নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুশফিকুররহমান

আমি মুশিফকুর রহমান,

মুশফিকুররহমান › বিস্তারিত পোস্টঃ

বই সম্পর্কে মনীষীদের বাণী

২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩২

বই সম্পর্কে মনীষীদের বাণী

পাঠাগার নি:সন্দেহে লিখিত ভাষার সঞ্চয়। এখানে মানুষ বিপুল পৃথিবীর বিচিত্র সঞ্চয়ের সঙ্গে পরিচিত হয়।
--সৈয়দ আলী আহসান।
জ্ঞানের বাহক পুস্তক
-মোতাহের হোসেন চৌধুরী।
আমার মধ্যে উত্তম যদি উত্তম কিছু থাকে তার জন্যে আমি বইয়ের কাছে ঋণী
--ম্যক্রিম গোর্কি
বই হচ্ছে মস্তিস্কের সন্তান,
--সুইফট।
রুটি, মদ ফুরিয়ে যাবে, প্রিয়তমার নীল চোখ ঘোলা হয়ে যাবে, কিন্তু বই অনন্তযৌবনা।
-সৈয়দ মুজতবা আলী।
বই কিনে কেউ কোনো দিন দেউলিয়া হয় না।
--সৈয়দ মুজতবা আলী।

মানুষ বই দিয়ে অতীত ও ভবিষ্যতের মধ্যে সাঁকো বেঁধে দিয়েছে।
--রবীন্দ্রনাথ ঠাকুর।
হৃদয়ের স্পর্শ যেখানে আছে সেটাই গ্রন্থ।
-হেনরি ভনডিক।
আমরা যখনই বই সংগ্রহ করি, তখন আমরা আনন্দকেই সংগ্রহ করি।
--ভিনসেন্ট স্টারেই।
বই আপনাকে অতীত বর্তমান ভবিষ্যত সকল দিকে নিয়ে যেতে পারে।
--জসীম উদ্দীন।
বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনো দিন ঝগড়া হয় না, মনোমালিন্য হয় না।
- -- প্রতিভা বসু।
পাঠাগার যেনো কালের স্বাক্ষী।
- স্কট।
বই আমাদের জ্ঞান, আলো এবং হৃদয়ের প্রশান্তি দেয়, বই আমাদের শ্রেষ্ঠ বন্ধু, তাই বই হোক নিত্য সঙ্গী।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.