নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমিই ! অন্য কেহ নয়।

মিউজিক রাসেল

আমি আমিই, অন্য কেহ নয়

মিউজিক রাসেল › বিস্তারিত পোস্টঃ

আমি একজন ফ্রিলেন্সার :(

১২ ই জুন, ২০১৫ বিকাল ৩:১১

আমি একজন ফ্রিলেন্সার (ওয়েব ডিজাইনার) ডিজিটাল সরকারের ভাষ্য অনুযায়ী ২০১৪ইংরেজী সনের মধ্যে সারা বাংলাদেশে ৩জি সেবা দেওয়ার কথা থাকলেও এখনো বাংলাদেশের অনেক গ্রাম বা ছোট ছোট শহর আছে যেখানে ৩জি তো দুরের কথা ২জি সেবাটাই ভালো করে পাওয়া যায় না। আমাকে ২জি এলাকায় থেকে ৩জি দামের প্যাকেজ ক্রয় করে মাত্র ১২০কেবি পিএস ইন্টারনেজ চালাতে হয়, আর ডাইনলোড বা আপলোড স্পিড বলতে আমার নিজের লজ্জা হয়। আমার প্রশ্ন হল যেখানে ঢাকা শহরে মাত্র ১০০০ টাকায় ৪এমবি পিএস ব্যান্ডউইথ সেবা পাওয়া যায় তা'হলে সরকারের সহযোগিতায় কেন তা গ্রামে পাওয়া যাবে না ????

ভেবেছিলাম নিজের জন্মভূমিতে থেকে কাজ করে এখানে কিছু বেকার শিক্ষিত ছেলেদের নিয়ে গ্রাপিকো নামের একটি প্রতিষ্ঠান খুলে নামমাত্র মূল্যে কাজ শিখিয়ে তাদের কাজে লাগাবো কিন্তু তা বোধহয় আমার দ্বারা সম্ভব হবে না। কারন ৩জির জন্য আর কত অপেক্ষা করবো ?

বিদেশে অনেক জায়গা থেকে চাকরির অফার আছে, আমার অনেক ক্লাইন্ট আছে যারা আমাকে সরাসরি তাদের দেশে স্থায়ি বসবাসের সুযোগ করে দেবে বলে আমাকে অফার করে কিন্তু আমি রাজি ছিলাম না। কিন্তু এখনো আমি তাদেরকে হ্যা বলার দরকার বলে মনে করছি।

প্রিথিবী এগীয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ কি আগাচ্ছে ? (প্রশ্ন থাকলো)

তাই বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ #আমার_গ্রামে_ঢাকার_দামে_ইন্টারনেট_সেবা_চাই।

(বি:দ্রঃ কাঁচা হাতের লিখা ভুল হলে ক্ষমা করবেন।)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:


আপনি কোন এলাকায় আছেন?

চেস্টা করে যান, আপনি বিরাটভাবে জাতিকে সাহায্য করছেন।

ডিসেম্বর অবধি চেস্টা করেন; তারপর আপনার সাথে যোগাযোগ করে ব্যবস্হা নেয়া হবে।

২১ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:০৫

মিউজিক রাসেল বলেছেন: আমি সিলেট জেলার জকিগঞ্জ থানার মনসুরপুর গ্রামে বাস করি (জেলা শহর থেকে ৫২ কি. মি. দুরে)
- মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ,
আর হ্যা আমিও এটাই ভাবছিলাম ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.