নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

তানভীর ভাইরে আমাদের মাফ করো ।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৯







কি লিখব জানি না। শুধু জানি ১৭ বছরের তানভীর মোহাম্মদ ত্বকি কে হত্যা করা হয়েছে । তানভীরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে । নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের একটি খাল থেকে শুক্রবার সকালে ত্বকীর (১৭) লাশ উদ্ধার করে পুলিশ। সে বুধবার এ নিখোজ হয় এবং শুক্রবার তার লাশ পাওয়া যায় ।



এত টুকুন একটা ছেলেকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে । তার অপরাধ সে নারায়ণগঞ্জের গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ও সাংস্কৃতিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির ছেলে। তানভীর এবিসি ইন্টারন্যাশনাল থেকে এ বছর 'এ' লেভেল পরীক্ষায় অংশ নেয় । বৃহস্পতিবার ওই পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয় এই কিশোর।



হে নরপশুরা , তোদের কি একটাও ভাই নাই? তোদের কি একটু হাত কাপলো না এই ছেলে টারে মারতে যেয়ে ?



হিংস্র হয়েনারা মুখোশের আড়ালে ধারালো নখ বসাতে শুরু করে দিয়েছে আমাদের হৃদয়ে।এক্ষুনি এদের মোকাবেলা না করলে এরা আমাদের অস্তিত্ব বিলীন করে ছাড়বে। কেন আমদের শিশু কিশোরদের হত্যা করবে ? ভাই দের হত্যা করবে ?



আমার আর কিচ্ছুই বলার নেই । ছোট্ট ভাইটার আত্না যাতে শান্তিতে থাকে । যে হায়েনারা তাকে এই ভাবে মারলো আল্লাহ যেনো তাদের এই ভাবে , ঠিক এই ভাবে মরন লিখে রাখে ।



ভাই আমাদের ক্ষমা করে দিও । তোমাকে বাংলাদেশ বাচতে দিল না, নিরাপত্তা দিতে পারলো না । ক্ষমা করে দিও ।



কিছু লাইন মনে পড়লো, শেয়ার করছি আপনাদের সাথে :



আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া

করিতে পারিনি চিৎকার.........

কতটা অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত

কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় দীপ্ত.........

কত বাথা বুকে জমালে তাকে বলি আমি ধৈর্য

নির্মমতা কতুদুর হলে জাতি হবে নির্লজ্জ....



ধন্যবাদ

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৩

শিপন মোল্লা বলেছেন: কি বলবো ? আমি লজ্জিত আমি দুঃখিত আমার দেশ একজন মানুষের নিরাপত্তা দিতে পারেনা।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৯

টানিম বলেছেন: আবুশিথি , কাল সকালে এ যে আপনারও নিরাপত্তা নাই সেটা জানেন , আমারও নিরাপত্তা নাই ।

২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৪

দিশার বলেছেন: মুক্তির মন্দির সোপান তলে
কত প্রাণ হলো বলিদান,
লেখা আছে অশ্রুজলে৷
কত বিপ্লবি বন্ধুর রক্তে রাঙা, বন্দীশালার ওই শিকল ভাঙা
তাঁরা কি ফিরবে না আর?
তাঁরা কি ফিরবে এই সুপ্রভাতে-
যত তরুণ অরুণ গেছে অস্তাচলে৷
মুক্তির মন্দির সোপান তলে…লেখা আছে অশ্রুজলে ৷

০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:০১

টানিম বলেছেন: লেখা আছে , লেখা থাকবে । ধন্যবাদ

৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৭

বোকা ছেল বলেছেন: :(

০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:০১

টানিম বলেছেন: :||

৪| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১

স্পাইসিস্পাই001 বলেছেন: আবুশিথি বলেছেন: কি বলবো ? আমি লজ্জিত আমি দুঃখিত আমার দেশ একজন মানুষের নিরাপত্তা দিতে পারেনা।

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৮

টানিম বলেছেন: ঠিক বলেছেন ০০১ । ধণ্যবাদ

৫| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১২

মনুআউয়াল বলেছেন: হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৯

টানিম বলেছেন: ধণ্যবাদ

৬| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৩

আনোয়ার ভাই বলেছেন: সত্যিই বেদনাদায়ক।
Click This Link

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৯

টানিম বলেছেন: দেখব। ধণ্যবাদ

৭| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

শিনজন বলেছেন: হায়ানাদের বিরুদ্ধে ঘুরে দাড়ানোর এখনই সময়।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৩

টানিম বলেছেন: ধণ্যবাদ

৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৪

মহামহোপাধ্যায় বলেছেন: হতাশ, স্তব্ধ, ক্ষুব্ধ ।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৬

টানিম বলেছেন: হতাশ, স্তব্ধ, ক্ষুব্ধ ।

৯| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৬

দূরে থাকা মেঘ বলেছেন: সকালে ব্লগ দেখার সময় পাইনি,চলে গিয়েছিলাম পেইন্টিং এ,ওখানে শুনছিলাম ত্বকির খুন এর খবর। এখন ফুসরত মিললো,তাই ভালো করে পড়লাম।
ছোট্ট একটা ছেলে, এরকম ছেলে কি তাদের নেই? নাকি তারা কখনোই ছোট ছিলো না? বুঝতে পারছিনা,এরকম লোকজনকে মানুষ বলেনা,তাই বোধহয় ........ বলে।

১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৭

টানিম বলেছেন: কি বলবো বলেন, আমি খুব হতাশ এই ছেলে টারে মাইরা এই বদজাত গুলা কি মজা পেলো বলতে পারেন ? প্রচন্ড ঘৃণা লাগছে । আপনে কি পেইন্টিং করেন ? আই মিন প্রফেশনাল/ আ্যমেচার । জানার আগ্রহ থাকলো । ধন্যবাদ

১০| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫১

টানিম বলেছেন: ধন্যবাদ সামু ব্লগ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.