নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুশফিকুররহমান

আমি মুশিফকুর রহমান,

মুশফিকুররহমান › বিস্তারিত পোস্টঃ

মায়ের ডাক

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৬

মায়ের ডাক

আমি যখন আরো ছোট ছিলাম, আমি এই শহরেই থাকতাম,আর মা অনেক দূরের সেই গ্রামে থাকতেন। প্রতি মাসে দু তিনটা চিঠি আসতো,ছোটো ছোটো চিঠি। আমি জবাব দিতাম না সেই চিঠিগুলোর, বরং ছুঠে যেতাম নিজেই। তিনি তো তাই চাইতেন। তাঁর সে কী আনন্দ, আর আমার নিজের কথা বলবার দরকার ই নেই। তাঁর ডাক আসতে তিনদিন সময় লাগতো,আমার পৌছুতে সময় লাগতো চার ঘন্টা।

এখন আমি বড় হয়েছি, মোবাইল আছে, আমাদের ডাক পৌছুতে কোনো সময়ই লাগেই না প্রায়, কিন্তু আমি মায়ের কাছে পৌছুতে পারি না, আমার মায়ের কাছ থেকে ডাক আসছে প্রতিদিন, অনেক বার করে, আমি যেতে পারছি না। ভয হয়, ভীষন । মা আমায তার কাছে যেতে বলতেও ভয় পান, কারণ তিনি তো তার সেই ছোট্ট খোকাকে দেখতে চান, কোনো অগ্নি- ঝলসানো মুখ দেখতে চান না!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.