![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. কক্সবাজার, বাংলাদেশ (রোহিঙ্গা শরণার্থী শিবির)
বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির বর্তমানে বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত, যেখানে প্রায় ৯ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাস করছেন (এটা এতদিনে দ্বিগুন হবার কথা)। ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের মুখে প্রায় ৭ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে এসে এখানে আশ্রয় নেন। কুতুপালং ও বালুখালী মিলে গঠিত এই বিশাল শিবির আজ একটি স্বতন্ত্র নগরীতে পরিণত হয়েছে।
২. কাকুমা শিবির, কেনিয়া
১৯৯২ সালে গৃহযুদ্ধের কারণে গঠিত কাকুমা শরণার্থী শিবিরে বর্তমানে প্রায় ২ লাখের মতো শরণার্থী রয়েছেন, যাদের বেশিরভাগই দক্ষিণ সুদান, সোমালিয়া ও ইথিওপিয়া থেকে আগত। এই শিবির একটি ছোট শহরের মতো গড়ে উঠেছে, যেখানে স্কুল, হাসপাতাল, বাজারসহ নানা সুবিধা রয়েছে।
৩. দাদাব শিবির, কেনিয়া
দাদাব বিশ্বের অন্যতম পুরনো ও বৃহৎ শরণার্থী শিবির, যা ১৯৯১ সালে সোমালিয়ার গৃহযুদ্ধের পর গড়ে ওঠে। একসময় এখানে ৫ লাখের বেশি মানুষ বসবাস করতেন। যদিও বর্তমানে জনসংখ্যা কমেছে, তারপরও এটি আফ্রিকার অন্যতম বড় শিবির হিসেবে বিবেচিত হয়।
৪. জানাটার শিবির, জর্ডান (সিরীয় শরণার্থী শিবির)
সিরিয়ার গৃহযুদ্ধের কারণে পালিয়ে আসা লক্ষ লক্ষ শরণার্থীদের আশ্রয়স্থল জানাটার শিবির। ২০১২ সালে গঠিত এই শিবিরে বর্তমানে প্রায় ৭০ হাজারের মতো সিরীয় শরণার্থী রয়েছেন। কঠোর মরুভূমির মাঝে গড়ে উঠলেও, এখানে ধীরে ধীরে স্কুল, বাজার ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
৫. জাটারি শিবির, জর্ডান
জাটারি বিশ্বের অন্যতম পরিচিত শরণার্থী শিবির, বিশেষ করে সিরিয়ান শরণার্থীদের জন্য। ২০১২ সালে প্রতিষ্ঠিত এই শিবিরও সিরিয়ার গৃহযুদ্ধের প্রত্যক্ষ ফল। একসময় এখানে ১ লাখেরও বেশি মানুষ বাস করতেন। বর্তমানে শিবিরটি একটি আধুনিক ছোট শহরের মতো সংগঠিত।
২| ২৮ শে এপ্রিল, ২০২৫ সকাল ১১:৪৯
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: শিবিরগুলো নিয়ে বৈশ্বিক রাজনীত সদা জাগ্রত! এগুলো না থাকলে মোড়লীপনা অচল!
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:০৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ।