![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই।
দুটো আলাদা জিনিশ,
এগুলোর মধ্যে ফারাক রাখো, মিশতে দিও না।
সত্যমিথ্যার মিশ্রণে যা তৈরী হয়,
পৃথিবীতে এর চেয়ে মারাত্নক আর কিছুই হতে পারে না।
সত্যমিথ্যা বা মিথ্যাসত্য
সত্যমিথ্যার মিশ্রণ মহাঘাতক জীবাণু বাহক,
পৃথিবীর ভয়াবহতম মহামারি এর ওপর ভর করেই
আদিকাল থেকে বার বার হানা দিয়ে যাচ্ছে পৃথিবীর সকল জনপদে।
সত্যের মধ্যে কয়েক ফোটা মিথ্যা রং
কিংবা মিথ্যার সঙ্গে কয়েক ফোঁটা সত্যের রং মিশিয়ে
তোমাকে পান করাতে চাইবে অনেকেই, সাবধান থেকো।
সত্যমিথ্যার মিশ্রণ যদি একবার গিলে ফেলো,
তোমার হৃদয়-মস্তিস্ক দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবে নিশ্চিত।
সাবধাব থেকো।
সত্যমিথ্যা বা মিথ্যাসত্য
সদা সতর্ক থাকো এই মহাঘাতক ভাইরাস থেকে।
২| ১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৪
মুশফিকুররহমান বলেছেন: হয়তো কবিতা, নয়তো না।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৬
মানুষ বলেছেন: এইটা কবিতা?