![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌনতা
কথাকে মাঝে মাঝে এতো ফাঁকা
অর্থহীন মনে হয় যেনো
ঘন অরণ্যে কিছু গাছ-পালা
শুধুই শুধু ঠোকাঠুকি করছে।
কিছু কিছু নীরবতা আছে
দারুন বাঙময়,
মূহুর্তেই অজস্র কথা বলে যায়
ভেতরে ভেতরে
তুমুল আলোচনা সভা হয়ে যায়;
বাইরে থেকে বোঝা যায় সব
বিনা বাক্য ব্যয়ে পরিস্কার।
কথাই নয় একমাত্র প্রকাশের হাতিয়ার
মৌনতায়ও জেগে থাকে অভিব্যাক্তির ভাষা।
অনেক স্মৃতি কথকথা
আত-পাঠের নিরিবিলি একান্ত আড্ডা
গোপনতম কিছু গভীর সংলাপ
যা কথায় বলাই হয়ে ওঠে না
কিন্তু মৌনতায় সাবলীল আলাপ চলতে পারে।
©somewhere in net ltd.