নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুশফিকুররহমান

আমি মুশিফকুর রহমান,

মুশফিকুররহমান › বিস্তারিত পোস্টঃ

সাম্প্রতিক আত্ন - কথোপকথন

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৭


সাম্প্রতিক আত্ন - কথোপকথন
[এক]
নিজের কাছে একটা খুব জরুরী প্রশ্ন আমার
আমি কেমন আছি ?
কী ভাবে বেচেঁ আছি ?
আমি যে দাঁড়িয়ে আছি বাস্তবিকই এটা প্রতিষ্ঠা?
আসলে জানি না সেটা ।

মাঝেমাঝে কোথাও ধ্বস নামলে
বা কোনো পতনের শব্দ হলে
আমার ভেতরে জোড়ালো নাকি মৃদু
তা ঠিক মতো বুঝতে পারিনা ;একটা কম্পন ওঠে
এবং ধীরেধীরে থেমে যায় আবার।
আমার পায়ের তলার মাটি কি সরে যাচ্ছে
কিংবা দানবের গ্রাস টেনে নিচ্ছে?

সাম্প্রতিক আমার অনুভুতি বড় দ্বৈত আচরণ করছে
আমার সাথে
আমার সত্তায় তৃণলতা চঞ্চলতা এবং
পাথুরে স্থবিরতা একই সাথেÑ
আমার উদ্বেগ মূহুর্তেই ঠান্ডা পাথরের মতোন ঘুমিয়ে পড়ে;
কিংবদন্তির কুঁড়েমি আমায় পেয়ে বসে

চারপাশে ধ্বস নামে টের পাই
সামান্য নড়েচড়ে ফের ঠায়Ñই বসে পড়ি
যেনো তা কিছুই নয়
সব ঠিকঠাক আছে
কিন্তু ধ্বস নামতে নামতে
রাক্ষসের একেকটা গ্রাস আমায় কাঁপিয়ে
জানান দিয়েএগুচ্ছে আমারই দিকে।
আমি তরি গর্জন শুনতে পাই
কিন্তু শুনিনা ;কালা হয়ে গেছি যেনো
সমগ্র ভিত নাড়িয়ে আমায় শাসিয়ে যায়
তবু আমি সেদিকে তাকিয়ে নিরীহভাবে হাসি
সব দেখতে পাই শুনতে পাই
কিন্তু কিছুই দেখিনা শুনিনা
বস্তুত আমি কিছুই বলিনা
আমি সত্যিই কি তবে ভাষা হারা
মূক অন্ধ কালা
নাকি হিম পাথর কোনো ?
আমি কবে ফিরে পাবো আমার ক্ষিপ্র প্রতিবাদী হাত,
আমার চেতনা ভাষা এবং নিজস্ব অগ্নি উত্তাপ?

[দুই]

আমার কোনো গন্তব্য আছে? বা
সেখানে পৌছুবো এমন কোনো ইচ্ছে?
নিজেকে দেখে কখনো নিশ্চিত হতে পারিনি আমি
কারণ,
আমি দাঁড়িয়ে নেই কিংবা বসেও পড়ি নি
কদম ফেলছি একটার পর একটা কিন্তু
এগুচ্ছি না পিছুচ্ছি না ঠায় স্থিরও নই
পুরোনো ঠিকানায় ফেরার ইচ্ছে
না, তাও নেই
একটিবারের জন্যেও পেছনে তাকাই নি কখনো
পিছু হটে আসিনি এক পা
আবার এগুচ্ছি না
পা ফেলছি পা ফেলছি এগুচ্ছি এগুচ্ছি না
এটা কোনো পথিকের চলা হতে পারে
যে তার গন্তব্য ছুঁতে চায়

যখন আকশে বিষন্ন মেঘ দেখি
ভাবি যাবো না পারবো না
গিয়েই বা কী কাজ?
যখন দখিনের উথালÑপাথাল হাওয়া
উত্তরে যায় আমার সব টালমাটাল ভাবনা
হতাশা ও দীর্ঘশ্বাস উড়িয়ে নিয়ে
তখন মনে হয় আমি যাবোই
যেতেই হবে আমাকে অনেক কাজ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.