নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় জুড়ে শুধু শুন্যতা ...

সময় জুড়ে শুধু শুন্যতা ...

টানিম

তড়িৎ প্রকৌশলী। টুইটার : https://twitter.com/mztanim88

টানিম › বিস্তারিত পোস্টঃ

বোনদের জন্য একটি গুরুত্বপূর্ণ পোস্ট: জেনে রাখুন

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৭

আপুরা ছবিটা বড় করে দেখবেন নিচে দেয়া আছে ।



শপিংমলের ড্রেসিং/ -ট্রায়াল রুমে বোনেরা সতর্ক থাকবেন সেখানে যে আয়না থাকে সেটা আসল নাও হতে পারে, এটিও গোপন ক্যামেরার মতই মারাত্মক !প্রযুক্তির অপব্যবহারে আসল আয়নার মাঝে এখন যুক্ত হয়েছে নকল আয়না, যাকে বলা হয় দ্বিমুখী আয়না । এই আয়নায় আপনি আপনার চেহারা দেখতে পারবেন, কিন্তু ভুলেও বুঝতে পারবেন না যে অন্যপাশ হতে কেউ আপনাকে দেখছে! অথবা আয়নার অন্য পাশে লাগানো আছে অত্যাধুনিক কোন ক্যামেরা ।



আপনার আঙ্গুল আয়নার উপর রাখুন।যদি আপনার আঙ্গুলের মাথা প্রতিবিম্ব আঙ্গুলের মাথার সাথে না লাগে (মাঝে যদি ফাঁকা থাকে) তাহলে আয়না আসল। আর যদি আঙ্গুলের মাথা প্রতিবিম্বের মাথার সাথে লেগে যায়, তার মানে আয়না নকল! এটা আসল আয়না না, একটা দ্বিমুখী আয়না ! যার অন্যপাশে থেকে আপনাকে দেখা যাবে, কিন্তু আপনি তাকে দেখতে পাবেন না। মানে অন্যপাশে থেকে কেউ আপনাকে দেখছে বা ভিডিও করছে! কারন আসল আয়নার সিলভার প্রলেপ থাকে আয়নার পিছনে, যার জন্য আপনার আঙ্গুল ও প্রতিবিম্বের মাঝে ফাঁকা থাকবে আয়নার পুরুত্বের জন্য।আর নকল আয়নার (দ্বিমুখী) সিলভার প্রলেপ থাকে আয়নার সামনে, যার জন্য আপনার আঙ্গুলের ছাপ আপনার আঙ্গুলের প্রতিবিম্বের সাথে লেগে যাবে কারন মাঝে কোনো বাধা নেই।











ফেবু থেকে সংগৃহীত । ধন্যবাদ ।

মন্তব্য ৩৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৬

টানিম বলেছেন: যারা পড়বেন সবাইকে ধন্যবাদ । ভালো থাকুন, নিরাপদ থাকুন ।

২| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৮

একজন নিশাচর বলেছেন: ভালো পোস্ট। পোস্টি আমাদের বোনেদের কাজে লাগবে।

ধন্যবাদ টানিম আপনাকে।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪১

টানিম বলেছেন: একজন নিশাচর ভাই , আমি এক টিভি অ্যাকট্রেস এর ফ্রেন্ড লিস্ট এ ছিলাম। একটু আগে দেখলাম তিনি স্ট্যাটাসে এই কথা গুলা দিয়েছেন , তাই আমিও দেরী করলাম না , আপনাদের জানিয়ে দিলাম । ধন্যবাদ মন্তব্যের জন ।

৩| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৯

একজন নিশাচর বলেছেন: এইসব সচেতনতামূলক লেখা যত সম্ভব ছড়িয়ে দেয়া উচিত আমাদের। আমিও এমনি একটা লেখা দেখেছিলাম ফেসবুকে (যদিও সেখানে এই রকম ভাল ছবি ছিল না)। আমি চেষ্টা করেছি সেটা আমার মেয়ে বন্ধুদের কে জানানোর।

ভাল থাকবেন। শুভ রাত্রি।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫৫

টানিম বলেছেন: একজন নিশাচর ভাই। ভাল থাকবেন। শুভ রাত্রি। মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৪| ১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৫:২৬

অলিভার বলেছেন: আজাইরা সব পোস্টের মাঝে আপনার একটা ইনফরম্যাটিভ পোস্ট। ভাল লাগলো। ধন্যবাদ

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৯

টানিম বলেছেন: ধন্যবাদ অলিভার ।

৫| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৪

সুফিয়া বলেছেন: আমাদের জন্য উপকারী পোস্ট। ধন্যবাদ।

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২০

টানিম বলেছেন: ধন্যবাদ সুফিয়া আপু । ভালো থাকুন , নিরাপদ থাকুন ।

৬| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৫

শান্তা273 বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।

২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৪

টানিম বলেছেন: আপনাকে ধন্যবাদ আপু । ভালো থাকুন ।

৭| ২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০৭

অলওয়েজ ড্রিম বলেছেন: ফেবু'তে শেয়ার দিয়ে দিলাম।

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২১

টানিম বলেছেন: শেয়ারের জন্য ধন্যবাদ ড্রিম । ভালো থাকুন ।

৮| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৯

আশফাক সুমন বলেছেন: ধন্যবাদ বস
আপনাকে সালাম

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৫

টানিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ । ভালো থাকবেন এবং ওয়ালাইকুম আস সালাম ।

৯| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:১২

shfikul বলেছেন: Thanks.+

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৭

টানিম বলেছেন: ধন্যবাদ সফিকুম ভাই । ভালো থাকবেন ।

১০| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:২০

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ জানানোর জন্য

এর আগেও এটা সম্পর্কে শুনেছি কিন্তু কোনটায়ই আপনার পোস্টের মতো এত সুন্দর করে ছবি দিয়ে বুজিয়ে দেয়া ছিল না

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:০৩

টানিম বলেছেন: ধন্যবাদ । বোকামানুষ । ভালো থাকুন ।

১১| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:১০

ক্লোরোফিল বলেছেন: আমাদের জন্য উপকারী পোস্ট। ধন্যবাদ। আপনার জন্যও আমাদের অন্যরকম একটি কষ্টের লিঙ্ক দিলাম Click This Link (ঘেটূপুত্র কমলার মত অনেক আগেই যার সেলিব্রেটি আগমন আমাদের সমাজে) ভাল থাকবেন ।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:২৪

টানিম বলেছেন: ধন্যবাদ । পড়ে আসলাম ।

১২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:১৬

শায়েরী বলেছেন:  উপকারী পোস্ট। ধন্যবাদ।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:২৫

টানিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:২৪

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


shared !



২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:২৬

টানিম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

১৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:২৭

একজন আরমান বলেছেন:
দারুন পোস্ট। পোস্ট স্টিকি করা হোক।
শেয়ারড।।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:৩২

টানিম বলেছেন: ভাইরে কে স্টিকি করবে ??? নির্বাচিত পাতায় স্থান দেয়া হলো না এই পোস্ট আবার স্টিকি ? লোল । ধন্যবাদ

১৫| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৯

একজন আরমান বলেছেন:
নির্বাচিত পাতা মানে আমার কাছে প্রহসন !

আমি ওই পাতায় ঢুকি না।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৩

টানিম বলেছেন: তাইলে আর কিইবা করার আছে বলেন ?
আমার আপনার পোস্ট তো স্টিকি করা বেসম্ভব ব্যাপার । ধইন্যা

১৬| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৩

বাংলার হাসান বলেছেন: ভালো বলছেন।

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৮

টানিম বলেছেন: ধন্যবাদ হাসান ভাই ।

১৭| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৪

অপর্না হালদার বলেছেন: অনেক ধন্যবাদ ।

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৯

টানিম বলেছেন: ধন্যবাদ আপনাকেও ।

১৮| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৬

আমি ইহতিব বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ টানিম।

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২০

টানিম বলেছেন: ধন্যবাদ আপনাকেও পড়ার জন্য ।

১৯| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০১

কাজলরেখা-০১ বলেছেন: valo post tnx vaia

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩১

টানিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.