নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

একজন সাথী কমলো ও সিলেটে ফাঁকা প্রজন্ম চত্তর ২ শেষ আপডেট

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

সকাল থেকেই আমি অফিস এ ছিলাম। ৯.৩০ এর দিকে অফিস এ গেলাম। সকাল ১০ টায় আমার কলিগ এসে বল্ল জামায়াত - শিবির এর সাথে পুলিশের মারা মারি হচ্ছে চৌহাট্টা তে । আমার ক্যাম্পাস এর ছাদ থেকে চৌহাট্টা পয়েন্টা দেখা যায় । অনেকক্ষণ গুলাগুলি হল । সমস্যা অন্য জায়গায় , পুলিশ এর বেশে আমি গুলি করতে দেখলাম এক দল যুবক কে ।যারা পুলিশ এর সাথে ছিল এবং তারা খাকি শার্ট পরা ছিল , কিন্তু প্যান্ট ছিল জিন্স এর । পায়ে কেডস । এরা কারা ছিল ?

ঐ খানে এর এক জনের কাছ থেকে জানলাম যে, ঐ ছেলেরা মেইনলি গুলি করা শুরু করছিল । দুই জামায়াত কর্মী এর বুক ভেদ করে চলে যায় । একজন মারা গেছে , আরেকজনকে ঢাকায় নেয়া হয়েছে ।



আমার প্রশ্ন পুলিশ বেশী এরা কারা ???



সন্ধ্যা নামতেই সিলেট শহীদ মিনার বা প্রজন্ম চত্তর ২ এ গেলাম। কিন্তু অবাক করা বিষয় হল, গত ১০ দিনের থেকে ১০ % মানুষ ও আজ ছিল না । উপরোন্ত প্রজন্ম চত্তর ২ এর সব অনুষ্ঠান শেষ হয়ে যায় রাত ৮ টায় । কিন্তু গত কাল এই অনুষ্ঠান শেষ হয়েছিল রাত ১০ টা নাগাদ । সিলেটের মানুষ ধার্মিক তাই আমার মনে হয় রাজিব সাহেবের নাস্তিকতা বাদ দেখে অনেকেই আর আসেন নাই । আমিও মোটামুটি শিওর যে আগামীকাল প্রজন্ম চত্তর ২ এ মানুষ কমে যাবে । শিবির এর দোরত্ন্য দেখে অনেকেই সাহস পাচ্ছেন না আসার ।



রবিবার থেকে সিলেটের আইন ব্যবস্থা উন্নত করার জন্য বি.জি. বি কে মাঠে নামানো হচ্ছে । সত্যি বলতে কি, সিলেটে জামায়াত- শিবির কর্মীরা অনেক সক্রিয় ।



অনেকেই জানেন না একটা কাহিনী, কিছু দিন আগে সিলেটের প্রজন্ম চত্তর থেকে বাসে ইউনি যাবার সময় বাসে আক্রমন করে ছিল জামায়াত - শিবির কর্মী রা । আমার যত টুকু জানি বা দেখছি ওরা জামায়াত / শিবির ছিল না। তারা বি.এন.পি এর ছিল । খালেদা জিয়া ১৯৯৪ সালে ২টা বাস দিয়েছিলেন শাহজালাল ইউনিকে । বাসে উনার নাম লিখা ছিল। কিন্তু লীগ এর ছেলেরা ঐ নাম টা উঠায় দেয় তাই এই হামলা টা হয়েছিল । মিথ্যা বলে ঐ জামায়াত-শিবির কে রাস্তায় নামালে আমারা সাধারণ মানুষ কই যাব ? আমাদের তো কাম-কাজ করে দিন চালাতে হয় ।





সিলেটের প্রজন্ম চত্তর নিয়ে একটা ছবি ব্লগ দিব ভাবছিলাম , কিন্তু সময় পাচ্ছি না । সময় পেলেই দিব ।



আমার লেখা পড়ে কুনো ভুল ধারনা নেবেন না। যা সত্যি তাই লিখলাম । কুনো চোরাগুপ্তা হামলা ও গৃহযুদ্ধ আমি চাই না । ব্লগার হত্যার সঠিক তদন্ত কাম্য ।



ধন্যবাদ

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০

টানিম বলেছেন: মন্তব্য কাম্য । ধন্যবাদ

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১

মো কবির বলেছেন: আসলে আমার মনে হয় শাহবাগ আন্দোলন একটু ভিন্ন পথে চলছে,
স্বাধীনতার যুদ্ধে জামায়াত বলে কিছু ছিল না,ছিল রাজাকার,আলবদর,আল সামস ইত্যাদি।
শাহবাগ আন্দোলনের প্রধান ইস্যু হওয়া উচিত রাজাকার,আলবদর,আল সামস এদের বিচার চাওয়া। আলাদা ভাবে কাউকে নির্দেশ না করা।
তাহলে সবার থেকে সমর্থন পাওয়া যাবে, নিঃসন্দেহে, তবে তখন আবার আমাগো হারামীর সরকার আবার বাঁধা দিতে পারে কারন তাতে আবার তার দলের কয়েকজন মন্ত্রীর নাম আসতে পারে। ।।
সেই যাইহোক, ইস্যু হবে এটাই।
অপরাধীর শাস্তি দেয়া। রাজাকার মুক্ত দেশ গড়া।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

টানিম বলেছেন: মো কবির ভাই , অনেক সুন্দর বলেছেন । আমিও একটা পোস্ট দিব এই নিয়া। আ.লীগ যে কি রাজনীতি জানে সেটা এতদিন পর বুঝলাম । হত্যার রাজনীতি আমি চাই না । ধন্যবাদ আপনাকে ।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

নজরুল ইসলাম ভূঁইয়া বলেছেন: শাহবাগ আন্দোলনের প্রধান ইস্যু হওয়া উচিত রাজাকার,আলবদর,আল সামস এদের বিচার চাওয়া। আলাদা ভাবে কাউকে নির্দেশ না করা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

টানিম বলেছেন: নজরুল ইসলাম ভূঁইয়া ,ভাই আপনাকে ধন্যবাদ । আপনার মতো চিন্তা যদি সবাই করতেন তবে এই রক্ত দেখতে হত না ।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২০

আল মামুনুর রশিদ বলেছেন: vallaglu

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২১

টানিম বলেছেন: ধন্যবাদ আল মামুন রশিদ ভাই ।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

সপ্নচোরা বলেছেন: কুনো ভূল ধারনা পোষন করি নাই.........আমরা বোকাসোকা মানুষ যা বোঝান তাই বুঝি........ :D

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

টানিম বলেছেন: সপ্নচোরা ... ভাই ধনবাদ আপনাকে । আপনার মত বোকাসোকা মানুষ হওয়া ভাল।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২০

টানিম বলেছেন: ধন্যবাদ সবাইকে । =p~

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

মো কবির বলেছেন: লেখক ভাই,
ঐ খানে যাইয়া মন দিয়া পড়েন, সব পড়বেন না পইরা যেন আবার না পালান,
https://www.facebook.com/LikeRealPatriot

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

নিয়েল ( হিমু ) বলেছেন: ভুল বুঝি নাই । আপ্নের অবস্থান ক্লিয়ার করেন । ব্লক ডের কলংক ভুলিনাই এখনো ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৩

টানিম বলেছেন: নিয়েল (হিমু) ... ভুলতে না পারলে কি করতে পারি ? এই ব্লগ ৩০০ বার পঠিত, তো, যারা বুঝার বুঝে ফেলছে । বানান ঠিক করেন । ব্লগ ডে । সেটা নিয়া আমি যত টুকু বলার আমি ঐ খানে বলে আসছি । লেবু বেশী কচলে তিতা লাগে । তিতা লেবু যদি রেগুলার খাওয়া হয় তাইলে কচকান আমার সমস্যা নেই ।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০২

নিয়েল ( হিমু ) বলেছেন: যুক্তিতে আসেন । দেখেন ছাত্রলীগ open কুপায় (বিশ্বজিত) কোন পুলিশের ড্রেস লাগে না ।
সেই ছাত্রলীগ যদি পুলিসের ড্রেস পৈড়া হাতে বন্দুক পায় তাইলে শিবির একটাও কি বাংলার মাটিতে থাকত ?
জিন্স পেন্ট পরা ডিবি পুলিশ এবং তাদের বুলেট প্রুফ জেকেট টা হচ্ছে খাকি রং এর । একটু খোজ নিয়েন ।
আর আজকেও ত কম মানুষ ছিল না চৌহাট্টায়, ইভেন যেদিনের কথা বল্লেন ঐ দিনো কম ছিল না । ঐ দিন কি তার পরের দিন বৃষ্টিতেও মানুষের অভাব দেখা যায় নি । তাই আফছোস করতেই হয় সংকচবাদীদের জন্য ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২০

টানিম বলেছেন: আপনে কতটুকু আইডিয়া রাখেন জানি না। আমার অফিস থেকে সিলেট শহীদ মিনার- চৌহাট্টা পর্যন্ত সব দেখা যায়, আমি সব সময় আপডেট খবর টা রাখি ভাই ।

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৯

ধ্রুব মহাকাল বলেছেন: পুলিশের গুলি করতে অনুমতি লাগে কিন্তু কুত্তালীগের গুলি করতে ,কামড়াইতে অনুমতি লাগেনা ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২০

টানিম বলেছেন: ধন্যবাদ

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: sada poshaker police er kotha sunen nai age?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

টানিম বলেছেন: সাদা পোষাক এর পুলিশ তো দেখছি, কিন্তু জিন্স ও কেডস পরা পুলিশ দেখি নাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.