নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দ আমার আশ্রয়, চিন্তা আমার পথ। ইতিহাস, সমাজ আর আত্মপরিচয়ের গভীরে ডুব দিই—সত্যের আলো ছুঁতে। কলমই আমার নিরব প্রতিবাদ, নীরব অভিব্যক্তি।

মুনতাসির রাসেল

আমি তোমাদের মাঝে খুজিয়া ফিরি আমার বিশ্বলোক; নরকে গেলেও হাসিয়া বলিব আমি তোমাদেরই লোক।

মুনতাসির রাসেল › বিস্তারিত পোস্টঃ

পোস্টমর্টেম

০৩ রা ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫৪



আমি ভবিষ্যতকে ডাকলাম—সে আমার বর্তমান মুছে অতীতে আটকে গেল!
ঠিক সেই মুহূর্তে সময় তার নিজের দেহ থেকে ছিঁড়ে ফেলল গতি,
আর পৃথিবী হয়ে উঠল এক স্থির ক্ষত।

পাখিটি মরে গেল।
তার চোখে লেগে রইল আকাশের এক টুকরো নীল,
যা উদ্ধার করা গেল না কিছুতেই।
এক এক করে মরে গেল বাগানের সব বৃক্ষ—
যারা বাতাসের ভাষা জানত,
আজ তারা কেবল মাটির নিস্তব্ধ প্রতিধ্বনি।

চারিদিকে তখন মৃত্যুর জন্য উল্লাস।
মানুষের মুখে শব্দ,
কিন্তু শব্দে কোন স্পর্শ নেই;
সমাধির উপর ছড়িয়ে পড়ছে ঘৃণা ও অপমান—
এ যেন মৃত্যু নয়, জীবনেরই উপহাস।


২৬.১০.২০২৫

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.