![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাল উপশহর থেকে বাসায় আসার
পথে এক রিকশা চালককে পেলাম ..
উনি ২দিন হলো এসেছেন
বগুড়া থেকে .. কিছু চিনেন না উপশহর
এলাকা বাদে । সে সুবাদে আমিও
ভাবলাম উনাকে নিয়েই যাই
তাহলে উনারো চেনা হলো .. আমারও
বাসায় যাওয়া হলো । রাস্তায়
যা চেনানোর চিনিয়ে দিলাম ।
কথাবার্তার এক
পর্যায়ে জানতে পারলাম
তিনি "বি এ" পাশ কিন্তু
চাকরী করতে পারছেন না .. ঠিক
পাচ্ছেন না ।
ঢাকায় আর কিছু জায়্গায়
গিয়েছিলেন interview দিতে কিন্তু
গরীব হওয়ায় তার চাকরীগুলো হয়
নাই ..
সেখানে এলাও হয়ার পরেও
টাকা দিতে না পারায় তার
চাকরী হয় নি । সবারই প্রায় একই
কথা ছিলো -
"আপনি যদি আমাদের
খুশী না করতে পারেন
তাহলে কিভাবে আপনি চাকুরী পাবে
বলেন । এভাবে ছাড়া আজকাল
চাকুরী জুটেনা । বুঝলেন ??"
আজ তিনি এসব থেকে বের
হয়ে আসলেন । আর রিকশা চালিয়েই
সৎ ভাবে উপার্জনের সিদ্ধান্ত
নিলেন । আমার ওই
কথাগুলো শুনে উনার উপর অন্নেক
শ্রদ্ধা এসে যায় ..
আমি বললাম -
"যার কেউ নেই তার আল্লাহ আছেন ..
আপনি সৎ ভাবে উপার্জন করেন ..
এতে আপনি ওইসব কুলাঙ্গারদের
থেকে সুখে থাকবেন .. সত্যি "
যারা এভাবে ঘুষ খেয়ে নিরীহ
মানুষদের সর্বক্ষেত্রে কষ্ট দিচ্ছেন ..
তাদের বলছি -
"আপনারাই হলেন আসল খুনী ।
আপনারা মানসিকভাবে এদেশের কিছু
মানুষকে ঠান্ডা মাথায় খুন
করে যাচ্ছেন ।
অনেকে তো বেকারত্বের
বোঝা সইতে না পেরে আত্মহত্যাও
করে বসে-তা শুধুই আপনাদের মতোই
কুলাঙারদের জন্যে । আপনারা কদিন
সুখে থাকছেন ??
১দিন ??
২দিন ??
১মাস ??
১বছর ??
আপনাদের এসব পাপ কাজের
ফলগুলো হয়্তো আপনাদের সন্তানের
জীবন নষ্ট করছে ..
অথবা আপনাকে জীবনের কোনো এক
পর্যায়ে হারিয়ে দিচ্ছে ।
সুখে আপনারা থাকতে পারবেন
না কোনোদিনই .. কারণ
অন্যকে বিনাদোষে কষ্ট
দিয়ে যে কেউ সুখে থাকেনা ।
সুখী আপনারা নয় ..
সুখী হলো যা সৎভাবে উপার্জন করে ..
এমনকি দিন আনে দিন খেয়েও
তারা সুখী আপনাদের মতো মানুষের
থেকে .. হিসেবটা মিলিয়ে নিবেন "
3 hours ago
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১৯
রাখালছেলে বলেছেন: সহানুভুতি দেখানো ছাড়া আর আমার বা আপনার কিই বা করার আছে ।