| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়দিন আগে একটি সংবাদ শিরোনাম ছিল এটা। পড়ে আমার নিজের অভিজ্ঞতার সঙ্গে এর মিল খুঁজে পেলাম। যদিও সরাসরি নয়, তবুও মিল আছে—বিশেষ করে আমাদের ভিসা প্রাপ্তি কেন দিন দিন কঠিন হচ্ছে বা আরও কঠিন হবে, সেই প্রশ্নে।
আমি আগে একটি পোস্ট দিয়েছিলাম আমাদের কসোভোতে সাইকেল চালানোর অভিজ্ঞতা নিয়ে। আমরা সাইকেল চালিয়ে ফিরে আসার পর সে দেশের রাষ্ট্রদূত বিশাল আগ্রহ নিয়ে আমাদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন—এরা কারা, কীভাবে কসোভোতে সাইকেল চালিয়ে আবার ফিরে এল!
জানি, এটা পড়তে বা শুনতে আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্য। প্রথম প্রশ্ন ছিল—সাইকেল চালাতে কেন অন্য দেশে যেতে হবে? তার পরের প্রশ্ন—ইউরোপের এত কাছে গিয়ে কেন সেখানে থাকা হলো না? এগুলো খুবই সাধারণ ধারণা।
রাষ্ট্রদূত তার উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি, আমাদের কাছে জানতে চেয়েছিলেন তার দেশ আমাদের কেমন লেগেছে। আমরা যেটা সত্যি, সেটাই বলেছি। অনেক দিন পর একটি খুব বন্ধুবৎসল দেশে যাওয়া হয়েছে—এটা বলার পর তিনি বললেন, এটা নাকি একটি বড় কমপ্লিমেন্ট, কারণ বাংলাদেশিরাও ভীষণ বন্ধুবৎসল।
কথা প্রসঙ্গে তিনি আরও বললেন—একটা সময় কসোভো প্রচুর ভিসা দিত, বেশির ভাগই কাজের জন্য। কিন্তু দেখা গেল, কয়েক মাস বা কয়েক সপ্তাহের মধ্যেই অনেকেই অন্য কোথাও পালিয়ে যাচ্ছে। তারা শুধু পাসপোর্টটি ফেলে যেত। এমন ঘটনার পুনরাবৃত্তির পর কসোভো এম্বাসি ভিসা দেওয়া প্রায় বন্ধ করে দেয়। এখন দিলে খুব বেছে বেছে দেয়।
কিন্তু কি এভাবেই হওয়ার কথা ছিল? না। এখানে আমরা একে অপরকে দোষ দিতে পারি, কিন্তু তাতে সমস্যার সমাধান হবে না। আমরা প্রয়োজনে ভীষণ রকমের মিথ্যাবাদী হয়ে উঠি। তখন ইমান, আকিদা—কোনোটাই মনে থাকে না।
ছবিটা এআই দিয়ে করা।
০৬ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:০০
মুনতাসির বলেছেন: আমাদের অনেকেরই দুইটা করে জন্ম তারিখ। শুরুতেই যদি এই হয় তবে বাকি জীবনে আমরা ধানদা করব না সেটা কি করে হয়! মাফস্সলের সাংবাদিকদের বেশির ভাগের কোন বেতন থাকে না। তাদের খবরের ভিত্তিতে টাকা দেয়া হয়। তাই তারা তাদের জীবিকা যে ভাবে পারে, করে। সাংবাদিক হওয়া তাদের অনেক কাজের বৈধতা দেয়। তাই আমরা সবাই সাংবাদিক হতে চাই।
২|
০৬ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ২:০৪
রাজীব নুর বলেছেন: যোগ্য ও দক্ষ লোকের অভাবে আমাদের দেশ আজ- সিঙ্গাপুর, মালোশিয়া আর ভিয়েতনামের মতো হতে পারেনি।
৩|
০৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ৩:৫৮
ফিনিক্স! বলেছেন: মানুষ ঠকানো আমাদের পেশা, এই করে দেশে ও দেশের বাইরে অনেকেই কোটি কোটি টাকার মালিক হয়েছে।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১১:১৫
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের মতো ছোটো একটা দেশে মানুষের চেয়ে মিডিয়া বেশি । গতকাল যশোরে এক সাংবাদিককে গুলি করে মারা হয় । পরে দেখি তিনি আবার বয়লার এর বিজনেস করেন । একজন সাংবাদিক দুটো আলাদা পেশায় কি ভাবে থাকতে পারেন ? অনেকে সাংবাদিকতার নামে মানুষকে blackmail করেন , চাদাবাজি করেন, ভুয়া সংবাদ ছাপিয়ে মানুষকে হয়রানি করেন ।
।