![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিনের অভ্যাসে শুনি
ব্যক্তির বলয় থেকে শুরু করে বিশ্বের বলয় জুড়ে
সবচেয়ে গভীর হতাশ হই তখন, যখন প্রতিদিনের অভ্যাসে শুনি, মনে মনে ভাবি, দিন গুনি একদিন আমায় এইসব শুনতে হবে না, আমার শ্রুতি আহত হবে না, আমাদের নিত্য দিনের বদ অভ্যাসগুলো শোধরে নিতে পারবো।
সে তুমি এবং তাদের কথা প্রতিদিনের অভ্যাসে শুনি, বলেন : এটাতো সবাই করে,
এই রকম ঘটেছিলো আগেও, এভাবেই চলে! আগেও মার খেয়েছিলাম, প্রতারিত হয়েছিলাম, ভুল করেছিলাম বলে আজো কি তা সয়ে যাবো? মেনে নেবো? আবারো পুনরাবৃত্তি করবো অতীত ভুলের ? কেন?
আগেও ঘটেছে, সবাই করছে, সবাই বলছে বলেই কি আমরা তা করে যাবো? এটা তো ভুল, মিথ্যাকে আকড়ে পড়ে থাকা। অন্যায়কে সয়ে যাওয়া মানে তো তাকে বৈধতা দেয়া, প্রশ্রয় দেয়া, লালন ও বহন করা। যখন কোনো অন্যায়, ভুল, মিথ্যাকে এইরকম ব্যাখ্যা পেতে দেখি. আমার আত্না ভীষণরকম কেপেঁ ওঠে। শুনতে হয় সে তুমি এবং তাদের কাছে এইসব, আর তখন আমার চারপাশ ছেয়ে যায় হতাশায়। তার পরও আশায় বেচেঁ থাকি, আমাদের নিত্য দিনের বদ অভ্যাসগুলো শোধরে নিতে পারবো।
আমার চারপাশে অনেক হতাশা আছে,
অজস্র আশা আমার বুকের মধ্যে বাচেঁ।
©somewhere in net ltd.