![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে কথা বলা হয়নি
আমার কন্ঠস্বর তুমি হয়তো শুনতে পাও
হয়তো পাও না
তবু আমি তোমায় ডাকি
তোমার ভাবনা নিয়ে দিন রাত মেতে থাকি
আমার কন্ঠস্বর খুব ক্ষীণ
তবে আমার ভাবনাবলী খুব প্রগাঢ় ।
হয়তো তোমার হাসি মুখ
আনন্দে উজ্জ্বল চোখ
বিভোর স্বপ্নের বাগানে
আমি নেই ; কিন্তু আমি
সেই আনন্দময় সভাগুলোতেই
নিজের হৃদয়ের রঙ ছড়াতে চাই
আপন ভাবনার সুতো জড়াতে চাই,
আমার কন্ঠস্বর তুমি হয়তো শুনতে পাও
হয়তো পাও না
তোমার আপন মনের খেয়ায়ালে কিংবা
বেখেয়ালেও কখনো
আমার পথে পা বাড়াও না
তারপরও তোমারই পথ চেয়ে থাকি ।
পথ চেয়ে থাকতে থাকতে
অনেকগুলো বিকেল কাটিয়ে দিই
অনেকগুলো ভোর পেরিয়ে যাই
অনেক শরতের দুপুর পেরিয়ে
অনেক হেমন্তের বিকেল পেরিয়ে
অজস্র সন্ধ্যার ফুল মাড়িয়ে
জীবনের বসন্ত শেষ করে এখন
প্রচন্ড শীতে কাতরাচ্ছি আমি
ওম পাচ্ছি করুণার
অট্ট হাসি শুনছি বিজয়ের
দর্শক পাচ্ছি প্রহসনের
শ্রোতা পাচ্ছি পরচর্চার..
এবং ডাক শুনতে পাচ্ছি মহা সমুদ্রের ।
এভাবে গড়িয়ে যায় বেলা
আমি দেখি যবনিকাপাতের মতো রাত
নেমে আসতে থাকে
আমার দৃষ্টির আলো ক্রমশঃ নিভে যেতে যেতে..
তোমায় ভাবতে থাকি
আর ভাবি যদি আগামী কাল আবারো
ফিরে পাই জীবনের আলো
ভোরের বাতাস
তখন আবার তোমায় নিয়ে ভাববো।
©somewhere in net ltd.