অপরিচিত কিংবা স্বল্প পরিচিতের সাথে আলাপের কয়েক মিনিটের মধ্যেই এই দুই টপিক নিয়ে আসে, শুঁটকো পশ্চাৎদেশ খাউজাইতে খাউজাইতে শুরু করে আলাপ......

এদের হাত থেকে পরিত্রানের কোনোই উপায় নেই।

২৩ শে এপ্রিল, ২০২৫ সকাল ৯:৫০

মুনতাসির বলেছেন: এটা যে কেন হল সেটা একটা ব্যাপার। আমাদের সাধারণ জীবনের গল্প এখন কম। আগে এতটা ছিল কিনা চিন্তা করতে হবে। বাঙলা ব্লগ এ আমার অনেক দিন হল। এই পরিবর্তন টা তাই চোখে লাগে। ধর্ম আর রাজনীতি নিয়ে বেশির ভাগ লেখায় কোন মৌলিকত্ব থাকছে না। জাতীয়তাবাদের ক্ষেত্রেও তাই।

৬| ২৩ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১২:১৩

আমি সাজিদ বলেছেন: ro Keyboard) অনেকটা মূল অভ্র সফটওয়্যারের মতোই ফোনেটিক পদ্ধতিতে বাংলা টাইপিং (Bangla Typing) করার সুবিধা দেয়। বাংলায় টাইপ করার বক্সের ওপর দেয়া অপশন থেকে অভ্র কীবোর্ড সিলেক্ট করলে নিচের টেবিল অনুযায়ী আপনি বাংলায় লিখতে পারবেন।
স্বরবর্ণ
অ o আ (আ-কার) a ই (ই-কার) i ঈ (ঈ-কার) I
উ (উ-কার) u ঊ (ঊ-কার) U এ (এ-কার) e ঐ (ঐ-কার) OI
ও (ও-কার) O ঔ (ঔ-কার) OU ঋ (ঋ-কার) rri
ব্যঞ্জনবর্ণ
ক k খ kh গ g ঘ gh ঙ Ng
চ c ছ ch জ j ঝ jh ঞ NG
ট T ঠ Th ড D ঢ Dh ণ N
ত t থ th দ d ধ dh ন n
প p ফ f ব b ভ v ম m
য z র r ল l শ sh ষ Sh
স s হ h ড় R ঢ় Rh য় y, Y
ৎ t` ং ng ঃ : ঁ ^
অন্যান্য
ব-ফলা w য-ফলা (c)y, z র-ফলা (c)r
রেফ (v)rr(c) হসন্ত + দাড়ি .
৳ - টাকা $ যুক্তাক্ষর + ইনভার্টেড কোমা '', ""
(c) - ব্যঞ্জনবর্ণ (v) - স্বরবর্ণ
বাংলা বানান যাচাই (Bangla Spell Check) করার নির্দেশিকা
'বানান যাচাই করুন' বাটনে ক্লিক করলে একটি পপআপ ডায়ালগ বক্সে বাংলা বানান সংশোধনের ফিচারটি ওপেন হবে। সেখানে আপনার টাইপ করা লেখাটি দেখাবে এবং ভুল বানান চিহ্নিত করে তার নিচে লাল দাগ দেখাবে। বাংলা বানান চেকার প্রতিটি ভুল শব্দ একে একে যাচাই করে সম্ভাব্য সঠিক শব্দের একটি তালিকা দেখাবে। আপনি তালিকা থেকে সঠিক শব্দটি নির্বাচন করতে পারবেন অথবা নিজেই সঠিক বানান টাইপ করতে পারবেন। এরপর 'পরিবর্তন করুন' বাটনে ক্লিক করে ভুল শব্দটি সঠিক শব্দ দিয়ে পরিবর্তন করতে পারেন। অথবা 'এভাবেই থাকুক' বাটনে ক্লিক করে কোনো পরিবর্তন না করেই পরবর্তী শব্দ যাচাই করতে পারবেন।
ভুল হিসেবে চিহ্নিত শব্দটি সঠিক হলে কী করবেন?
আমাদের বাংলা বানান চেকারের ডিকশানারিতে নিয়মিত নতুন শব্দ যোগ করা হয়। তবে কখনো কখনো সঠিক শব্দ ভুল হিসেবে চিহ্নিত হতে পারে। এমন ক্ষেত্রে, 'অভিধানে যোগ করুন' বাটনে ক্লিক করে শব্দটি আপনার ডিকশনারিতে যোগ করতে পারেন। এটি আপনার ব্রাউজারের মেমরিতে সংরক্ষিত থাকবে এবং পরবর্তীতে বানান চেক করার সময় শব্দটিকে আর ভুল হিসেবে দেখাবে না। তবে মনে রাখবেন, ব্রাউজারের মেমরি ক্লিয়ার করলে এই তথ্য মুছে যাবে।
বাংলায় আপনার টাইপিং স্পিড যাচাই করতে চান? তাহলে আমাদের বাংলা টাইপিং টেস্টের পেজ ভিজিট করুন।


মন্তব্য ও পরামর্শ
অনলাইনে বাংলা টাইপিং (Bangla Typing Online) এবং বাংলা বানান যাচাই (Bangla Spelling Check) সম্পর্কে আপনার যেকোনো মতামত, পরামর্শ অথবা সমস্যার কথা উল্লেখ করে মন্তব্য জমা দিতে পারেন এখানে।




যোগাযোগ করুন সাইট ম্যাপ
কপিরাইট © ২০১৭ - ২০২৫ bangla.plus

বাংলা স্পেলার
দেশে ও দেশের বাইরে বাংলাদেশীদের ম্যাট্রিক্স থেকে বের হওয়ার প্রবনতা কম। অহেতুক রাজনৈতিক আলাপ আর কে কত ইবাদত করে কোনটা হালাল কোনটা হারাম সেটা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা চর্চা। মসজিদে সাউথ আফ্রিকান ইমাম খুতবায় ( হ্যা, ইংরেজিতে খুৎবা হয়) বললেন, আমাদের মধ্যে কোয়ান্টিটি থেকে কোয়ালিটি বিল্ড আপ করতে হবে। মনের ভেতর পরিষ্কার করার পাশাপাশি বাইরেও পরিষ্কার করতে হবে। নাহলে, আপনার মধ্যের কোন গুনটা দেখে বিধর্মীরা আপনার দিকে আকৃষ্ট হবে? কে শুনে কার কথা, জুমা আর আগে পরে ওয়াশরুমে একই ধরনের বাজে গন্ধই থাকে, একটু কষ্ট করে ফ্লাশটা করবে ওইটাও অনেকের মনে থাকে না৷ বাংলাদেশী, পাকিস্তানি, ভারতীয়, ইন্দো, মালয়ে, আফ্রিকান সবারই কম বেশী একই স্বভাব।

৭| ২৩ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১২:১৪

আমি সাজিদ বলেছেন: দেশে ও দেশের বাইরে বাংলাদেশীদের ম্যাট্রিক্স থেকে বের হওয়ার প্রবনতা কম। অহেতুক রাজনৈতিক আলাপ আর কে কত ইবাদত করে কোনটা হালাল কোনটা হারাম সেটা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা চর্চা। মসজিদে সাউথ আফ্রিকান ইমাম খুতবায় ( হ্যা, ইংরেজিতে খুৎবা হয়) বললেন, আমাদের মধ্যে কোয়ান্টিটি থেকে কোয়ালিটি বিল্ড আপ করতে হবে। মনের ভেতর পরিষ্কার করার পাশাপাশি বাইরেও পরিষ্কার করতে হবে। নাহলে, আপনার মধ্যের কোন গুনটা দেখে বিধর্মীরা আপনার দিকে আকৃষ্ট হবে? কে শুনে কার কথা, জুমা আর আগে পরে ওয়াশরুমে একই ধরনের বাজে গন্ধই থাকে, একটু কষ্ট করে ফ্লাশটা করবে ওইটাও অনেকের মনে থাকে না৷ বাংলাদেশী, পাকিস্তানি, ভারতীয়, ইন্দো, মালয়ে, আফ্রিকান সবারই কম বেশী একই স্বভাব।

অমুসলিম দেশে বরং ইসলামিক সেন্টার ও মসজিদ কেন্দ্রিক গ্রুপিং ই চোখে পড়েছে। কিসের এত বড়াই? ইবাদতে?
নামাযের? ইবলিশ শয়তানের সব ইবাদত বিফল হলো কারন সে সেজদা দিল না! আল্লাহ নিশ্চয়ই নম্রতাকে পছন্দ করেন।

আমি মনে মনে ঠিক করেছি বাইরে যত অকাজের সাউথ এশিয়ান সার্কেল আস্তে আস্তে গুটিয়ে দিবো। নিজের কর্ম, নিজের ইবাদত নিজের কাছে। যত কথা তত কমপ্লেক্সসিটি।


ব্লগেও বাংলাদেশী ম্যাট্রিক্সের ব্যাতিক্রম কেমনে হবে?

২৪ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:২৫

মুনতাসির বলেছেন: কথা আসলেও সত্যি। আমি ঠিক জানি না আমাদের এই ধরনের মানসিকতার দায় কার। ধর্ম একটা বেক্তিগত ব্যাপার। কে যে কি পরিমাণ ধার্মিক সেটা আল্লাহ ছাড়া কারো পক্ষে বলা সম্ভব হবার কথা না। তার পরেও কেন আমাদের এই প্রতিযোগিতা! এই উগ্রতা নিশ্চয় ধর্ম শেখায় না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.