![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার চোখ
আলোয় আলোয় ভেসে যাওয়া রাজ পথে
বা নির্জন অরণ্যে
অন্ধকার মোড়ানো আমার গৃহকোণে
অথবা জীবনের উদ্দাম তরঙ্গে
আমি কেবল তোমার দ্বীপ্ত দু’টি চোখ খুঁজি,
যেই দৃষ্টির উদ্ভাসে আমার হৃদয়ে রোদ্দুর ওঠে
যেই দৃষ্টির স্নিগ্ধতায় আমার হৃদয়ে জোছনা ফোটে;
কী অপরিসীম শক্তি সেই চোখে
সেখানে একখন্ড মেঘ জমা হলে অমনি
আমার বুক জুড়ে নামে অঝোর শ্রাবণধারা
একবিন্দু আগুনের ঝলকে
জ্বলে ওঠে ফাগুন।
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১৬ বিকাল ৪:৪২
নীল মনি বলেছেন: sundoর