![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অর্থনীতি ও বিনিয়োগের জগতে একটি বিখ্যাত গল্প প্রচলিত আছে, যেটি "Shoeshine Boy Indicator" নামে পরিচিত। এটি একটি উপকথার মতো শোনালেও এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর সত্য—যখন সবাই বিনিয়োগে লাফিয়ে পড়ে, তখনই হয়ত পতনের ঘণ্টা বাজতে শুরু করেছে।
গল্পটি ১৯২৯ সালের আমেরিকার। বলা হয়, সেই সময়ে জোসেফ কেনেডি সিনিয়র—যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ. কেনেডির পিতা এবং একজন সফল ব্যবসায়ী—তার জুতা পালিশ করাচ্ছিলেন। হঠাৎ করে সেই শুচির ছেলে (shoeshine boy) তাকে স্টক মার্কেটে বিনিয়োগের পরামর্শ দেয়। সেই মুহূর্তেই কেনেডি নাকি বুঝতে পারেন, বাজারে এখন এমন মানুষরাও ঢুকে পড়েছে যারা পেশাগতভাবে এর সাথে যুক্ত নয়। এটাই ইঙ্গিত দেয় যে বাজার অতি উত্তেজনাপূর্ণ অবস্থায় পৌঁছে গেছে—একটি বুদবুদের মতো ফুলে উঠেছে যা যেকোনো সময় ফেটে পড়তে পারে।
এই উপলব্ধির পর তিনি তার স্টকগুলো বিক্রি করে বাজার থেকে বেরিয়ে আসেন। কিছুদিন পরেই ঘটে ওয়াল স্ট্রিট ক্র্যাশ—স্টক মার্কেট ধসে পড়ে, হাজারো মানুষ নিঃস্ব হয়ে পড়ে। আর জোসেফ কেনেডি বুদ্ধিমত্তার কারণে সেই ধ্বংসের হাত থেকে বেঁচে যান।
আমরা এখন অনেকেই অনেক ব্যপারে প্রাজ্ঞ। ঠিক শু সাইন বয়ের মতন।
২| ০৭ ই মে, ২০২৫ সকাল ৯:৪৯
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: কথাটা আসলেই সত্য। একদিন আমার এক আত্মীয় আমাকে মেডিক্যাল রিলেটেড অনেক জ্ঞান দিচ্ছিল, অথচ উনি পড়াশোনায় করেনি। সব ইউটিউব দেখে, সেদিন বুঝতে পারলাম বাংলা কন্টেট দেখা আসলেই বিপজ্জনক, সবাই দেখি সব পারে।
৩| ০৭ ই মে, ২০২৫ সকাল ১১:৩২
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সুন্দর পোস্ট ।
৪| ০৭ ই মে, ২০২৫ সকাল ১১:৪৮
নাহল তরকারি বলেছেন: আমি ব্যাপারটি বুঝতে পারছি।
৫| ০৭ ই মে, ২০২৫ সকাল ১১:৫৮
জ্যাক স্মিথ বলেছেন: ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যখন ট্রাম্প কয়েনের আবির্ভাব হলো তখন এটা নিয়ে মানুষের ব্যাপক হৈচৈ দেখে অনুমান করছিলাম এটার ভবিষ্যৎ অন্ধকার। ৭০ ডলার থেকে নামতে নামতে এটা ৭ ডলারে চলে এসেছিলো, এখন ১০ এ আছে; আমার ধারণা এটা ১ ডলারের নিচে চলে যাবে।
সেফ প্লে হচ্ছে পাবলিক সেন্টিমেন্টের বিরুদ্ধে খেলা। ওয়ারেন বাফেট সবসময় মার্কেট ক্র্যাশ করার পর ইন করতেন।
৬| ০৭ ই মে, ২০২৫ বিকাল ৩:৩২
মুনতাসির বলেছেন: আমাদের সকল বিষয়ে বিজ্ঞবান হয়ে যাওয়ার যে প্রবণতা এবং তার মাত্রাতিরিক্ত ব্যবহারে "না শেখার" প্রবণতা বাড়ে। এই গল্পের সাথে "কান নিয়েছে চিলে" এরও একটা সংযোগ মেলানো যায়।
স্মিথ সাহেবের জন্যে : বাফেট সাহেব ম্যাটেরিয়লিস্টক মানুষ। তার উপর লেখা "দি স্নো বল" ভারি সুন্দর বই। আমার কাছে আরকি
৭| ০৮ ই মে, ২০২৫ সকাল ৯:১১
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০২৫ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: বাহ!!!