![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
” স্নায়ুর চাপে ভুগছে শহরটা, বির্বণ আকাশ শকুনের চোখ ছলছল করে মনের মৃত্যু দেখে কান্নাগুলো বেহায়ার মতো হাসতে থাকে মাথার ভেতর তার গুলো ঠাস ঠাস করে ছিড়তে থাকে. আমার তার ছিড়ে গেছে…. ”
আসছে আগামী ৩ মার্চ ২০১৩ রবিবার, বর্তমানে মালয়েশিয়ায় অবস্থানকারী সকল সচেতন বাংলাদেশী নাগরিকদের অংশগ্রহন কামনা করছি "যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর, মালয়েশিয়া" ইভেন্টে। ফেসবুকের মাধ্যমে একটি ইভেন্ট তৈরী করা হয়েছে, যারা এই ইভেন্টে অংশগ্রহন করতে আগ্রহী তারা ফেসবুক ইভেন্টে যোগ দিন এবং ৩ মার্চ রবিবার বিকেলে KLCC পার্কে চলে আসুন.... আপনার বন্ধু/পরিচিতজনদের এই ইভেন্টে আমন্ত্রন জানাতে পারেন।
ফেসবুকে ইভেন্ট পেজঃ Click This Link
গণস্বাক্ষর কর্মসূচীতে আপনার করনীয়ঃ
---------------------------------------
১) নিচের লিঙ্ক থেকে গণস্বাক্ষরের ফর্ম'টি সংগ্রহ করুন: http://i.imgur.com/hY3pYM2.jpg
২) ফর্মটি প্রিন্ট করে আপনার পরিচিতদের নিকট হতে ৬টি দাবির জন্য স্বাক্ষর সংগ্রহ করুন।
৩) স্বাক্ষরকৃর্ত ফর্মটি ইভেন্টের দিন সাথে নিয়ে আসুন আমাদের নিকট জমা দিন।
৪) আমাদের নিকট জমাকৃত সকল ফর্মগুলো স্ক্যান করে তা শাহাবাগের গনস্বাক্ষর কার্জক্রমে পাঠানোর ব্যাবস্থা করা হবে।
*** যারা কুয়ালালামপুর থেকে দূরে আছেন বা ইভেন্ট এ জয়েন করতে পারবেন না তারা পূরণকৃত ফর্মটি স্ক্যান করে আমাদের ইমেইল করে পাঠাতে পারবেন.... ইমেইল এড্রেসে: [email protected]
২| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১০:৫৮
১১স্টার বলেছেন: পোস্টি স্টিকি করা হোক।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৩ সকাল ১০:৪১
আদরের সন্তান বলেছেন: ভিত্তিহীন একটি কাজ কারবার । আপনার বাবা-মা, ভাই-বোন, ছেলে-মেয়ে কে যদি আপনি এই ফর্মটিটে স্বাক্ষর দিতে বলেন ইচ্ছা না থাকলেও তারা ঠিকই স্বাক্ষর দিবে বুঝে অথবা না বুঝে । আমি একদিন আমাদের বাজারে গিয়ে দেখি বাজারে কোন একটা বিষয়ের জন্য গন স্বাক্ষর নেওয়া হচ্ছে । এবং সেখানে একটি ৬ বছরের মেয়েকে তার মা বলছে আম্মু এখানে তোমার নাম লিখতো । আর তখন তার মেয়েটি আনন্দে খুশি মনে তার নাম এবং ঐ দিনের তারিখ লিখে দিল । ঐ মেয়েটি কিন্তু জানেই না যে কি কারনে এখানে সে তার নাম লিখল । আর এক জায়গায় দেখলাম এক আলীয়া মাদ্রাসার ছাত্রকে ক্লাস ৮ম এ পড়ে তাকে নিয়ে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার জন্য সাক্ষর করাচ্ছে তারই এক পরিচিত বড় ভাই যিনি রাজনীতির সাথে সম্পৃক্ত । তার কথা ঐ ছেলেটি ফেলতে পাড়ে নাই বিধায় সে ঐখানে স্বাক্ষর করছে অথবা সে বুঝেই না যে, ধর্মভিত্তিক রাজনীতি আসলে কি । আমিও ঠিক একই কারনে সেখানে স্বাক্ষর করেছি । আমাকে হয়তো অনেকেই এ কথার প্রেক্ষিতে বলতে পারেন আমি জাশির লোক । মাফকরবেন আসলে আমি কোন রাজনীতি করি না । স্বাক্ষর যদি নিতেই হয় তাহলে ন্যাশনাল আইডি কার্ড ফলো করেন এবং ভোটা-ভোটির মত ইচ্ছাধিন ছেড়ে দিন ডেকে এনে বা ধরে এনে করাবেন না । দেখবেন অটোমেটিক্যালি স্বাক্ষর এর পরিমান ৭০ শতাংশ নিচে নেমে আসবে ।