নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সমালোচক,তবে তা সংশোধনরে জন্য। আবার একজন প্রশংসাকারিও বটে, তবে তোষামোদকারি নয়।জানতে চাই অনেক কিছু।হতে চাই কালের সাক্ষী।

মুসাফির নামা

সত্যানুসন্ধানী

মুসাফির নামা › বিস্তারিত পোস্টঃ

বিতর্কিত রেডক্লিফ সীমানা !!!!পাকিস্তানিরা সংর্কীণ মাথায় ভর্তি গোবর আর ওদের অহংকারও নিরর্থক!!!ক্ষতিপূরণসহ ক্ষমা ওদের চাইতে হবে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৪

মি: রেডক্লিফ

ভারতবর্ষ

পোকায় খাওয়া আমাদের বাংলাদেশ

মি জিন্নাহ

বঙ্গবন্ধু



নরপিচাশ ইয়াহিয়া

১৬ ডিসেম্বর ১৯৭১

অথর্ব সিমলা চুক্তি


১৯৪৭ সাল পূর্ব ইংরেজ বিরোধী আন্দোলনে পশ্চিম পাকিস্তানের উল্লেখযোগ্য কোন ব্যক্তিকে দেখা যায় না।অথচ পাকিস্তানের তাড়াহুড়ার ফলশ্রুতিতে,হিন্দু পরিচালিত কংগ্রেসের চাণক্য-চাল,মুসলিম রাজনীতিবিদদের ব্যর্থতা ও অদুরদর্শিতায় ফলশ্রুতিতে ১৯৪৭ সালের ১৪ আগষ্ট বাংলার মুসলমানরা যে অংশটি পায় তার সীমানা এবং মানচিত্রকে ”পোকায় খাওয়া” এবং ”শুণ্ডু পরিমন্ডিত"(truncated andmoth eaten)একটি মানচিত্র হিসাবে উল্লেখ করা হয়।১৯৪৭ মি. ডসরিল রেডক্লিপের অত্যন্ত তড়িগড়ি করে প্রস্তুত ঐ সীমানা বিভক্তি নিদের্শক চূড়ান্ত পাক-ভারত বাংলাদেশে ইতিহাসে ’রেডক্লিপ রোয়েদাদ’ হিসাবে পরিচিতি লাভ করে। রেডক্লিপ সাহেবের ভারতীয় পূর্বাঞ্চল ও পাকিস্তানের পূর্বাঞ্চলের মধ্যকার ঐ সীমানা বন্টনকার্য আদতে ভারতে হিন্দু জনগোষ্টির প্রতি নিতান্ত পক্ষপাত দুষ্ট এবং বাংলাদেশের মুসলিম জনগোষ্টির স্বার্থের পরিপন্তী উদ্যোগ হিসাবে প্রমাণিত হয়।আমরা হারিয়েছি আমাদের ন্যার্য প্রাপ্য বিপুল ভূকৌশলগত গুরুত্বপূর্ণ ও ভূসম্পদ সমৃদ্ধ মূল্যবান ভূখন্ড। জনসংখ্যার দিক দিয়ে সংখাগরিষ্ট হওয়া সত্তেও পশ্চিম বঙ্গের মুশির্দাবাদ জেলা এবং সিলেট জেলার করিমগঞ্জ মহকুমার সাড়ে তিনটি থানা (বদরপুর,হাইলা,কান্দি,রাতাবাড়ি ও করিমগঞ্জসহ) অযোক্তিকভাবে ভারতকে দিয়ে দেওয়া হয়েছে।ঠিক একইভাবে সুকৌশলে মালদহ জেলার কয়েকটি থানা,উওরবঙ্গের পশ্চিম দিনাজপুর,পশ্চিমবঙ্গের কলকাতা বন্দর ও চব্বিশ পরগনার যোক্তিক অধিকার থেকেও বাংলাদেশের মুসলমানদের বঞ্চিত করা হয়।মেঘালয়ের(শিলং শৈলানিবাস) গারো পাহাড় ও খাসিয়া জয়ান্তি পাহাড় অঞ্চলে সংখাগরিষ্ট জনসাধারণ অহিন্দু হওয়া সত্তেও ভূকৌশলগত ঐ পার্বত্য অঞ্চলকে ভারতের সাথে জুড়ে দেওয়া হয়।তৎকালীন আসাম রাজ্যের দরঙ্গ,গোয়ালপাড়া এবং নওগাঁ জেলাত্রয় মুসলিম জনসংখ্যা হওয়া সত্তেও এবং কাছার জেলার সংখ্যাগরিষ্ট জনগন মুসলমান হওয়া সত্তেও ঐসব অঞ্চলকে নিঃসংকোচে ভারতকে উপহার দেওয়া হওয়া।১৯৪৭ সালে ব্রিটিশ –ভারত বিভক্তির সময় করদরাজ্য ত্রিপুরার তৎকালীন রানী মাতা পূর্বপাকিস্তানে যোগ দিতে চান এবং ঐ রাজ্যের মোট জনসংখ্যা প্রায় ২৪%মুসলমান এবং প্রায় ৫২ ভাগ অহিন্দু প্রকৃতি পূজারি উপজাতি হওয়া সত্তেও পরবর্তীতে ত্রিপুরা ভারতে অঈীভূত হয়।আবার পশ্চিম পাকিস্তানে কাশ্মিরের জনসংখ্যা ৮০ভাগ মুসলমান হওয়া সত্তেও সেখানকার রাজার ভারতে যোগ দেওয়া ভাসনাতে তা ভারতে জুড়ে দেওয়া হয়।যা আজও ঐ রাজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আন্তে পারেনি।এসব সংঘঠিত হওয়ার পেছনে যেমন দায়ী হিন্দু-ব্রিটিশ আঁতাত তেমনি তৎকালীন পাকিস্তানের নেতৃত্বের ঔদাসীন্যতা আর অকর্মন্যতা।আসলে ভারতে গুজরাটের কাথিবারে জম্ম নেওয়া জিন্না তার একক প্রচেষ্টা যতটুকু পেরেছেন,ততটুকু নিয়েছেন।তার জীবন সায়াহেৃ তিনি পৌঁছে গেছেন, এই উপলব্দি থেকে তিনি বোধহয় বড়বেশি তাড়াহুড়া করে ফেলেছেন।কিন্তু আর সব নেতারা মনে হয় বসে বসে ঘাস খেয়েছেন।তাদের ঘাস খাওয়ার নমুনা হিসাবে পশ্চিম পাকিস্তান পূর্বপাকিস্তানে তাদের উপনিবেশ স্থাপন করেছে।পরে লক্ষ প্রাণের বিনিময় ১৯৭১ সালে আমরা পাকিস্তানি উপনিবেশ থেকে মুক্তি পেলাম।বলা যায় তাদের সাথে থাকা ২৩ বছর তারা সংকীর্ণতার পরিচয় দিয়েছে।সে তুলনা এই অঞ্চলে অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান পাকিস্তান টিকিয়ে রাখার জন্য অনেক ছাড় দিয়েছেন।১৯৭১সালে ২৫মার্চ তারা তাদের বর্বরতা এবং যুদ্ধ শেষ হওয়ার পরও তারা প্রমাণ দিয়েছে তাদের মাথা ভর্তি গোবর।তারা আমাদের সাথে চুক্তি না করে ভারতের সাথে চুক্তি করেছে,একে গর্দভ ছাড়া আর কিছুই বলা যায় না।তারা তাদের সেসব যুদ্ধপরাধীদের বিচার করল না,না চাইলো বাংলাদেশের কাছে ক্ষমা,না দিলো ক্ষতিপূরণ।কিন্তু এই গর্দভ,অথর্ব জাতিকে একদিন ক্ষমা চাইতে হবে এবং অপরাধের বিচার করতে হবে।সেদিন তারা বুঝবে তাদের অংকার ছিল নিরর্থক এবং সেদিন তারা মানুষ হতে শিখবে।একটু অন্য প্রসঙ্গে আসি,এতকিছুর পরও আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা ঠিক হবে না।তাহলে মুসলিম বিশ্বের অন্য রাষ্ট্রগুলোর কাছে ভূল বার্তা যাবে,এ অঞ্চলের কূটনৈতিক ভারসাম্য নষ্ট হবে এবং ভারত আরো বেপরোয়া হয়ে উঠবে।তাই আমাদের কূটনৈতিকভাবেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা চালাতে হবে।


ছবিসূত্রঃ-নেট

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১০

মুসাফির নামা বলেছেন: ইতিহাস যখন পড়ি আর ভাবি পেছনে ফেরাতো সম্ভব না। কিন্তু যা পেয়েছি তাতো সর্বোত্তম কাজে লাগাতে পারি।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৪

ইমরান আশফাক বলেছেন: তাহলে মুসলিম বিশ্বের অন্য রাষ্ট্রগুলোর কাছে ভূল বার্তা যাবে,এ অঞ্চলের কূটনৈতিক ভারসাম্য নষ্ট হবে এবং ভারত আরো বেপরোয়া হয়ে উঠবে।তাই আমাদের কূটনৈতিকভাবেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা চালাতে হবে।

আন্তর্জাতিক পরিমন্ডলে আমাদের কোন স্হায়ী বন্ধু নেই কিন্তু আছে স্হায়ী স্বার্থ। আর যতদিন যাচ্ছে বাংলাদেশকে উপেক্ষা করার ক্ষমতা বা স্পর্ধাও অন্যদের কমে যাচ্ছে। আমরা যদি সঠিকভাবে পদক্ষেপ নিতে পারি তাহলে অদুর ভবিষ্যতে বাংলাদেশ আন্চলিক এমন কি একটা বিশ্বশক্তি হিসাবেও আত্নপ্রকাশ করতে পারে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪১

মুসাফির নামা বলেছেন: অনেকে যে অর্থে নিজেদের সে অর্থে শক্তি চাইনা। আমি সুখী,সম্দৃদ্ধ বাংলাদেশ। শক্তির দম্ব না বরং সবার শান্তি এই আমার আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৩

মুসাফির নামা বলেছেন: কূটনীতি অপেক্ষাকৃত শ্রেষ্ঠ পন্থা।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯

কামরুল হাসান বলেছেন: পাকিস্তানীদের লজ্জা নেই।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১১

মুসাফির নামা বলেছেন: ওরাা যতটা না নির্লজ্জ তার চেয়ে বেশী অহংকারী অথচ ওদের অহংকার নিরর্থক।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২

হাসান কালবৈশাখী বলেছেন:

সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেও স্ট্যাটাস ও লোকবল কমিয়ে ফেলা যায়।
জংগি পৃষ্টপোষক, অসভ্যদের সাথে সহবস্থান অপ্রয়জনীয়।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

মুসাফির নামা বলেছেন: কালবৈশাখী বটে। আমরা যদি গর্দভ হই ,তাহলে পার্থক্য কোথায়?

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২২

আলাপচারী বলেছেন: দারুণ । মৌলিক লেখা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪

মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ।।।

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৩

হাসান কালবৈশাখী বলেছেন:
মোবাইলে লিখে কমেন্ট আপ্লড করা অসম্পুর্ন হয়ে লেখা কিছু বাদ গেছে।
যা বলতে চ্যেছিলাম -
পাকিদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না করেও এম্বেসি স্ট্যাটাস ছোট ও লোকবল কমিয়ে ফেলা যায়।
জংগিদের ভয়ঙ্কর পৃষ্টপোষক এবং অসভ্যদের সাথে সহবস্থান অপ্রয়জনীয়।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৬

মুসাফির নামা বলেছেন: ভাই, আপনি বেশি আবেগ তাড়িত।ওখনকার সবাই খারাপ এটাতো বলা যায় না।সব জাতির যুদ্ধের ইতিহাস বরাবরই ঘৃণ্য। তবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না করে আমাদের অতীত প্রতিশোধ নিতে হবে।

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৯

মুসাফির নামা বলেছেন: ভাই, আপনি বেশি আবেগ তাড়িত।ওখনকার সবাই খারাপ এটাতো বলা যায় না।সব জাতির যুদ্ধের ইতিহাস বরাবরই ঘৃণ্য।

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১

কল্লোল পথিক বলেছেন: করুন ইতিহাসের চমৎকার উপস্থাপন।ধন্যবাদ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪২

মুসাফির নামা বলেছেন: কল্লোল ভাই, ধন্যবাদ। আপনি একজন চমৎকার অণুপ্রেরণাকারী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.