| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথিত আছে, কোনো এক দেশের রাজামশাই হঠাৎই ঠিক করলেন—তিনি নাকি খালি পায়েই পুরো রাজ্য ঘুরে বেড়াবেন! এখন সমস্যা হলো, রাজ্যে তো কাঁকর–কাঁটা–লতাগুল্মের অভাব নেই। রাজ্যের মন্ত্রীরা মাথায় হাত দিয়ে বললেন, “মহারাজ, আপনার এই খালি-পায়ে ফেরা তো আমাদের মাথাব্যথায় পরিণত হলো!”
অগত্যা রাজ্যের প্রায় সব জায়গাতেই চামড়া বিছিয়ে ফেলা হলো—রাস্তা, বাজার, বন-জঙ্গল, এমনকি নাপিতের দোকানের সামনে পর্যন্ত। কিন্তু রাজ্য বলে কথা, সবখানে তো আর বিছানো যায় না! শেষমেশ এক বুদ্ধিমান লোক বলল, “মহারাজ, সারা রাজ্য ঢাকতে গেলে বাজেট ডেফিসিট হয়ে যাবে। বরং আপনার দুই পাটাতনটাই ঢেকে দিই না?”
এভাবেই মুচির হাতে তৈরি হলো রাজামশায়ের প্রথম ‘পোর্টেবল রাজপথ কভারেজ ডিভাইস’—যা আমরা সাধারণ ভাষায় জুতো বলি। তারপর থেকে রাজামশায় দিব্যি খালি-পায়ে থাকার ফিল নিয়ে, পায়ে এক দানা ধুলাও না লাগিয়ে ঘুরে বেড়ালেন।
ঠিক তেমনই, আমাদের দেশের কিছু শিক্ষার্থী আছেন—যারা কোনো দুর্বিপাকে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেননি। এখন তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন: “যেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ে যেতে পারিনি, বিশ্ববিদ্যালয়ই আমাদের কাছে আসুক!
তারপর তাঁরা তাঁদের শিক্ষাকেন্দ্রকেই বিশ্ববিদ্যালয় বানিয়ে ফেলতে চাইছেন।
এভাবে যদি চলতে থাকে, ভবিষ্যতে হয়তো আমরা বলব—
“যেখানে পড়ি, সেখানেই ইউনিভার্সিটি!”
©somewhere in net ltd.