নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুশফিকুররহমান

আমি মুশিফকুর রহমান,

মুশফিকুররহমান › বিস্তারিত পোস্টঃ

সন্দেশ

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩১

সন্দেশ

আমি ছোটোবেলায় চকোলেট দেখি নি। আমার সবচে প্রিয় ছিলো সন্দেশ আর কুকিজ বিস্কুট। আব্বা বাইরে গেলে আমি সঙ্গে যেতে চাইতাম, তিনি আমায েিয যেতেন । আমরা বেরিয়ে পড়তাম, তাঁর হাত ধরে টলোমলো পায়ে হাঁটতাম আমি। তিনি কোলে নিতে চাইলে বলতাম, না, আমি যেতে পারছি তো ; আমি বড় হয়েছি না! আর সেই বাবা দেরী হযে যাবার কথা তোলে আমায় কোলে উঠিয়ে নিতেন আর আমি সেই সময়ই আব্দারটা করে ফেলতাম, ‘তাহলে সন্দেশ কিনে দিতে হবে’ । আমরা বাজারে ঢুকে প্রথমে ময়নামতি মিস্টি কাননে যেতাম, আব্বা সন্দেশ কিনতেন অনেকগুলো, আমি বলতাম ‘আলো নেন’ ( আরো নিন) তিনি আরো নিতেন। আমিদহাত মেরে ধরে তিন-চারটা নিতাম। মুখে পুরতাম একটা সন্দেশ, আমার জিহ্বা, মুখ,গলা সবকিছু মিস্টি স্বাদে ভরে যেতো। মনে হতো এতো স্বাদ বোধ হয় আর কোনোটাই নেই। সন্দেশের মিস্টি খুব কড়া,বেশি খাওয়া যায় না। হয়তো দুচার কামড় খেতাম, তাতেই আমার মনপ্রাণ তৃপ্তিতে ভরে যেতো। ময়নামতি মিস্টি কানন এখন আর নেই,কিন্তু সেই সন্দেশের স্বাদ এখনো আমার জিহ্বায় লেগে আছে। আমার কাছে তা ছিলো পৃথিবীর সেরা সুস্বাদু জিনিশ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.