![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ফ্রিলেন্সার (ওয়েব ডিজাইনার) ডিজিটাল সরকারের ভাষ্য অনুযায়ী ২০১৪ইংরেজী সনের মধ্যে সারা বাংলাদেশে ৩জি সেবা দেওয়ার কথা থাকলেও এখনো বাংলাদেশের অনেক গ্রাম বা ছোট ছোট শহর আছে যেখানে ৩জি তো দুরের কথা ২জি সেবাটাই ভালো করে পাওয়া যায় না। আমাকে ২জি এলাকায় থেকে ৩জি দামের প্যাকেজ ক্রয় করে মাত্র ১২০কেবি পিএস ইন্টারনেজ চালাতে হয়, আর ডাইনলোড বা আপলোড স্পিড বলতে আমার নিজের লজ্জা হয়। আমার প্রশ্ন হল যেখানে ঢাকা শহরে মাত্র ১০০০ টাকায় ৪এমবি পিএস ব্যান্ডউইথ সেবা পাওয়া যায় তা'হলে সরকারের সহযোগিতায় কেন তা গ্রামে পাওয়া যাবে না ????
ভেবেছিলাম নিজের জন্মভূমিতে থেকে কাজ করে এখানে কিছু বেকার শিক্ষিত ছেলেদের নিয়ে গ্রাপিকো নামের একটি প্রতিষ্ঠান খুলে নামমাত্র মূল্যে কাজ শিখিয়ে তাদের কাজে লাগাবো কিন্তু তা বোধহয় আমার দ্বারা সম্ভব হবে না। কারন ৩জির জন্য আর কত অপেক্ষা করবো ?
বিদেশে অনেক জায়গা থেকে চাকরির অফার আছে, আমার অনেক ক্লাইন্ট আছে ভিসাও হয়ে গেছে এখন শুধু অপেক্ষা দেশান্তর হবার
প্রিথিবী এগীয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ কি আগাচ্ছে ?
তাই বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ #আমার_গ্রামে_ঢাকার_দামে_ইন্টারনেট_সেবা_চাই।
৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০০
মিউজিক রাসেল বলেছেন: দুঃখজনক হলেও সত্যি
২| ৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৫
ফান তুফান বলেছেন: সরকার লস গুনবে বলে হয়না
৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৫
মিউজিক রাসেল বলেছেন: লস এর হিসাব করলে প্রথমে বাংলাদেশ বিমান, বাংলাদেশ রেলওয়ে আরো অনেক সরকারী বিভাগ বন্ধ করে দিতে হবে। পৃথিবীর সব উন্নত দেশ যে সব খাতে লাভ গুনছে তা কিন্তু নয়, আসলে ইচ্ছা থাকলেই হয়
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:৩৪
রাজু আহমেদ তন্ময় বলেছেন: বর্তমান সরকারের সকল "উন্নয়ন" কেবল শহর ভিত্তিক,, গ্রামে বিদ্যুৎ, ইন্টারনেট, গ্যাস বা অন্যান্য উন্নতি নেই বললেই চলে,,,,