![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিবিড় বিমুগ্ধতা
মরা পাতা উড়ে যাক
আকাশের কান্না পাক
আমার কিছুই এসে যায় না
ওসব নিয়ে কোনো ভাবনা নেই
শুধু শুনতে চাই তোমার কন্ঠস্বর
তোমার হৃদয়ে আলোড়িত ঢেউয়ের শব্দ
অথবা বসে থাকবো তোমার মুখোমুখী।
তোমার আঙিনায় এখন হয়তো নিস্তব্ধতা
হয়তো হুল্লোড়
আর আমি সমস্ত তরঙ্গ থামিয়ে
তোমায় একান্তে ভাবছি আর গুঞ্জণ ছড়াচ্ছি
ঘরময়। কেবল তুমি - যাকে চিনি না
সেই ‘তুমি’ ঘিরে আমি পড়ে থাকতে ভালোবাসি
নির্জন কোণে খুব একান্তে
নিবিড় বিমুগ্ধতায়।
©somewhere in net ltd.