![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
” স্নায়ুর চাপে ভুগছে শহরটা, বির্বণ আকাশ শকুনের চোখ ছলছল করে মনের মৃত্যু দেখে কান্নাগুলো বেহায়ার মতো হাসতে থাকে মাথার ভেতর তার গুলো ঠাস ঠাস করে ছিড়তে থাকে. আমার তার ছিড়ে গেছে…. ”
যুদ্ধাপরাধীর বিচার নিয়ে দেশ তোলপাড়, আমি চাই সকল যুদ্ধাপরাধীর ফাসিঁ... কারন তারা পুরো জাতীর সাথে বিরোধীতা করেছে তাদের জন্যই আমাদের মুক্তিযুদ্ধে এত এত মানুষ শহীদ হয়েছে
গন জাগরন দেখে সত্যি খুব ভালো লাগছে, ঘুনে ধরা জাতী আজ জেগে উঠেছে। তাদের ঘুম ভেঙ্গেছে কিন্তু একটা বিষয় কষ্ট দিচ্ছে রাজনৈতীক কারনে যেমন বিএনপি জামায়াত/শিবির নেতাদের ফাসিঁ চায় না, বিচার বাতিল করতে চায় আবার আওয়ামীলীগে যে সব রাজাকার/যুদ্ধপরাধী আছে তারা পার পেয়ে যাচ্ছে।
যেমন: # স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। ১৯৭১ সালে যুদ্ধের ৯ মাস ময়মনসিংহে অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) ছিলেন। পাকিস্তান রক্ষার জন্য রাজাকার বাহিনী নিয়োগ কর্তা ছিলেন।
# খন্দকার মোশাররফ হোসেন। লেবার মিনিষ্টার, হাসিনার বিয়াই । ৭১ সালে তার বাড়িতেই পাকবাহিনীর ক্যাম্প ছিলো। মোশারফের বাবা ছিলেন ফরিদপুরের শান্তি কমিটির চেয়ারম্যান।
# এইচ এন আশিকুর রহমান। আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ। বর্তমানে রংপুর-৫ আসনের এমপিএবং অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধকালে আশিকুর টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা।
# সাজেদা চৌধুরী। সংসদ উপনেতা। শেখ হাসিনার ফুফু। পাকিস্তানের গেজেট করা রাজাকার। ৭/৮/১৯৭১ তারিখের পাকিস্তান সরকারের গেজেটবদ্ধ।
# এ ছাড়া ১৯৯৬ এর কেবিনেটে জামালপুরের নুরু রাজাকারকে ধর্মপ্রতিমন্ত্রী বানিয়েছে আওয়ামীলীগ এ রকম আরো অনেকে আছে...
তারা কেন পাড় পাবে, আওয়ামীলীগের চামচা'রা নিজের বিবেক'কে প্রশ্ন করুন আপনাদের দলে কি কোন যুদ্ধাপরাধী নেই??? তাদের নিয়ে কেন কথা হবে না। এখানে রাজনৈতীক দিক টেনে আনবেন না... লক্ষ একটাই সকল যুদ্ধাপরাধীর বিচার। বিএনপি/আওয়ামীলীগ/জামাত বুঝি না। আশা করি যারা যুদ্ধপরাধীর মামলায় বাদ পরেছে তাদের নিয়েও জনগন প্রতিবাদ করবে, আর গন-জাগরনে একদল নাস্তিক এসে বলবে ধর্মভিত্তিক রাজনৈতী বন্ধহোক সেটাও মানতে পারছি না, মনে রাখতে হবে যুদ্ধাপরাধীর বিচার এটাই মূখ্য বিষয় এটা থেকে ঘটনা যেন অন্যদিকে মোড না নেয় যেন আমাদের নোংরা পলিটিকসের কোন আশ্রয় না মেলে....
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১
না বি ল বলেছেন: দুই দফা বিচার চাই না আর এই বিচারের এত সময় দিলে দেশ যাবে রসাতলে। তাই আমু আর জামু বুছি না সবার বিচার হতে হবে একসাথে দ্রুত...
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: এই সমাবেশ এর দুইটি দিক রয়েছে।একটি পজেটিভ দিক হলো তরুণরা তাদের আইপট ল্যাপটপ কম্পিউটার ফেলে রাজ পথে এসে দাড়িয়েছে। তারা রাস্তায় দাড়িয়ে প্রতিবাদ করতে শিখলো। এর ফলে হবে কি?
যারা ভবিষতে অনৈতীক কাজ করবে, ক্ষমতার অপব্যবহার করবে তাদের বিরুদ্ধে তরুণরা পথে নামবে।প্রতিবাদ করবে।
নেগেটিভ দিক হলো তরুণদের ভিন্ন পথে নিয়ে যাওয়া। যেমন গতকাল যে শপধ তাদের পড়ানো হয়েছে তা সঠিক ছিলনা। হিংসা আর ঘৃর্ণার রাজনীতির সবক ছিল তাতে। বিশেষ করে ইসলামি ব্যাংক এ আক্রমন করা আমারদেশ, সোনার বাংলা ব্লগ দিগন্ত টিভি,ইবনে সিনা হাসপাতাল, ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টার, সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আওমীলীগের দলীয় বক্তব্যর টাই যেন শপধ পড়ানো হয়েছে।
যা মূল আন্দোলনের সাথে সাংঘর্ষিক।
সাধারণ জনতা ওই খানে কোন প্রতিষ্ঠানে হামলা চালাতে যায়নি। তারা গিয়েছে রাজাকারদের ফাসির জন্য। তারা যেই রায় কথিত আন্তজাতিক টাইবুনাল দিয়েছে তাতে খুশি না হয়ে প্রতিবাদ করছে।
এর আগেও এরকম অনেক রায়ের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিল।
প্রতিবাদ করেছিল।
তবে এবারের পেক্ষাপট ভিন্ন। সরকার যখন তাদের হীন উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষে আদালতকে প্রেসার দিচ্ছিলো । তারা পাগল হয়ে যাচ্ছিলো মনের মত রায়ের জন্য। তখন আমারদেশ স্কাইপ স্ক্যান্ডালের নিউজ দিয়ে জনগনের ভেতর বিচারটা কে উলংগ করে দেয়। স্বভাবতই মানুষ ভাবতে ছিল রাজাকারদের ফাসি হবে। কিন্ত সরকার নীল নকশা করে ইউটার্ন দিয়ে বিভান্ত করে।
সরকার সব কিছু দখল করে শেষ পযন্ত এই সাধারণ মানুষের আন্দোলনকেও দখল করার চেষ্টা করেছে। এটা খারাপ দিক।
নিদিলীয় মঞ্চে দলীয় লোকজনের উপস্থিতি প্রমাণ করেছে ব্লগারদের আন্দোলন আর ব্লগারদের হাতে নেই।
তারা অনেকেই বিভিন্ন বাংলা ব্লগে হতাশা প্রকাশ করে লেখা পোষ্ট করেছে। তাই মনে হচ্ছে এই আন্দোলন শেষ পযন্ত হয়ত মাঠে মারা যাবে। যা চরম হতাশার কথা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪
না বি ল বলেছেন: এখন আন্দোলনের ডাল-পাখা গজাচ্ছে,,, ঘটনা চারদিকে ছড়াচ্ছে... যে লক্ষে মানুষ রাজপথে সেটি ধরে রাখতে হবে। খবর দেখে আজ বুঝলাম শাহবাগে আন্দোলন করছে সাধারন মানুষ ধর্মভিত্তিক রাজনৈতী বন্ধ করতে কিন্তু দুদিন আগে বলেছে অন্য কথা...
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯
কান্না হাসি বলেছেন: কি আড়াল করার জন্য এই আন্দোলন? যেখানে অবাধে যৌন হয়রানি হচ্ছে--
• উচ্চ দ্রব্য মূল্য
• তেল-গ্যাস-বিদ্যুতের উপর্যুপরি মূল্যবৃদ্ধি
• কুইক-রেন্টাল ধাপ্পাবাজি
• পিলখানা হত্যাকাণ্ড
• সাগর-রুনি হত্যা, মেঘের দেখভালের লা-পাত্তা
• চৌধুরী আলম-ইলিয়াস গুম
• দেশব্যাপী খুন-গুম-ধর্ষণের সয়লাব
• শেয়ার-ডেস্টিনি-ইনিপে-হলমার্ক-সোনালী ব্যাংক গলাধঃকরণ
• নজিরবিহীন বিরোধী দলন-নির্যাতন
• সর্বস্তরে ঐতিহাসিক দলীয়করণ
• রেকর্ড সংখ্যক খুনি ফাঁসির আসামীর মুক্তি
• বিশ্বজিতের নৃশংসতম হত্যাকাণ্ড
• র্যাবের বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড
• রক্ষীবাহিনী স্টাইলে সরকারী লোকদের সাদা-পোশাকে মানুষ তুলে নিয়ে যাওয়া এবং খুন
• পর্দানশীন নারীদের বিনাদোষে গ্রেফতার-রিমান্ড-কারাবাস ও নির্যাতন
• শিক্ষার ১২টা বাজানো, শিক্ষকদের ওপর হামলা, ন্যায্যদাবীর তোয়াক্কা না করা
• ছাত্রলীগের তাণ্ডব ও পুলিশের সহযোগী হয়ে অসহ্য জঙ্গি অপতৎপরতা
• পুলিশী হেফাজতে খুন ও লাশের চোখ উপড়ে ফেলা
• মন্ত্রী-নেতাদের বল্গাহীন বাণীসমগ্র
• পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য শিক্ষকদের বেশি মার্ক দেয়ার নির্দেশ
• কালো-বিড়াল দফতরবিহীন সুরঞ্জিত কেলেঙ্কারি
• গার্মেন্টস সেক্টরে অস্থিরতা, ব্যাপক প্রাণহানি ও নিরাপত্তাহীনতা
• সীমান্ত-হত্যার দালালী, দেশের চেয়ে প্রতিবেশীর তুষ্টি প্রদর্শন
• নোবেল-বিজয়ী ইউনুসকে নাস্তানাবুদ করা
• নিয়োগ-ভর্তি-টেন্ডার-ঘুষ বাণিজ্য
• পা-চাটা-তল্পিবাহক চ্যানেল-মিডিয়া অনুমোদন-লালন
• নিজের লোকদেরকে কালোটাকায় ব্যাংক অনুমোদন
• দেশপ্রেমিক(!) আবুল-মশিউর-বিশ্বব্যাংক-দুদক নাটক
• অবশেষে পদ্মাসেতু ডুবি এবং আন্তর্জাতিকভাবে দেশকে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত করা
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২
সপ্নচোরা বলেছেন: ভাই ওইখানে এদের বিচার চেয়েও ব্যানার আছে......কোন যুদ্ধাপরাধীই যেন বাংলার মাটিতে না থাকতে পারে সে দাবীতেই এই গণজাগরণের মঞ্চ, এ আন্দোলন..........
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
সপ্নচোরা বলেছেন: কান্না হাসি কে বলি.......সব অন্যায়,অনিয়ম এর বিচার হোক, এদেশ থেকে উঠে যাক সকল অন্যায় অবিচার এটা সকলের প্রাণের দাবী। তরুণ প্রজন্মওএর বাইের নয়.........
আর আপনি ছবি গুলো সম্পেকে বলি...........
গত পাঁচদিনে একবারের জন্য্ও আমার চোখে মদ-গাজার আসর পড়েনি। আপনি যদি একটা ছেলেকে শাহবাগে মঞ্চে বা মঞ্চের আশে পাশে গাজা খেতে দেখাতে পারেন, আমি খোদার কসম দিয়ে বলছি.......আপনার সাথে শিবিরে যোগ দিব, সারাজীবন আপনার সাথে ওই বেজন্মাদের দল করবো...প্লিজ একবার আসুন, আমাকে দেখান কোথায় মদগাজার আসর বসেছে!!
৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩
তাজুল ভাবুক বলেছেন: আমিও আপনার সাথে একমত।।।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
নিশ্চুপ শরিফ বলেছেন: অনেক সময় রাজাকারদের বিচার, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আলোচনার সময় অনেকেই বলেন এইটা আওয়ামীলীগ করতেছে বিরোধীদলে থাকা নেতাদের কে হেনস্তা করার জন্য, রাজাকার তো আওয়ামিলীগের মাঝেও আছে, আওয়ামীলীগ কেন তাদের বিচার করতেছেনা? সরকার কেন যে সব রাজাকার লীগের মাঝে ঢুকে আছে তাদের বিচারে আনতেছেনা আরও ব্লা ব্লা ব্লা। আপনার কথা যদি মেনে নিয়েই বলতে হয় যে আওয়ামীলীগের মাঝেই রাজাকার আছে আওয়ামীলীগ কেন তাদের বিচার করতেছেনা এটা বলে আপনি প্রথমে নিজের কথা দ্বারাই প্রমান করে দিলেন যে আওয়ামীলীগ এখন যাদের বিচার করতেছে তারা রাজাকার। আর দুই হল আওয়ামীলীগ (আপনার কথা মতে) বিরোধীদলে থাকা রাজাকারদের সাফ করে দিচ্ছে আর আপনার দল ক্ষমতাতে আসলে আওয়ামীলীগের মাঝে যে কিছু রাজাকার ঢুকে গেছে তাদেরকে সাফ করে দিবেন। রাজাকার সব সাফ। একে ওপরেরটা সাফ করে দেন দেশ রাজাকার মুক্ত হয় যাক। সোজা হিসাব।