নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেরপা

দেখতে চাই ধরনী

মুনতাসির

আমি পাহাড়ে চড়ি,সাগরে ডুবি, পৃথিবী আমার প্রেম

মুনতাসির › বিস্তারিত পোস্টঃ

এটা কি একজন সরকারি কর্মচারীর পোশাক হতে পারে?

১৮ ই জুন, ২০২৫ সকাল ৮:০৮




টি শার্ট পরিহিত ব্যক্তি একজন সরকারী কর্মচারী এবং তিনি সরকারী কাজে এই পোশাকে যদি গিয়িছিলেন। কর্মচারীদের পোশাকের কোনো বাধ্যবাধকতা আছে কি? কারও জানা থাকলে বলবেন দয়া করে।

স্ক্রিনশট টি ঘু'ষ নিতে গিয়ে হাতেহাতে ধরা, পা ধরেও মাফ পেলেন না ৩ সরকারি কর্মকর্তা | Banglavision News এই শিরনামের খবর থেকে নেয়া। খরবটির লিংক দেয়া হলো। view this link

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০২৫ সকাল ৮:৪২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সরকারি কর্মচারীদের যাদের ঘুষ খাওয়ার সুযোগ আছে তাদের মধ্যে শতকরা ৯৯ জনই ঘুষখোর। বাকীরা সুযোগ না পেয়ে সৎ।

১৮ ই জুন, ২০২৫ সকাল ৮:৫৩

মুনতাসির বলেছেন: আমার জানার ইচ্ছা ছিল পোশাক নিয়ে। যদি জানা থাকে তো শেয়ার করবেন প্লিজ। ধন্যবাদ।

২| ১৮ ই জুন, ২০২৫ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: হ্যা পোশাকের নিয়ম আছে।
শার্ট প্যান্ট পরতে হবে। লুঙ্গি বা টিশার্ট নয়। কিন্তু সরকারি অফিসে কোনো নিয়ম নীতি নেই। আমি অনেক গুলো সরকারি অফিসে গিয়েছি। তাদের ভাব দেখে মনে হয়, তারা জমিদার। জীবনবীমা অফিসের অবস্থা ভয়াবহ। একজনের রুমে ঢুকে দেখি স্যারের চুল টেনে দিচ্ছে এক মেয়ে।

১৮ ই জুন, ২০২৫ সকাল ৯:১৭

মুনতাসির বলেছেন: আমি সরকারী অফিসার
একালের জমিদার!!

৩| ১৮ ই জুন, ২০২৫ সকাল ১০:১৮

নাহল তরকারি বলেছেন: আমার জানা মতে আর্মি পুলিশ, বিডিআর, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার, রেব এসব ছাড়া আর কারো ড্রেস কোড নাই।

৪| ১৮ ই জুন, ২০২৫ সকাল ১০:২০

ইফতেখার ভূইয়া বলেছেন: এদের অপরাধ প্রমাণিত হওয়ার পর ওখানেই ক্রসফায়ারে দেয়া উচিত ছিলো।

৫| ১৮ ই জুন, ২০২৫ সকাল ১১:৩৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সব চেয়ে বড় সমস্যা হচ্ছে, সরকারী কর্মচারিদের চাকরি থেকে সরাসরি বরখাস্ত করার বিধান নাই । এমন বিধার চালু হলেই এই হারামখোরেরা সোজা হয়ে যাবে । হাসিনা চলেও গেলেও পুরো জাতীকে দুনীতিগ্রস্থ বানিয়ে গেছে । এ কাজটি করেছে, এসটি ইমাম নামের এক বদমাইশ ।

৬| ১৮ ই জুন, ২০২৫ দুপুর ১২:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


কঠি ন নিয়মকানুন চালু করা দরকার।
যাদের শরম কম তাদেরকে নিয়োগ দেয়া উচিত না।

৭| ১৮ ই জুন, ২০২৫ দুপুর ১২:৫৩

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Official Dress Code

২২ শে জুন, ২০২৫ সকাল ৯:৫৬

মুনতাসির বলেছেন: ২। এ োড়া মন্ত্রন্ত্রপন্ত্ররষে ন্ত্রবভাগ মেদক ইতঃপূদব বএ মদমবপন্ত্ররপত্র জান্ত্রর করা হদয়দে ময, সরকান্ত্রর ও
স্বায়ত্তশান্ত্রসত প্রন্ত্রতষ্ঠানসমূদহর সকল পুরুষ কমকব তাব মার্-বনদভম্বর সমদয় আনুষ্ঠান্ত্রনক বাধ্যবাধকতা না
োকদল স্যুট-টাই পন্ত্ররধান না কদর অন্ত্রিদস প্যান্ট-শাট ব(অধ/বপুরা হাতা) পন্ত্ররধান করদবন।

৮| ১৯ শে জুন, ২০২৫ সকাল ১১:২৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমি সরকারী অফিসার
একালের জমিদার!!


আমার মায়ের খুব শখ ছিলো- আমি সরকারি চাকরি করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.