নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সমালোচক,তবে তা সংশোধনরে জন্য। আবার একজন প্রশংসাকারিও বটে, তবে তোষামোদকারি নয়।জানতে চাই অনেক কিছু।হতে চাই কালের সাক্ষী।

মুসাফির নামা

সত্যানুসন্ধানী

মুসাফির নামা › বিস্তারিত পোস্টঃ

নিরব রাত্রির সান্নিধ্যে

০৭ ই মে, ২০১৬ রাত ১০:৪৬




অনেকবার ভেবেছিলাম তোমায় নিয়ে লং ড্রাইভে যাবো
হয়তো লাল রঙের চার চাকার মারুতি গাড়ি থাকবেনা____
কিন্তু তিন চাকার সিএনজিতো পাবো।
জীবনের ব্যস্থতাকে পেছনে ফেলে কিছু সময়ের জন্য পৌঁছে যাবো
ফাল্গুনী বাতাসের কোন নীলাভ প্রান্তিকে
যেখানে ফুল আর ভ্রোমর খেলা করে____
আকাশ থেকে রামধুনু নেমে আসে অঘ্রান প্রান্তরে।
ভেবেছিলাম তোমায় দেখিয়ে দিব আমারও মন আছে
আমিও পারি গাধা প্রেমিক হতে____
যেখানে তুমি বকবে আর আমি শুধু হেসে উড়িয়ে দেব
শেষে মিষ্টি হাসির পরশ নিয়ে মুখটি লুকাবে আমার গহীণে
আর বাতাসের অর্কেষ্টারা বেহালা বাজিয়ে মোহময় করে তুলবে!
সব চাওয়া পাওয়া মিলিয়ে যায় বাস্তবতার কাছে
আর তুমি বন্দিই থাকো_____
নি:সঙ্গ একাকী পাখির মতো কখন আমি ফিরব এই অপেক্ষাতে
আর আমিও ফিরে আসি প্রতিদিনকার মতো নিরব রাত্রির সান্নিধ্যে।



ছবিসূত্রঃ-নেট।

মন্তব্য ৩৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৬ রাত ১০:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন:





নি:সঙ্গ একাকী পাখির মতো কখন আমি ফিরব এই অপেক্ষাতে
আর আমিও ফিরে আসি প্রতিদিনকার মতো নিবর রাত্রির সান্নিধ্যে।


ভালোলাগলো +++

০৭ ই মে, ২০১৬ রাত ১১:০০

মুসাফির নামা বলেছেন: পাঠে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।

২| ০৭ ই মে, ২০১৬ রাত ১১:১০

মো: ইমরান আল হাদী বলেছেন: এক রাশ ভাললাগা।

০৭ ই মে, ২০১৬ রাত ১১:৩৬

মুসাফির নামা বলেছেন: পাঠে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।

৩| ০৭ ই মে, ২০১৬ রাত ১১:১৪

রাফা বলেছেন: লেখক লিখেছেন নিবর রাত্রির সান্নিধ্যে/আবার কমেন্টেও ১জন লিখলেন নিবর রাত্রির সান্নিধ্যে।শিরোনামে আছে নিরব রাত্রির সান্নিধ্যে।নিরব অর্থ'তো জানি কিন্তু নিবর অর্থ কি একটু ব্যাখ্যা করলে বুঝতে পারতাম।

০৭ ই মে, ২০১৬ রাত ১১:৩৮

মুসাফির নামা বলেছেন: অর্থ জেনে কি করবেন।আসলে এটা টাইপো। ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

৪| ০৭ ই মে, ২০১৬ রাত ১১:১৬

সুমন কর বলেছেন: সুন্দর এবং প্লাস।

০৭ ই মে, ২০১৬ রাত ১১:৪১

মুসাফির নামা বলেছেন: পাঠে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ,সুমন ভাই।

৫| ০৮ ই মে, ২০১৬ রাত ১২:১২

মনিরা সুলতানা বলেছেন: ভালো লেগেছে :)

০৮ ই মে, ২০১৬ রাত ১২:২০

মুসাফির নামা বলেছেন: পাঠে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।অনেকদিন পর আপনাকে পেলাম।

৬| ০৮ ই মে, ২০১৬ রাত ১২:১৩

রিপি বলেছেন: ভালো লাগলো।
অনেকবার ভেবেছিলাম তোমায় নিয়ে লং ড্রাইভে যাবো
হয়তো লাল রঙের চার চাকার মারুতি গাড়ি থাকবেনা____
কিন্তু তিন চাকার সিএনজিতো পাবো।


এই লাইন গুলি পড়ে কেন জানি হাসি হাসলাম।
সহজ ভাষায় সুন্দর কবিতা।

০৮ ই মে, ২০১৬ রাত ১২:২৩

মুসাফির নামা বলেছেন: আসলে আমার কাছে সহজ জিনিস সহজই ভালো লাগে।তবে আপনার মনে হয় মারুতিই পছন্দ।

৭| ০৮ ই মে, ২০১৬ রাত ১২:৪৬

রিপি বলেছেন: আমার কোনটাই পছন্দ না। এগুলোর ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর। :)
রিক্সা বা সাইকেল হলে ভালো হতো B-)

০৮ ই মে, ২০১৬ রাত ১২:৫২

মুসাফির নামা বলেছেন: রিক্সা বা সাইকেল আমারও ভালো লাগে,তবে হাটতে পারলে আরো ভালো লাগে।তবে মাঝেমধ্যে লং ড্রাইভ উপভোগ করি।

৮| ০৮ ই মে, ২০১৬ রাত ১:৫৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: যেখানে তুমি বকবে আর আমি শুধু হেসে উড়িয়ে দেব
শেষে মিষ্টি হাসির পরশ নিয়ে মুখটি লুকাবে আমার গহীণে।
চমৎকার লেখনি কবি হে।

০৮ ই মে, ২০১৬ রাত ২:১০

মুসাফির নামা বলেছেন: পাঠে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।

৯| ০৮ ই মে, ২০১৬ সকাল ১১:৫৯

নীলপরি বলেছেন: উদাসী স্বপ্ন । মন ছুঁয়ে গেলো ।
ভালো লাগলো। ++

০৮ ই মে, ২০১৬ দুপুর ১২:০৭

মুসাফির নামা বলেছেন: পাঠে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।

১০| ০৮ ই মে, ২০১৬ দুপুর ২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লাগল । শুভেচ্ছা কবিকে

০৮ ই মে, ২০১৬ দুপুর ২:৫৭

মুসাফির নামা বলেছেন: পাঠে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।

১১| ০৮ ই মে, ২০১৬ রাত ৮:৩০

ফরিদ আহমাদ বলেছেন: কবির প্রেমে পড়ে গেলাম।

০৮ ই মে, ২০১৬ রাত ১০:২৭

মুসাফির নামা বলেছেন: |-) |-)

১২| ০৮ ই মে, ২০১৬ রাত ৮:৫৭

বিদ্রোহী চাষী বলেছেন: :| #:-S |-)

০৮ ই মে, ২০১৬ রাত ১০:২৮

মুসাফির নামা বলেছেন: :D

১৩| ০৮ ই মে, ২০১৬ রাত ৯:০৭

কালনী নদী বলেছেন: সুন্দর++

০৮ ই মে, ২০১৬ রাত ১০:২৯

মুসাফির নামা বলেছেন: পাঠে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।

১৪| ০৮ ই মে, ২০১৬ রাত ৯:৫০

রাবেয়া রাহীম বলেছেন: মন ছুয়ে গেল।

০৮ ই মে, ২০১৬ রাত ১০:৪৫

মুসাফির নামা বলেছেন: পাঠে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ। সবসময় ভালো থাকুন।

১৫| ০৮ ই মে, ২০১৬ রাত ১১:৫৯

তৌফিক মাসুদ বলেছেন: ভাল লাগল।

০৯ ই মে, ২০১৬ রাত ১২:০৩

মুসাফির নামা বলেছেন: পাঠে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ। সবসময় ভালো থাকুন।

১৬| ০৯ ই মে, ২০১৬ রাত ১১:৩০

অগ্নি সারথি বলেছেন: সুন্দর।

১০ ই মে, ২০১৬ দুপুর ২:৫৩

মুসাফির নামা বলেছেন: পাঠে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ। সবসময় ভালো থাকুন।

১৭| ১০ ই মে, ২০১৬ বিকাল ৫:০৪

জেন রসি বলেছেন: স্বপ্নের সাথে বাস্তবের দ্বন্দ্ব।

কবিতা ভালো লেগেছে।

১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:২০

মুসাফির নামা বলেছেন: পাঠে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ। সবসময় ভালো থাকুন

১৮| ১১ ই মে, ২০১৬ বিকাল ৪:৩৬

প্রথম কথা বলেছেন: ভাল লাগল কবি , খুব সুন্দর কবিতা ,,

১১ ই মে, ২০১৬ বিকাল ৫:২৯

মুসাফির নামা বলেছেন: পাঠে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.