নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিক ভ্রান্ত পথিক

যখন দেখি চাওয়া-পাওয়া শূন্যতে মিলায়... তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই :-(

না বি ল

” স্নায়ুর চাপে ভুগছে শহরটা, বির্বণ আকাশ শকুনের চোখ ছলছল করে মনের মৃত্যু দেখে কান্নাগুলো বেহায়ার মতো হাসতে থাকে মাথার ভেতর তার গুলো ঠাস ঠাস করে ছিড়তে থাকে. আমার তার ছিড়ে গেছে…. ”

না বি ল › বিস্তারিত পোস্টঃ

সরাসরি দেখুন বাংলাদেশী টিভি চ্যানেল :) এন্ড্রয়েড ডিভাইস, কম্পিউটার বা STB (Set-Top-Box)-এ, খুব কম খরচে!!!

২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৯



প্রবাসী বাংলাদেশীদের জন্য সু-খবর!!!

বাংলাদেশী টিভি চ্যানেল এখন আপনার হাতের মুঠোয়... চাইলেই এখন DESH IPTV-র মাধ্যমে সরাসরি দেখতে পাবেন এন্ড্রয়েড ডিভাইস বা কম্পিউটারে। এন্ড্রয়েড মোবাইল এ্যাপস দ্বারা প্রথম ২ সাপ্তাহ ফ্রি দেখতে পারবেন দেশের জনপ্রিয় ১২টি চ্যানেল পরবর্তীতে সন্তুষ্ট হলে মাসে মাত্র ৩ ডলার চার্জে প্রিমিয়াম সার্ভিস পাবেন এছাড়া USB TV Dongle দ্বারা ডেস্কটপ বা ল্যাপটপে সরাসরি দেখতে পাবেন বাংলাদেশী টিভি চ্যানেল। STB (Set-Top-Box) দ্বারা টিভিতেও দেখতে পাবেন...:-bd





অনেক প্রবাসী আছে যারা বাংলাদেশের টিভি চ্যানেলগুলো দেখতে পারে না বা দেখতে অনেক বেশী মাসিক চার্জ দিতে হয় আর সে ভাবনা নেই.... :)



বিস্তারিত আরো জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন.... ভিজিট করুন: http://deshiptv.weebly.com

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

বর্ণিল নাস বলেছেন: ভাই টিভি তে চ্যানেল গুলা দেখতে কি করতে হবে পরিষ্কার বুঝি নাই।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

রিফাত হোসেন বলেছেন: সারা পৃথিবীর সবাই তো ফ্রিই মোটামোটি সার্ভিস দেয়. হুম.. তারা বিজ্ঞাপন ব্যবহার করে অবশ্য, তাহলে কিনব কেন ?

ফ্রি দেখতে চাইলে ব্যবস্থা করা যায় । ;)

ভারতীয় কয়েকটা এপস আছে যার মধ্যমে তারা বিনামূল্যে বাংলাদেশ তাবত দেশের ফ্রি চ্যানেল দেখায় !

আর আমরা :( পয়সা খুজি ! তারা বলেই দিয়েছে যে, বিজ্ঞাপন এর ঝক্কি সইতে হবে নচেত পেইড এপস আছে যা বিজ্ঞাপন দেয় না । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.