![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের জগত
আমরা হয়তো বাস্তবে খুব ছোট আর সীমাবদ্ধ বলয়ের মধ্যে বসবাস করি। সেই জগত আমাদের দৃষ্টির সীমানার মধ্যেই শেষ হয়ে যায়। তাতে কী,আমাদের আছে এক বিশাল বিস্তৃত জগত।কল্পনার জগত। ইচ্ছে মতো আপন মনে বাস করতে পারি সেখানে, কোনো বাধাঁ নেই, নিষেধ নামা নেই । অবাধ স্বপ্ন ও স্বাধীনতা ভোগ করতে পারি সেখানে। আমার কল্পনার জগতে বেড়াতে বেশ ভালো লাগে। যখন চারপাশের সংকীর্ণতা আমায় ঘিরে ফেলে, আমি টুপ করে ঢুকে পড়ি কল্পনার মধ্যে এবং লাভ করি শান্তি ও স্বস্তি ।
আহ যদি আমাদের জন্য এই আম্চর্য সুন্দর জগতটা না থাকতো, আমাদের রোজকার জীবনের এই যাতনার মধ্যে হয়তো অনেক আগেই রূদ্ধ হয়ে মারা পড়তাম। কল্পনা আমাদের আটপৌরে জীবনের ক্লান্তি থেকে বেরিয়ে পড়বার এক যাদুর জানালা।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
মুশফিকুররহমান বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। @চাঁদগাজী
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০২
চাঁদগাজী বলেছেন:
স্বাগতম