![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেরাজিল ৯০ এ আর্জেন্টিনার লগে হাইরা দ্বিতীয় পর্ব থেকেই বাড়ী ফিরছিল, সেবার মেরাডোনারে বেরাজিলের সোনার ছেলেরা পিডাইয়া লেংড়া কইরা ফালাইছিল, মেরাডোনা খুড়াইয়া খুড়াইয়া খেলছে। ছি বেরাজিল ছি।
ভিডিওডা দেখেন
২| ০৭ ই জুন, ২০১০ রাত ২:০১
ওয়ালী আবরার বলেছেন: লেখাটা পডে দেখতে পারেন দি টাইমসের থেকে নেয়া।
ক্লিক
৩| ০৭ ই জুন, ২০১০ রাত ২:০২
অদ্ভুত বলেছেন: যারা দুর্নীতি করে তাদের হাত পা ঠ্যাং ঠ্যুং সব ভাইংগা ছাতু কইর্যা জমিতে সার হিসেবে ব্যবহার করা উচিত।
৪| ০৭ ই জুন, ২০১০ রাত ২:০৩
ধ্রুব০০৭ বলেছেন: সত্যি কথা বললেন আর মাইনাস খাইলেন!!
"ছুপা রুস্তম" পালাইছে!!
নামডা কইয়া গেলনা....
+++++++++++++++++++++++++++++++++++
০৭ ই জুন, ২০১০ রাত ২:২৭
মুসা বলেছেন: চুপিচুপি মাইনাস দিয়ে পালাইছে কেডায়, ওরে ধর।
থ্যাংকু ধ্রুব ০০৭
৫| ০৭ ই জুন, ২০১০ রাত ২:০৪
ধ্রুব০০৭ বলেছেন: সরি...
নাম পাইছি!!
৬| ০৭ ই জুন, ২০১০ রাত ২:০৫
জিকসেস বলেছেন: ৯০ এর ঐ খেলা পুরাই খেলসে ব্রাজিল। ম্যারাডোনা একবার ই খালি সেন্টার পার হইতে পারসিল আর হ্যা অসাধারন একটা পাস দিসিল ক্যানিজিয়া কে। ম্যারাডোনা এর ক্লাস নিয়ে কোনো সন্দেহ নাই। তবে খেলাটা খেলসিল পুরাই ব্রাজিল। আর বিশ্বকাপ এর ইতিহাস এ এর থেকে বাজে ফুটবল খেলে ফাইনাল এ যাওয়ার রেকর্ড কারো নাই। পুরা টর্নামেন্ট আর্জেন্টিনা খেলসিল খুড়ায় খুড়ায়।
৭| ০৭ ই জুন, ২০১০ রাত ২:০৭
নষ্ট ছেলে বলেছেন: ফুটবল খেলার মাঠে বাস্কেটবল খেললে পিডা না দিয়া কি চুমা দিব
০৭ ই জুন, ২০১০ রাত ২:১৩
মুসা বলেছেন: নষ্ট ছেলের নষ্ট উত্তর
৮| ০৭ ই জুন, ২০১০ রাত ২:০৮
জিকসেস বলেছেন: আর এইটা ম্যারাডোনা ব্রাজিল এর সাথে না পেরে কিভাবে লাত্থি মারতে গিয়ে লাল কার্ড খাইসে তার লিঙ্ক।
০৭ ই জুন, ২০১০ রাত ২:১৬
মুসা বলেছেন: জিকসেস ভাই, ব্রাজিল এর মত বড় দলের এইসব পিডাপিডি মানায় না, ৯০ এ ব্রাজিল পুরা মাইরা খেলছে আর ফুটবল খেলে আর লাল কার্ড খায় নাই এমন কেউ আছে তাই বলে আমি মারামারি কে সাপোর্ট করছি না
৯| ০৭ ই জুন, ২০১০ রাত ২:১৩
আবিরে রাঙ্গানো বলেছেন: আমি ব্রাজিলের খেলা পছন্দ করি। কারণ আমি ১৯৯৪ থেকে খেলা দেখি, তখন থেকে ব্রাজিল এক চেটিয়া ভাল খেলে। সেরা খেলোয়াড় সব ঐ দলেরই ছিলো। ম্যারাডোনার খেলা লাইভ দেখার সৌভাগ্য হয়নি, ফলে ম্যারাডোনার কারণে আর্জেন্টিনার সাপোর্টার হবো এমন বোকা আমি না। ১৯৯৮ এর ফাইনালে ব্রাজিল ফ্রান্সের কাছে হেরেছিলো, ঐ ম্যাচে দেখেছিলাম ভাল খেলোয়াড় কাকে বলে। জিদান যেন একাই ছিলো মাঠে, ব্রাজিল হেরেছিলো জিদানের কাছে। ঐ ম্যাচে কিন্তু আমি জিদানের খেলা দেখে মুগ্ধ হয়েছিলাম। আগেও ওর ফ্যান ছিলাম, কিন্তু ওর পর থেকে আরো বড় ফ্যান হয়েছিলাম যদিও আমার প্রিয় দল হেরেছিলো ওর কাছে। এভাবে খেলা দেখলেই খেলা উপভোগ করা যায়, ভাল খেলোয়াড়ের খেলা। এর আগে আর্জেন্টিনার খেলা দেখেছি, কিন্তু আহামরি কোন খেলোয়াড় ছিল না, কিন্তু এবার মেসি আছে, দখবো, ভাল খেললে হাতে তালি দিব, হ্য়তো আর্জেন্টিনার সাপোর্টার হয়ে যাবো। কিন্তু মেসি কি সেটা পারবে? যেমনটি খেলে বার্সার হয়ে?
০৭ ই জুন, ২০১০ রাত ২:২৩
মুসা বলেছেন: ভালো খেলা দেখে মুগ্ধ হন ঠিক আছে কিন্তু বারবার দল পাল্টানোটা ভাল না। তবে হে ৯৮ এর ফাইনালে জিদান সত্যই ফাটাইছে ইভেন ২০০৬ কিন্তুু জটিল খেলছে। ৯৮ এ রোনালদো ছিল চরম হট ফেবারিট, বিশ্বকাপ শুরুর আগে খালি পরিশংখ্যান দিত যে কিভাবে রোনালদো রেকর্ড করবে কিন্তু সেবার রোনালদো কিছুই করতে পারে নাই, ফাইনালের আগের রাতে পেট ব্যাথায় নাকি পরছিল কিন্তু ২০০২ এ কিন্তু রোনালদোর সেইরকম খেলছে। যাই হউক - আমি যেটা বলতে চাচ্ছি সেটা হল মেসি হয়ত আর্জেন্টিনার হয়ে ভাল নাও খেলতে পারে, দেখি কি হয়
১০| ০৭ ই জুন, ২০১০ রাত ২:২১
বিবর্ণ সময় বলেছেন: এইবার আপনাগো ম্যারাকান্তরে ঠিক মত খেলায়েন। কিছু যাতে না খায়।
০৭ ই জুন, ২০১০ রাত ২:২৪
মুসা বলেছেন: খাওয়ার জিনিষ কি আপনি মাথায় দেন "বিবর্ন আমি" ভাই
১১| ০৭ ই জুন, ২০১০ রাত ২:২২
জিকসেস বলেছেন: ম্যারাডোনা তো আর ১৯৮২ তে ফুটবল খেলে নায়। ফুটবল-টা কই আর অর পা কই দেখেন। আর ৯০ তে ব্রাজিল কখন মাইরা খেলল? বল তো আরাক্ষন ব্রাজিল এর পায়েই ছিল। হা ক্যারেকা জাল এ না মেরে সব বার এ মারসে এইটা হওয়া উচিত হয়নায়। আর লাল কার্ড খাবে ঠিক আসে। কিন্তু ম্যারাডোনা তো বল-টা মারেনায় (১৯৮২)। টারগেট ই ছিল প্লেয়ার টা।
০৭ ই জুন, ২০১০ দুপুর ১২:০৬
মুসা বলেছেন: জিকসেস ভাই, আমি যে ভিডিওটা দিলাম সেটা কি দেখছেন? নিশ্চিত দেখেন নাই। রিকার্ডো লাল কার্ড খাইছে। দেখলে ফাউল এর ব্যাপারে কথা বলতেন না।
১২| ০৭ ই জুন, ২০১০ রাত ২:৩৫
জাতি জানতে চায় বলেছেন: ৯০ এ ম্যারাদোনা ব্রাজিলের প্রতিপক্ষ ছিলো না, ছিলো ব্রাজিল নিজেই, সাথে সাইডবার-ক্রসবার আর কিঞ্চিত গোলকিপার গয়কোচিয়া! না হইলে ম্যারাদোনার সহায়তায় পাওয়া এক গোলের বিরুদ্ধে আর্জেন্টিনারে হালি খানেক হজম করতে হওয়ার কথা!
০৭ ই জুন, ২০১০ রাত ২:৪৯
মুসা বলেছেন: মনে মনে গোল যখন দিবেন তাইলে হালি খানেক কেন, ডজনখানেক দেন।
হারার পরও এইকথা কেমনে কন "জাতি জানতে চায়" ভাই!
১৩| ০৭ ই জুন, ২০১০ রাত ২:৫৯
জিকসেস বলেছেন: হারার পর সব থেকে বেশি কথা আর্জেন্টিনারাই বলে। সুইডেন বুলগেরিয়া এদের কাছে হাইরা বাদ যাবে আর বলবে দূর্ভাগ্য। পারলে ৯০ এর খেলাটা পুরা দেখেন। ফুটবল না আর্জেন্টিনা এর সাপোর্টার- রা খুব ভাল বুঝে!! নিজেরা হারলে ঐটা তারা সর্বকালের সেরা ফুটবল খেইলা হারসে। আর চামে দিয়া জিতলে বলবে জিতাই বড় কথা।
০৭ ই জুন, ২০১০ সকাল ১১:২৯
মুসা বলেছেন: হ জিকসেস ভাই, বেরাজিল জিতে খেলে আর আর্জেন্টিনা জিতে ফাও!
১৪| ০৭ ই জুন, ২০১০ সকাল ৭:৫৪
সাফির বলেছেন: ধ্রুব০০৭ বলেছেন: সত্যি কথা বললেন আর মাইনাস খাইলেন!!
"ছুপা রুস্তম" পালাইছে!!
নামডা কইয়া গেলনা. . . .
+++++++++++++++++++++++++++++++++
১৫| ০৭ ই জুন, ২০১০ সকাল ৯:২৮
সব পেয়ে ও শূণ্য যে হৃদয় বলেছেন: কয়লা ধুইলে ও ময়লা জায়না.........
কুত্তায় গু না খাইলে ও ঘ্রান নেয়, ব্রাজীল এর হইছে এই অবস্থা।
১৬| ০৭ ই জুন, ২০১০ দুপুর ১:০৪
ফেরারী... বলেছেন: খেলা দেখে মনে হইছে ব্রাজিল হাডুডু খেলতে নামছে...ওরা ফুটবল এমতেই খেলে
০৭ ই জুন, ২০১০ দুপুর ২:৫৪
মুসা বলেছেন: হ, হাডুডুডুডু, বেরাজিল এমনই
১৭| ০৭ ই জুন, ২০১০ বিকাল ৩:১১
জিকসেস বলেছেন: লেখক বলেছেন: হ জিকসেস ভাই, বেরাজিল জিতে খেলে আর আর্জেন্টিনা জিতে ফাও
আর্জেন্টিনা ফাও জিতে এমন কিছু বলি নাই। তবে ব্যাপারটা হইল ব্রাজিল এর আস্থে জিতার পর আর্জেন্টিনা কোনো বড় দলকে হারায় নাই আর ওয়ার্ল্ড কাপ এ। যাক এইবার ক্ষান্ত দেই। আশা করি আর্জেন্টিনা এইবার ওয়ার্ল্ডকাপ জিতবে।
১৮| ০৭ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:১৬
জিকসেস বলেছেন: পেপার এ দেখলাম আর্জেন্টিনা এর পতাকা টাঙ্গাইতে গিয়া একজন মারা গেসে। তার একটা এক বছরের বাচ্চাও আসে। এইটা পড়ে বেশ কষ্ট পাইলাম। আমাদের জীবনের থেকে বড় আর্জেন্টিনা ব্রাজিল না। ভাল থাকবেন। আমার কোনো কমেন্ট এ হার্ট হয়ে থাকলে ডিলিট করে দিয়েন।
০৭ ই জুন, ২০১০ রাত ১১:৪৯
মুসা বলেছেন: very sad news brother, very true, game for fun but not for life.
its ok with comments
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১০ রাত ২:০১
অভ্র ভাষা হোক উন্মুক্ত বলেছেন: আহারে ভাই, আপনার খুব কষ্ট হইছে দেখে?? হাত দিয়া যখন গোল করে তখন কিছু না?? এইসব কথা বলে লাভ নাই, মাঠে দেখা হবে (যদি ফাইনালে যাইতে পারেন)