![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য বল সুপথে চল্ ওরে আমার মনসত্য সুপথ না চিনিলে,পাবিনে মানুষের দর্শন ...-ফকির লালন শাহ্
চোখের জলের হয়না কোন রঙ
তবু কত রঙের ছবি আছে আঁকা
চোখের জলের হয়না কোন রঙ
তবু কত রঙের ছবি আছে আঁকা
দেখতে গিয়ে হারিয়ে গেলাম গভীন আঁধার পথে
আঁকা বাঁকা
স্বপ্ন দিয়ে মনকে আমি ভুলিয়ে গেলাম রেখে
তবু কেমন করে কান্না এত এল কোথা থেকে
স্বপ্ন দিয়ে মনকে আমি ভুলিয়ে গেলাম রেখে
তবু কেমন করে কান্না এত এল কোথা থেকে
ফুলে ভরা সবুজ মনের আকাশ
ধোয়ায় ঢাকা
চোখের জলের হয়না কোন রঙ
তবু কত রঙের ছবি আছে আঁকা
ভাঙ্গা মনের দেয়ালেতে স্বপ্ন আঁকা ছিল
পথের ধুলায় কেমন করে ছড়িয়ে পরে গেল
ভাঙ্গা মনের দেয়ালেতে স্বপ্ন আঁকা ছিল
পথের ধুলায় কেমন করে ছড়িয়ে পরে গেল
কুরিয়ে তোমার আচলেতে বেধে দিতে চায়
নতুন কোন স্বর্গ দেব কোথায় খুঁজে পায়
তাইতো জীবন সময় দিয়ে সাজিয়ে
নিল পাখা
চোখের জলের হয়না কোন রঙ
তবু কত রঙের ছবি আছে আঁকা
দেখতে গিয়ে হারিয়ে গেলাম গভীন আঁধার পথে
আঁকা বাঁকা
আঁকা বাঁকা
©somewhere in net ltd.