নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেরপা

দেখতে চাই ধরনী

মুনতাসির

আমি পাহাড়ে চড়ি,সাগরে ডুবি, পৃথিবী আমার প্রেম

মুনতাসির › বিস্তারিত পোস্টঃ

৫ আগস্টের পর তো কিছুই বদলায়নি

২৭ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫৯

অনেকেই বলেন, ৫ আগস্টের পর তো কিছুই বদলায়নি। এই কথাটার সূত্র ধরেই এগোনো যায়। ৫ আগস্টের পর আমাদের কোন কোন পরিবর্তন এসেছে, সেটাই আগে দেখা দরকার। হিসাব করে দেখলাম, বলার মতো কোনো পরিবর্তন আদৌ এসেছে কি না, তা স্পষ্ট নয়। অন্তত চোখে পড়ার মতো কোনো পরিবর্তন আসেনি।

আমি আমার পরিচিতদের একই প্রশ্ন করলাম—আপনাদের ব্যক্তিগত জীবনে কি কোনো পরিবর্তন এসেছে, বা আপনারা নিজেরা কোনো পরিবর্তন এনেছেন কি না?

কয়েকজন জানতে চাইলেন, “কেমন পরিবর্তন?” আমি বললাম, ধরুন আপনি এখন আর রং সাইড দিয়ে গাড়ি চালান না, বাসস্ট্যান্ড ছাড়া বাস থেকে নামেন না, ঘুষ খান না, ঘুষ দেন না—এই রকম ছোট ছোট বিষয়।

সবাই প্রায় একসুরে বললেন, না—এগুলোর কোনোটাই তারা বন্ধ করেননি।

তখন আমি জানতে চাইলাম, আমরা আসলে কী ধরনের পরিবর্তন আশা করি? আমরা চাই দেশটা ভালোভাবে চলুক—ঠিক আছে। কিন্তু কী করলে সেটা ভালো হবে? এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর কেউ দিতে পারলেন না।

এইখানেই হয়তো আমাদের সমস্যার মূল। আমরা পরিবর্তন চাই, কিন্তু সেই পরিবর্তনটা যেন সবসময়ই কারও অন্যের কাছ থেকে আসবে—রাষ্ট্র থেকে, সরকার থেকে, ব্যবস্থা থেকে। নিজেদের ভেতর থেকে শুরু করার কথা ভাবলে আমরা থমকে যাই

যদি আমাদের নিজেদের পরিবর্তন না আসে, তবে কি আমরা রাষ্ট্রের পরিবর্তন আশা করতে পারি?

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২৮

সৈয়দ কুতুব বলেছেন: কে বলেছে বদলায় নাই? শেখ হাসিনা পলায়সে, ছাত্রলীগের মাস্তানি থামসে, টাকা লুটপাট কমেছে।

২৭ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৩২

মুনতাসির বলেছেন: অবশ্যই। তবে যদি আমরা ব্যক্তিগত অবস্থান থেকে দেখি, তবে আমাদের চারিত্রিক কোন পরিবর্তন হয়েছে কি না, সেটা নিয়ে প্রশ্ন রাখা যায়। রাজনৈতি পরিবতর্ন অবশ্যই হয়েছে।

২| ২৭ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৩৫

রাজীব নুর বলেছেন: পরিবর্তন অবশ্যই হয়েছে।
সব গর্তে থাকা জামাত শিবির রাজাকার বের হয়েছে। জামাতের আরেকটা শাখা তৌহিদী জনতা তারা তো মানুষ পিটিয়ে এবং পুড়িয়ে মেরে ফেলছে।

২৭ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৪০

মুনতাসির বলেছেন: আমরা আমাদের কি কি পরিবর্তন করেছি বলে মনে করেন?

৩| ২৭ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৪৫

এ পথের পথিক বলেছেন: আপনি লিখেছেনঃ "আমি বললাম, ধরুন আপনি এখন আর রং সাইড দিয়ে গাড়ি চালান না, বাসস্ট্যান্ড ছাড়া বাস থেকে নামেন না, ঘুষ খান না, ঘুষ দেন না—এই রকম ছোট ছোট বিষয়।"
এসব ছোট বিষয় না, এইগুলাই অনেক বড় বিষয় । বর্তমান প্রচলিত এলিক, বিদল বা অন্যান্য রাজনৈতিক দলেরা চান্দাবাজি, সুদ, ঘুষের কারবারি বা অন্যান্য বিষয়ের ওপরে টিকে আছে । আপনি বলতে পারেন এসব ব্যক্তি পর্যায়ের দুর্নিতি, না এসব ব্যক্তি পর্যায়ের না, এসবের পুরাটা প্রভাব পড়ে দেশের ওপরে ।
যদি এসব এমনি এমনি বন্ধ হয়ে যেত তাহলে নিয়ম কানুন, পুলিশ প্রশাসন এর প্রয়োজন ছিল না । যত দিন না শায়েস্তা করে এসব থামানো যাচ্ছে ততদিন এসব পরিবর্তন হবে না ।
ইসলাম শাসন ব্যবস্থা পারে দেশের পরিবর্তন নিয়ে আসতে, সেদিন আপনারা সত্যিকার্থে পরিবর্তন দেখতে পারবেন ইনশাআল্লাহ ।

২৭ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৪

মুনতাসির বলেছেন: এগুলোর কোনটাই ছোট নয়। এগুলোর সবগুলোর দায়ভার আমাদের নিজেদের। এবং নিজেদের বলে আমরা এসব নিয়ে খুব কম বিচলিত। এটা কি আমাদের মজ্জাগত অভিলাষ নাকি আমরা আদতেই এমন যে আশা করব কিছু হবে তার জন্য ডামাডোল পিটাবো কিন্তু যখন নিজেদের শুধরানর সময় আসবে তখন নিজে কিছু করব না। এটাই কি আমরা?

২৭ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫০

মুনতাসির বলেছেন: বর্তমানে ইসলামি শাসন ব্যবস্থা আছে, এমন কয়েকটা উদাহরণ দিয়ে বুঝতে সাহায্য করবেন?

৪| ২৭ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৫১

ঋণাত্মক শূণ্য বলেছেন: জানুয়ারী ২০২৪, দেশে গিয়েছিলাম। আমার স্কুল বন্ধু, আঃলীগ নেতার চ্যালা, বাড়ি এলো। বুকে পিস্তল ঠেকালো, ৫লাখ টাকা চাঁদা চাইলো। না দিলে আমার আব্বাকে কিছু একটা করার হুমকি দিলো।

মার্চ ২০২৫, দেশে গিয়েছিলাম। আমার স্কুল বন্ধুদের সাথে ভিষণ আড্ডা হলো। একটা রেষ্টুরেন্টের একটা ফ্লোর ভাড়া করে প্রায় ২৫জন বন্ধু ও তাদের সাথে তাদের পরিবারবর্গের লোকজনকে (প্রায় ৭০ জন) দাওয়াত দিয়ে খাওয়ালাম। যে কজন বাসার আসে পাশে থাকে তারা আব্বার খোঁজ খবর রাখার প্রতিশ্রুতি করলো।

আমার জন্য ৫ আগষ্ট ২০২৪ এর আগে পরের এই চিত্রই পরিবর্তন হয়েছে কি হয়নি সেটা হিসাবের জন্য যথেষ্ট।

২৭ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৭

মুনতাসির বলেছেন: এটা একটা বড় পাওয়া।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৫৭

অপলক বলেছেন: আপনি কি জন্মের পরপরেই হাটা শিখেছেন? প্রাইমেরী স্কুলে ভর্তি হতেই আপনি কী বিসিএস পরীক্ষা দিতে পেরেছেন? ক্যাডার হবার প্রশ্ন তো আরও পরে। ৫৪ বছরে যে নিয়ম গড়ে উঠেছে তা ১৫ মাসে কিভাবে পরিমার্জনের আশা করা যায়? ১৫ বছরে যে দগদগে ঘা বানিয়ে গেছে একটা সরকার, সেটার সারিয়ে ওঠা ১৫ মাসে কি করে আশা করা যায়?

সিগারেট খোর হবার পর সিগারেট খাওয়া ছেড়ে দিলেও দেহের ভেতরে রসায়ন চলতে থাকে অনেক দিন। কাজেই সময় লাগবে দেশের অবস্থা ফেরাতে।

আমি আপনার সাথে একমত যে, সবাই তাকিয়ে থাকে রাষ্ট্র বা সরকার পরিবর্তন ঘটাবে, সেখান থেকেই পরিবর্তনটা আসবে। আসলে আমাদেরও দায়িত্ব নিজের এবং পরিবারের শুদ্ধ পরিবর্তন আনা। ব্যক্তিস্বার্থ ত্যাগ করে বৃহৎ স্বার্থে দৃষ্টি দেয়া। যেটা অনেক কঠিন।

২৭ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৭

মুনতাসির বলেছেন: ভাল বলেছেন। তবে সেই সত্যটাই কি বারবার ফিরে আসে যে আমরা - নিজেরাই বদলাই না বলে কোন কিছু বদলায় না? আমরা রাজনৈকভাবে কোন ব্যক্তি বিশেষকে যে ভাবে প্রাধান্য দেই, সেখানে আদর্শের যপনিকাপাত আমরাই করি। কিন্তু কেন? পরিমার্জনের শুরুর জন্য আমাদের নিজেদের দায় দেখার জন্য কি সময় আসেনি? নাকি গত হয়েগেছে?

৬| ২৭ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:০৬

রানার ব্লগ বলেছেন: যারা ভেবেছিলো ৫ আগস্ট ২৪ এর পর দেশ বদলে যাবে তারা গাধা ছিলো। যারা ভেবেছিলো দেশে শান্তি আসবে তারা বুদ্ধ ছিলো। সেই আন্দলোনের নামে অরাজকতা ছিলো দুইটি অসম মনা দলের রাজনৈতিক ক্ষমতার পুনঃআরহনের অভিলাষ মাত্র। তারা দেশের মানুষ কে বোকা বানিয়ে নিজদের আয় উন্নতির পথ খুলেছে। কারন তারা ১৫ বছর আঃলীগের একচেটিয়া দুর্নীতির কারনে নিজেদের দুর্নীতি কাজে লাগাতে পারে নাই।

৭| ২৭ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৮

জ্যাক স্মিথ বলেছেন: যারা ভেবেছিলো ৫ আগস্ট ২৪ এর পর দেশ বদলে যাবে তারা গাধা ছিলো।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:৫৬

ক্লোন রাফা বলেছেন: দেশ বদলে দেওযার মত কোনো নেতৃত্ব কি দেখেছেন আপনি ⁉ বদলে দিয়েছে যাদের অসুবিধা হোচ্ছিলো বিগত সরকারের সময়।পুলিশের মেরুদন্ড ভেঙ্গে দিয়েছে।এখন পুলিশ সহযোগিতা চায় আপনার বিপদে সহায়তার পরিবর্তে!ইচ্ছা করলেই মবের ভয় দেখিয়ে কারো চাকুরি খেয়ে দিতে পারেন।কবর থেকে লাশ তুলে জ্বালিয় দেওয়ার সংস্কৃতি যোগ হয়েছে। পরিবর্তনের তালিকা আপনার পোষ্টের দশগুন হবে।
কিন্ত সবগুলোই নেগেটিভ পরিবর্তন। প্রকা‍শ‍্যে নিজের ভাই, বোন, মা,বাবার সামনেই অকথ্য ভাষায় গালিগালাজ করে শ্লোগান দিতে পারেন ।

২৮ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:১৬

মুনতাসির বলেছেন: বাংলাদেশের কোন সময় কোন নেতৃত্ব ছিল যার কোন আদর্শ ছিল যেটা এখনও আছে বা বেশির ভাগ মানুষ সেই আদর্শকে গ্রহন করেছে?

ব্যপার হলো, আমার প্রশ্নটা ছিল আমাদের ব্যক্তিগত কোন পরিবর্তন হয়েছে কি না - উপরের মন্তব্য থেকে এটাই প্রতিয়মান হচ্ছে যে, আমরা ব্যক্তিগত আচরনের ধার কোন দিন ধারিনি। এখনও না :)

৯| ২৮ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:২৩

মুনতাসির বলেছেন: এই লেখার নিচে মন্তব্যগুলোই প্রমাণ করে - আমরা এখনো পরিবর্তনের প্রশ্নটাকেই এড়িয়ে যাচ্ছি।

সরাসরি মূল পয়েন্ট ধরেছেন (ব্যক্তিগত আচরণগত পরিবর্তনের কথা বলেছে) ১টি মন্তব্য প্রায় ১১%
আংশিকভাবে কাছাকাছি (নৈতিকতা/ব্যক্তি বলেছেন, কিন্তু শেষ পর্যন্ত রাষ্ট্রে দায় ঠেলেছে) ২টি মন্তব্য প্রায় ২২%
মূল পয়েন্ট পুরোপুরি এড়িয়ে গেছেন (রাজনীতি, দল, দাম, সরকার, ক্ষমতা) ৬টি মন্তব্য প্রায় ৬৭%

আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ।

১০| ২৮ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন: চোখে পড়ার মত বড় পরিবর্তন হয়নি। তবে ছোট ছোট কিছু পরিবর্তন হচ্ছে, হবে। তবে সময় লাগবে। আমরা ব্যক্তিকেন্দ্রিক যদি সচেতন না হই তবে দেশ পরিবর্তনে অনেক সময় লাগবে।

১১| ২৮ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২৮

অপু তানভীর বলেছেন: যে পরিবর্তনের আশা বাংলাদেশের মানুষ করতেছে তা কোনদিন আসবে না। এর একমাত্র কারণ হচ্ছে মানুষ অন্যের পরিবর্তন আশা করে, যে চায় অন্য সবাই যেন দুর্নীতি না করুক কিন্তু নিজের বেলায় এই কথা প্রয়োগ করতে ভুলে যায়!
একটা ছোট উদাহরন দেই। আমার আত্মীয়দের একজন বেশ ন্যায় নীতির কথা বলে বেড়ায় সব জায়গাতে। মানুষ যে কত খারাপ, সবার পরিবর্তন দরকার এটা নিয়ে তার অভিযোগের শেষ নেই। বছর খানেক আগে তার ছেলে আমাদের জেলার একটা নাম করা স্কুলে ভর্তিপরীক্ষা দিয়ে পাশ করে নি। সেই স্কুলের একজন শিক্ষক আবার ঘনিষ্ঠ বন্ধু। এখন সেই আত্মীয় আমাকে ফোন দিয়ে বলেছিল যেন আমি আমার বন্ধুকে বলে তার ছেলে স্কুলে ভর্তি করিয়ে নিই। এটা যে একটা নীতিহীন কাজ এটা তার একবারও মনেও হল না। অথচ সে সব সময় ন্যায় নীতি নিয়ে লেকচার দিয়েই যায়!

৫ আগস্টে শেখ হাসিনা পালিয়েছে কিন্তু আমাদের দেশের মানুষ তো আর পালায় নি। তাদের স্বভাব তো বদলায় নি। পরিবর্তন কিভাবে আসবে বলুন!

২৮ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৩০

মুনতাসির বলেছেন: আমাদের দেশের মানুষ তো আর পালায় নি - দারুন বলেছেন।

১২| ২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:১৭

নিমো বলেছেন: বদলেছেতো, শাহবাগের দুপাশে দুটেো হাসপাতাল, একটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মেগাফোন হাতে নূতন ভন্ডবস্তোর অংশীদার, জা-শির শেষ আশা-ভরসা ইনকিলাব মঞ্চ দেশে ইনসাফ আনছে।

১৩| ২৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

১৪| ০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:০১

রাসেল বলেছেন: পরিবর্তন হয় নাই, কারণ চোর বাটপাররা তাদের চেহারা পরিবর্তন করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.