![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরমাণু কবিতা - ১
আমি এখন চাঁদ দেখি না,
তারা ভরা রাত দেখি না,
আকাশ ভরা মেঘ দেখি না,
মাঠের দিকে তাকাই না আর আদিগন্ত ;
তোমার চোখের তারায় আমি
সাদা মেঘের, নীল আকাশের,
সবুজ মাঠের নরম ঘাসের,
রাতের জোছনা - পাঠ করে যাই আদি-অন্ত ।
মুশফিকুর রহমান
৩০.০১.২০১৫ শুক্রবার, ১১ : ৫০
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৫
মুশফিকুররহমান বলেছেন: ** অনু গল্প বেশ চলছে, কবিতার সেক্ষেত্রে পরমাণু হওয়াটাই উচিত ।কবিতা হচ্ছে সর্ব্ প্রথম আবিস্কৃত পরমাণু, যা মৌলিকভাবেই ধারণ করেছে সমগ্র পৃথিবী-আকাশ এবং হৃদয়কে খুব ছোটো আকৃতির মধ্যেই ।এ বিষয়ে পরে বিস্তারিত বলবো আলাদা করে। আদিগন্ত মাঠ ও আকাশের বিশাল ক্যানভাস হয়ে ওঠে যে-চোখ, তাতো পরমাণুই বটে !