নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুর্তজা হাসান খালিদ

ইসলাম একটি রাজনৈতিক মতাদর্শ, এটা অস্বীকার করার মতো বোকামি ধার্মিকরা করতে পারেনা

মুর্তজা হাসান খালিদ

পৃথিবীতে মানুষ কাউকে ভালোবেসে নেতৃত্ব দিতে চায় কিন্তু জোর করে কারো নেতা হওয়া মেনে নেয় না

মুর্তজা হাসান খালিদ › বিস্তারিত পোস্টঃ

সুন্দর সকালে আপনাকে স্বাগতম !:#P আসুন আমাদের পরবর্তী প্রজন্মকে অসৎ প্রবণতা থেকে বের করার চেষ্টা করি, এখনি সচেতন করে তুলি অনৈতিক পন্থা বর্জনে

০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:২৫

রিপোস্ট।। সরাসরি ক্লকি করুন: এরাই আমাদের নেতৃত্ব দেবে, অনৈতকতার পথ থেকে আমাদের প্রিয় ভাই-বোনটাকে সরাতে না পারলে দুর্নীতির বোঝা আমাদের পীঠ থেকে কখনো নামবে না :(

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

লী এনজেল বলেছেন: যদি কোন স্বামী স্ত্রী ঝগড়া করে একই বাড়িতে থাকলেও ৪ বছর একটানা আলাদা ঘরে থাকে সে এবং তাদের মাঝে কোন দায়দায়িত্ব পালন না করে সে ক্ষেত্রে কি তালাক হয়ে যাবে?

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১০

মুর্তজা হাসান খালিদ বলেছেন: এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত আপনাকে দুইদিন পরে আপনার পোস্টে অথবা ই-মেইলে লিখে জানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। এখন প্রয়োজনীয় রেফারেন্স আমার কাছে নেই

২| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৯

লী এনজেল বলেছেন: ধন্যবাদ। পেলে উপকৃত হব। অপেক্ষায় রইলাম।

৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৩

লী এনজেল বলেছেন: Ami wait korsi apnar reply opekkhay!

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৭

মুর্তজা হাসান খালিদ বলেছেন: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

ভাই,
আমার পক্ষ থেকে উত্তর দেয়ায় অনেকটা বিলম্ব হয়ে গেলো, এ জন্যে দুঃখিত !

প্রসঙ্গত:

স্বামী-স্ত্রী দুইজন দীর্ঘদিন আলাদা থাকলে তালাক হবেনা যতোক্ষণ না দুইজন স্বাক্ষীর উপস্থিতিতে তালাকের আনুষ্ঠানিক শব্দ উচ্চারিত না হবে। এখন এই দুইজন যদি বিচ্ছেদ ঘটাতে চান তবে তালাকের শব্দ উচ্চারণের মাধ্যমে দুইজন স্বাক্ষীর উপস্থিতিতে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারবেন।
এটাই প্রসিদ্ধ মাসআলা।

বুঝতে হবে যে, তালাক মুখে প্রকাশ না করলে সেটা গ্রহণীয় হয়না এবং বিবাহ বিচ্ছেদও হয়না।

আল্লাহ আমাদের ভালো রাখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.