নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুশফিকুররহমান

আমি মুশিফকুর রহমান,

মুশফিকুররহমান › বিস্তারিত পোস্টঃ

আমরা মানুষ তাই

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৬

আমরা মানুষ তাই
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
আমরা মানুষ । আমাদের আছে বোধশক্তি, এজন্যই আমাদের জানতে হবে।
এজন্যই আমাদের জানতে হবে নিজেদের জীবনের দর্শন। আপন পরিচয়, জন্ম থেকে মৃত্যু, জীবনের লক্ষ্য, জীবনের পথ, সেই পথের প্রান্তে নিজেদের পরিণতি, সমস্ত হিসাব-নিকাষ - সবকিছু। আমাদের অন্যসব প্রাণী থেকে আলাদা বৈশিষ্ট হলো, সেইসব কেবলই জন্ম নেয়, খায়, খাওয়ার জন্য খাদ্য চেনে, খাবার খোঁজে , বেচেঁ থেকে খায় তারপর মরে যায়। সেইসব প্রাণীর জীবনদর্শন খাওয়া-বাচাঁ-মরে যাওয়া, ব্যাস। আর কেনো দর্শন নেই, প্রয়োজনও নেই। আমাদের বোধশক্তি আছে, জীবন ও জীবনের দর্শনের প্রয়োজন আছে।
মানুষ বলেই আমাদের জানতে হবে তা। না জানার আপত্তি গ্রহণযেগ্য নয়। না জেনে আমাদের মুক্তি নেই, নিস্তার নেই।
‘আমি জানি না’ আমাদের সর্ববহুল ব্যবহৃত বাক্য, কিন্তু এ আপত্তি সবচে অগ্রহণযোগ্য।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৫

চাঁদগাজী বলেছেন:


সবাই এ ব্যাপারে সচেতন, আপনি বোধ হয় নতুন।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪০

মুশফিকুররহমান বলেছেন: হ্যা স্যার, তবে এই সবাইয়ের হারটা কখনো পরিসংখ্যান করে দেখলে আমি জানি আমারা আতকে উঠবো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.