নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মুক্তিযোদ্ধা

মুশে হক

সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য পড়তে এবং লিখতে ভালোবাসি।

মুশে হক › বিস্তারিত পোস্টঃ

জামাত শিবির কোরাণ মানে না

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৩

জামাত শিবির কোন ধর্মীয় রাজনৈতিক দল নয়। তারা ধর্ম অমান্যকারী ও কোরাণ অবমাননাকারী সংগঠন। কোরাণ অবমাননার বহু উদাহরণের মধ্যে সাম্প্রতিক কালের দুটো উদাহরণ দেয়া যায়--

১।সুরা বাকারা আয়াত ১৭৮ এ হত্যার বদলে হত্যার বিধান দেয়া হয়েছে; বলা হয়েছে--হে ঈমানদারগণ। তোমাদের প্রতি নিহতদের ব্যাপারে কেসাস গ্রহন করা বিধিবদ্ধ করা হয়েছে।

অথচ জামাত শিবির ১৯৭১ সালের গণহত্যার বিচার বন্ধ করতে সহিংস আন্দোলন করছে; যার দ্বারা তারা কোরাণের বিধানকে অমান্য করছে।

২। সুরা আলহুজারাত আয়াত ১২ তে নিন্দা বা গীবত করা জঘন্য পাপ উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে-- তোমাদের কেও যেন কারও পশ্চাতে নিন্দা বা গীবত না করে। তোমাদের কেও কি মৃত ভ্রাতার মাংস ভক্ষণ করা পছন্দ করবে।

রাজীবের মৃত্যুর পর তার নামে নানা মিথ্যা লিখে ব্লগে দেয়ার গীবত করে মৃত ভাইয়ের মাংস খাওয়ার মত পাপ করছে।

এর পরও কি জামাত শিবিরকে ধর্মীয় রাজনৈতিক দল বলা উচি্ৎ হবে?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

মরমি বলেছেন: প্লাস। প্লাস। প্লাস।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

মাফকরেবন বিচারপতি বলেছেন: অল্প বিদ্যা ভয়ঙ্করী কথাটা কখনো শুনেছেন?

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

মুশে হক বলেছেন: বিচারপতি ধন্যবাদ,
বেশী বিদ্যা দিয়ে লেখার ভুল ধরিয়ে দিলে জ্ঞানের পরিচয় মিলতো। গালি বা ধমক জ্ঞানের পরিচয় বহন করে না।







আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.