![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88
মজাটা এখানে । অনেক তরুণ ধনকুবের যারা কলেজ এর গন্ডী পেরুতে পারেন নাই । এই গুলা আর কিছু করুক আর নাই করুক ডলার বানাইছে । আজকে এরাম কিছু জিনিষ দেখব। কি লাভ হলো আমার আপনার বিশ্ববিদ্যালয় পড়া চুকানো শেষে । একি তবে কপালের লিখন না যায় খন্ডন । আসুন আমার ব্লগে একটু হতাশা নিয়ে যান । আমিও হতাশা নিয়ে এই ব্লগ খানি লিখলাম ।
সোমবার বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী ম্যাগাজিন ‘ফোর্বস’। ফোর্বসের সমীক্ষা মতে এবছরও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি মেক্সিকোর কার্লোস স্লিম। ঠিক তার পরের স্থানে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।
সমীক্ষা চালিয়ে মোট ১৪২৬ জনের তালিকা প্রকাশ করে যাদের সম্পদের পরিমাণ ১০০ কোটি মার্কিন ডলার বা তার চেয়ে বেশি। ফোর্বস জরিপ চালিয়ে জানিয়েছে, এই ১৪২৬ জনের তালিকায় তরুণ (যাদের বয়স ৪০ এর নিচে) ধনকুবের রয়েছেন মাত্র ২৯ জন। আর এই ২৯ জনের সম্পদের পরিমাণ মোট ১১ হাজার ৯শ’ কোটি মার্কিন ডলার।
২৯ জন তরুণ ধনকুবেরের মধ্যে ১০জন আছেন প্রযুক্তি বিভাগের, এর মধ্যে আবার ৪ জনই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের। ১১ জন তরুণ ধনকুবের হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।
আসুন এবার তরুন ধনকুবেরদের এক নজর দেখে আসি :
১। ডুস্টিন মোসকোবিৎজ : ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবাগের সাবেক রুমমেট ও ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ডুস্টিন মোসকোবিৎজ। ২৮ বছর বয়সী এই তরুণের সম্পদের পরিমাণ তিনশ’ কোটি ৮০ লক্ষ মার্কিন ডলার। হার্ভাড কলেজ ড্রপ আউট ।
২।মার্ক জুকারবাগ : ফেসবুকের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রযুক্তির বিস্ময়বালক মার্ক জুকারবার্গ। ডুস্টিন থেকে ৮ দিনের বড় এই ২৮ বছর বয়সী প্রযুক্তিবিদের সম্পদের পরিমাণ ১ হাজার তিনশ’ কোটি ৩০ লক্ষ মার্কিন ডলার। তিনিও হার্ভাড কলেজ ড্রপ আউট।
৩।আলবার্ট ভন থুর্ন ট্যাক্সিস: ২৮ বছর বয়সী রেস-কার প্রতিযোগী । মোট সম্পদ এর পরিমাণ: ১.৫ বিলিয়ন ডলার । এখন অবিবাহিত। নিয়মিত জার্মান রেস লীগ খেলেন। মেয়েরা চেষ্টা করে দেখতে পারেন ।
৪। স্কট ডানকান: গ্যাস-তেল ও পেট্রোকেমিক্যাল পাইপলাইন প্রতিষ্ঠান ‘এন্টাপ্রাইজ প্রোডাক্টস পার্টনার্স’ এর স্বত্বাধিকারি ৩০ বছর বয়সী স্কট ডানকান। মোট সম্পদ ৪.১ বিলিয়ন ডলার ।
৫। এদাউরদো সাভেরিন : ফেসবুকের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা । বয়স ৩০ বছর । মোট সম্পদ ২ বিলিয়ন ডলার । যারা The Social Network মুভি দেখেছেন তারা চিনবেন যাকে জুকারবাগ প্রতারনা করেছিলেন ।
৬। ইয়াং হুইয়ান : হংকং এর রিয়েল এস্টেট কোম্পানির মালিক। মোট সম্পদ ৪.৭ বিলিয়ন ডলার । বয়স : ৩০ বছর ।
৭। ফাদ হারিরি : ৩১ বছর বয়সী আর্কিটেক্ট , অন্য পরিচয় লেবানীজ প্রাইম মিনিষ্টার এর ছেলে । যখন তিনি স্টুডেন্ট ছিলেন তখন থেকেই ইন্টেরিয়ার ডিজাইন এর শো রুম খুলেন এবং সৌদি আরাব এর ক্লায়েন্ট এর কাছে বিক্রি করতে শুরু করেন । মোট সম্পদের পরিমান : ১.৩ বিলিয়ন।
৮। সিন পার্কার : ৩২ বছর বয়সী মিউজিক ব্যবসায়ী । মোট সম্পদের পরিমান ২.১ বিলিয়ন ডলার।
৯। আয়মান হারিরি : লেবানীজ প্রাইম মিনিষ্টার রফিক হারিরি এর ২য় সন্তান । সৌদি আরব এর বিভিন্ম রিয়েল এস্টেট প্রজেক্ট তৈরী করছেন। ইউণিভার্সিটি বিজনেসে যুক্ত আছেন ।
১০। রর্বাট পেরা : আ্যপলের হার্ডওয়্যার ইনজ্নিয়ার । যিনি ইন্টারনেট নেটওর্য়াক তৈরী করেছিলেন । বয়স ৩৪। মোট সম্পদ ১.৫ বিলিয়ন ।
ধন্যবাদ ।
শুভ রাত । জীবন সুখের হউক । আপনার সকাল হউক ডলার এর বিছানার উপর ।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৭
টানিম বলেছেন: যান মাক্স ঘুমান । এতো টাকা দেইখা ঘুম আইব ???
২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪২
রিফাত হোসেন বলেছেন: +
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৭
টানিম বলেছেন: ধন্যবাদ রিফাত
৩| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫২
চেয়ারম্যান০০৭ বলেছেন: +
১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১১
টানিম বলেছেন: ধন্যবাদ
৪| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫৪
লিন্কিন পার্ক বলেছেন:
তারা কলেজ ড্রপ দিয়া বিলিয়নিয়ার !! আর আমরা দিলে
১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৩
টানিম বলেছেন: লিনকিনপার্ক আমরা বাদ দিলে মা-বাবার অকাজের সন্তান বলে গন্য হব । ধন্যবাদ
৫| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫৮
েনহ।ল বলেছেন: দুঃখের কথা কি বলিব
দুঃখ কাকে বলে .।
এদের টাকার অঙ্ক দেখলে নিজের "দুঃখ কাকে বলে" বুঝা যায় ।।
১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৪
টানিম বলেছেন: এদের টাকার অঙ্ক দেখলে নিজের "দুঃখ কাকে বলে" বুঝা যায় ।। সত্য কথা । আমি বুঝি,আপনে বুঝেন । আর তো কেউ বুঝে না । ধন্যবাদ
৬| ১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২১
ফকির সাইঁ বলেছেন: বুঝতে পারছি আমার দারা কিছুই হপে না, তাই আগে-ভাগে নাম নিয়েছি ফকির সাই
১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৪
টানিম বলেছেন: আমারও নিক বদলাতে হপে । আমিও ফকির হমু ।
৭| ১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৪৬
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন: এ আর এমন কি !
১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৪
টানিম বলেছেন: ও এম জি !!! আপনার কাছে কি কিছুই মনে হচ্ছে না ???
৮| ১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৪১
বাংলার হাসান বলেছেন: ফকির সাইঁ বলেছেন: বুঝতে পারছি আমার দারা কিছুই হপে না, তাই আগে-ভাগে নাম নিয়েছি ফকির সাই
১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৫
টানিম বলেছেন: লোল । ধন্যবাদ
৯| ১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৪৪
আশিক মাসুম বলেছেন: মাক্স বলেছেন: যাই ঘুমাই গা
১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৫
টানিম বলেছেন: ভাই জান ঘুম কি ভাংছে ? টাহা পয়সা পাইছেন কিছু ?
১০| ১৫ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫০
বর্ণান্ধ বলেছেন: আফসুস, এই তালিকায় আমাগো যুবরাজের নামও থাকতে পারতো!! ফখরুদ্দীন যত নষ্টের মূল।
১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৬
টানিম বলেছেন: লোল । কি যে বলেন না বর্ণান্ধ !!! আরও কত জনের নাম আসবে ।
১১| ১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৩
অশুভ বলেছেন: কী বলেন!!!
লিষ্টটা ভালো করে খুজে দেখেন। আমার নাম গেলো কই???
১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৭
টানিম বলেছেন: আপনে মিয়া অশুভ। আপনার নাম থাকবে কেমনে? আগে নিক বদলান ।
১২| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫২
গ্রাম্যবালিকা বলেছেন: লেবানীজ প্রাইম মিনিষ্টার এর ছেলে দুইটাই সুন্দর
১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৯
টানিম বলেছেন: এই তো , বুঝছি । এই দুইটা এখনও অবিবাহিত । আপনে ট্রাই করতে পারেন । ধন্যবাদ
১৩| ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪০
ঢাকাবাসী বলেছেন: প্রতিভাই এদের একমাত্র অস্ত্র নয় মনে হয়। যাকগে আদার ব্যাপারী জাহাজের খবর জেনে কি হবে? দেখেই সুখ, ধন্যবাদ।
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০০
টানিম বলেছেন: ঠিকই বলছেন ঢাকা বাসী । সেটাই দেখেই আনন্দ । ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৬
মাক্স বলেছেন: যাই ঘুমাই গা