নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

প্রথম অনুরণন এবং ইদানিং একা লাগা ...

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৬

আমি ভনিতা করে কাহিনী লম্বা করতে পারি না । তাই সরাসরি মুল গল্পে চলে গেলুম।



ঘটনার শুরু সিলেটে । আমি তখন মাএ এস. এস.সি দিব । ২০০৪ সালের দিকে । মা-বাবা গো ধরে বল্লেন কোচিং করতে হবে। মডেল টেস্ট দিতে হবে । তাদের কথা রাখলাম। সারা জীবন সরকারী বালক উচ্ছ বিদ্যালয়ে কেটেছিল, কিন্তু কোচিং তো হবে কম্বাইন্ড। লও ঠেলা ...



আমি তো বেশ খুশি ছেলে মেয়ে একসাথে । যাই হোক, তখন সিলেটে নামকরা এস. এস. সি কোচিং করাত , ব্রিলিয়ান্ট কোচিং সেন্টার। মির্জা জাংগাল নামে একটা জায়গা ছিল। তো গেলাম, ভর্তি হলাম । আমি আর আমার বন্ধু বর ছিলাম। আমাদের দেয়া হল ,B M B-12 নামের ব্যাচে। B M B মানে ব্রিলিয়ান্ট মেরিট ব্যাচ । মাশাআল্লাহ , আমরা প্রায় জনা ৩৫ জনে ছেলে মেয়ে ছিলাম।

A+ পাওয়ার কি নিশা, বোরখা পড়া মেয়ে ছেলে আমাগো লগে ক্লাস করতে আসত ( B-) )।



যাই হোক, ঐ ব্যাচে শাহজালাল জামেয়া স্কুল এর মেয়েরা বেশী ছিল। মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে আমার জীবনের প্রথম হ্‌দয় কম্পন হলো, একজন বোরখা ওয়ালী কে দেখে । উনার শুধু চেহরা মোবারাক আমি দেখতে পেতাম। অনেক চেষ্টা করলাম উনার চুল দেখব। না তা আর পারলাম না । শুধু মুখ আর পায়ের পাতা দেখা যেত । আমি ভাবতাম একটা মেয়ে এত সুন্দর হয় কেমনে ? এত সুন্দর হাসি পায় কিভাবে ? আল্লাহর কি হিসাব নিকাশ ।



শুরু হল, উনাকে দেখার পালা। রেগুলার ব্যাচের এক্সাম গুলোতে এ ভাল নাম্বার উঠাতাম শুধু উনার নজর কাড়ার জন্য। ওর নাম ছিল তারিন । শুরু হল আমার তারিন ময় জীবন। সামনে জীবনের প্রথম পাবলিক এক্সাম কিন্তু আমার মনে তারিনের জন্য কাপন ।



আমাদের ব্যাচে এ রেগুলার ৫০ মার্কসের এক্সাম নেয়া হত। স্যার রা খাতা দেখাতেন পরের ক্লাসে। আমি একটা ফন্দি আটলাম, খাতা দেখানোর আগে স্যারদের রুমে যেয়ে এক্সাম এর খাতা দেখার নাম করে আমার এবং তারিনের খাতা টা নিয়ে আসতাম। ক্লাস শুরু হবার আগেই প্রথমে ঔর খাতা টা দিয়ে দিতাম। সে জন্য সে খুব অবাক হত। বোরখা ওয়ালী স্টাডি তে ভাল ছিল।



শুরু হলো রাত জাগা।পড়াশুনা ।এর মাঝে তারিনকে নিয়ে ভাবনা । ইচ্ছা ছিলো এক্সাম শেষ হবার সাথে সাথে ওরে প্রোপোজ করব, যা আসে কপালে । এই করে কোচিং বেলা কেটে গেলো । প্রস্তুতি মোটামুটি ছিল।



তারিনদের পরীক্ষার হল ছিল অন্য স্কুলে। আমার আরেক স্কুলে। কি আর করা , ওরে আমার দেখতে হবে, ওর হাসিটা না দেখলেই না । তাই আমার পরীক্ষা শেষ করে তারিন যে রাস্তা দিয়ে বাড়ী ফিরতো , ঐ পথে দাড়ি্যে থাকতাম।



এইভাবে করে পরীক্ষা শেষ করলাম। মাশাআল্লাহ সে A+ পেলো আর আমার A+ মিস হলো। বাদ দিলাম। ব্যাপার না । সব ঠিক হয়ে যাবে ।



নামকরা সিলেট এম.সি কলেজ এ ভর্তি হলাম। ফর্ম ফিলাম করছি তখন দেখলাম তারিনকে । অন্য একটা ছেলের সাথে কথা বলছে । বুঝি নাই তখন কিছুই ।



জীবনে কখনও ওর সাথে কথা বলার সাহস হলো না। বলতে পারলাম না, তারিন তোমাকে খুব পছন্দ করি । তোমার হাসি টুকু দেখে আমার কিযে ভাল লাগতো। অনেক ফ্রেন্ড বলছিল, তারিন কে জানাতে কিন্তু কোনদিন জানাই নি । যদি আমাকে রেজেক্ট করে ।



যাই হোক, এইচ. এস. সি রেজাল্ট সে ভাল করলো। আমিও পাশ করলাম। সে সাস্টে সি.এস.ই তে ভর্তি হলো । আর আমি ঢাকায় । সে এখন আমেরিকা তে এম.এস করছে আর আমি সিলেটে পড়ে আছি। আমি এখনও ওকে লাইক করি ।



জানিনা , এই পোস্ট তারিন দেখবে কিনা । তারিন কে শুধু আমার নিচের লাইন গুলো ডেডিকেট করলাম। জানিনা তুমি পড়ছো কিনা, যদি পড় তবে একবার ফেসবুকে খুজ নিয়ো। আমি তোমার অপরিচিত তাই ফেসবুকে আমাকে আ্যাড করো নাই। আমি তোমার অপরিচিত নই ।





তারিন...

ঘাসফুল কাশফুল বনে একা আনমনে ...

আকা ছবি গুলো ছিড়ে গেছে

জলন্ত সিগারেট ভেজা আসট্র তে

জীবনের গতি থেমে আছে

বহু দুর চলে গেলো পিছু স্মৃতি গুলো

ভেসে গেলো জলোচ্ছাস্বে

প্রিয়া তুমি চলে গিয়ে থাকলে দুরে

ইদানিং তাই একা লাগে । ....




ধন্যবাদ ।

শুভ রাত ।

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৯

টানিম বলেছেন: অনেকদিন পর বল্গে নিয়মিত হবার অপচেষ্টা করছি। আপনাদের মন্তব্য না পেলে লেখার আগ্রাহ হরাব।
ধন্যবাদ

২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৬

দি সুফি বলেছেন: ভাই অন্য কাউরে নিয়া ভাবেন। জীবন একটাই। এখানে আবেগের কোনো দাম নাই।
ভাল হয় একটা বিয়া করে ফেলেন। :D

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫১

টানিম বলেছেন: দি সুফি ভাই ... ইনাশাআল্লাহ । যেদিন মনের মতো কাউকে পাব । সেদিন অঘটন ঘটবে । ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪২

লিন্‌কিন পার্ক বলেছেন:
এস এস সির আগে আমিও একটা নামকারা কোচিং সেন্টারে ভর্তি হইসিলাম । আমার সাথেও এক বোরখাওয়ালি ক্লাস করত । তার হাসিও চমৎকার ছিল কিন্তু দুঃখের ব্যাপার এক বছর ক্লাস করার পরেও কোনদিন ঐ মেয়ের চেহারা দেখতে পারি নাই :( :( /:)

০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫

টানিম বলেছেন: সেই ... ধন্যবাদ

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৯

ব্রতসত্য বলেছেন: বুরখা পরা মেয়ে ফাগল করচে................। :D :D :D :D :D :D :D :D :D
ভাই, ভালোবাসার পাশাপাশি যদি পড়াটাও ঠিকমত করতেন তাহলে আজ আপনিও হয়ত বিদেশে এম এস করতেন !
যাই হোক । শুভ কামনা ।

০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

টানিম বলেছেন: ব্রতসত্য ..। আমি তো এখন খুব খারাপ নেই । সামনে হয়ত বাইরে এম. এস করব। খুব পিছিয়ে পড়ি নাই । ধন্যবাদ আপনের মন্তব্যের জন্য ।

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৮

কালোপরী বলেছেন: শুভ কামনা রইল

০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

টানিম বলেছেন: ধন্যবাদ কালোপরী । কিন্তু শুভ কামনা তে কাজ হবে না । সে আর আমার হবার নয় ।

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪

আধখানা চাঁদ বলেছেন: তারিন আপনার নিক জানে তো ? নাইলে খোম্মবইয়ে ইনবক্স করেন। চালু করেন।

সময়,নদীর স্রোত এবং প্রেমিকা কাহারো অপেক্ষায় বসিয়া থাকে না।

০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

টানিম বলেছেন: আধখানা চাঁদ ... সময়,নদীর স্রোত এবং প্রেমিকা কাহারো অপেক্ষায় বসিয়া থাকে না। আপনার মুখে ফুল চন্দন পড়ুক । দারুন বলেছেন .. ধন্যবাদ

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

টানিম বলেছেন: এই লেখা টা কিছু নির্বাচিত পোস্ট এ স্থান পেয়েছে । ধন্যবাদ সামহোয়ারইন ব্লগ ।

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: গানটা ভাল.....সোলস এর না?

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭

টানিম বলেছেন: আহমেদ সাব্বির পল্লব : আপনে ঠিক ধরেছেন । ধন্যবাদ

৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

পরিবেশ বন্ধু বলেছেন: তারিনাআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআ

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

টানিম বলেছেন: hmmmm .....

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬

ফজলে রাব্বানি বলেছেন: বুকের বাঁ পাশে একটা পরিচিত ব্যাথা জাগাতে পেরেছেন...

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

টানিম বলেছেন: উফ আপনার মন্তব্যে আমার পরিচিত ব্যাথা জেগে উঠল । ধন্যবাদ

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

সবুজ মহান বলেছেন: কবিতাটা কার লেখা ব্রাদার ? ভাল লাগছে ।

০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২

টানিম বলেছেন: সোলস er akta gan brother ... thanks

১২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

মাছিমারা কেরাণী বলেছেন: এই পোস্ট নির্বাচিত হলো কোন গুণের ঠেলায়?????????

০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

টানিম বলেছেন: মাছিমারা কেরাণী Apnar profile deklm.... new blogger ... ekno maybe safe hon nai ... age nije likhun then oporer somalocha korun ... thanks

১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

হয়তো একা নয়তো পরাজিত বলেছেন: আপনার লেখা পরে কার যেন মুখ ভেসে উঠলো মনে, চিনতে পারছি না :(

০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

টানিম বলেছেন: হয়তো একা নয়তো পরাজিত : mone kre dekhun ... kar mukh ... Thanks

১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

নাজিম-উদ-দৌলা বলেছেন: নিজের জীবনের কোনও একটা ঘটনা মনে পড়ে গেল আপনার লেখা পড়ে!

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

টানিম বলেছেন: আমাদের সাথে শেয়ার করেন । আমারাও পড়ি । ধন্যবাদ

১৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৬

সপ্নময় নীলাকাশ বলেছেন: ব্যাথা---করুন।

১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬

টানিম বলেছেন: ধন্যবাদ

১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৪

টানিম বলেছেন: ধন্যবাদ সবাইকে ।

১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

টানিম বলেছেন: যার জন্য লিখছিলাম, জানি না তিনি দেখেছেন কিনা, উনার কাছে আমার কিছুই চাওয়ার নেই । কোন দাবী নেই, কোন চাওয়া নেই, শুধু একটু মনে রাখা, দেখা হলে অন্তত যেন চেনে(যদি দেখা হয়), সামান্য কিছু কথা ...এই তো, খুব বেশি তো না। হয়ত তিনি দেখেন নাই, নইলে অন্তত একবার আমাকে ফেসবুকে নক করতেন । আমি আশা্য় থাকলাম । ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.