নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুশফিকুররহমান

আমি মুশিফকুর রহমান,

মুশফিকুররহমান › বিস্তারিত পোস্টঃ

এইরকম বেঁচে থাকা

০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

এইরকম বেঁচে থাকা
তুমি তো জীবন চাও
বাঁকা মেঠো পথ খোঁজো কল্পনায়[
প্রেমে মগ্ন হও কানায় কানায়
ভরে ওঠা শূন্যগর্ভ ফেনিল স্রোতে।
অথচ কী আশ্চর্য
সেই তুমিই কিনা এতো ভয় পাও,
ভীষণ কুঁচকে যাও
কেনোইবা সান্ত¦না খোঁজো অশ্রুতে?
তুমি কী জানোনা
হতাশার চেয়ে নিবিড় কোনো অন্ধকার নেই
প্রেমের চেয়ে পরাক্রান্ত কোনো শক্তি নেই!

এটাই সেই নীলপদ্ম
যার মুখে সারাক্ষণ খুশি লেপ্টে থাকে

আমি তোমায় দেখাবো
কেমন করে সূর্যমুখীর চোঁখে
ঠোঁটে আর গালে আগুন জ্বালতে হয়
রক্তজবার বুকে তুষার ঢালতে হয়।

তুমি তোমার চোঁখের পাতা বন্ধ কর এবং
নিজের মতো করে আগল খোলো
সেই জানলার যেখানে স্বপ্নে
আমরা মিলিত হতাম প্রতি সন্ধ্যায়

মনে নেই তুমি বলেছিলে ?
সবুজের চেয়ে জীবন্ত কোনো হৃদয় নেই
ভালোবাসার চেয়ে পরাক্রান্ত কোনো সৈন্য নেই।

হ্যাঁ এভাবে তুমি নিজেকে বাঁচাতে পারো
এই শক্তি তোমায় সজীবতা দেবে
দেবে আগুনের মতো জীবন্ত প্রেম
হতাশা সেখানে ভোরের শিশিরের মতো
খুব ক্ষীন;
জীবন এভাইে বাঁচে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৫ রাত ৮:২২

যাযাবর জিয়া বলেছেন: কবিতাটি সত্যই সুন্দর হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.