![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরাই অবুঝ একটা ছেলে।। দয়া করে আস্তে আস্তে বুঝান।।
এলাকার একটা টঙ এ বসে চা খাচ্ছিলাম। পাশেই একটি বস্তি।
হটাত খেয়াল করলাম বস্তির সামনে ৩,৪ বছর বয়সের একটি মেয়ে পরনে শুধুমাত্র নেংটী আর উদ্দাঙ্গ খালি,
গলায় একটি ভেনিতি ব্যাগ(হয়ত তার মায়ের) ঝুলিয়ে স্লো মোশন এ হাত পা দুলিয়ে দুলিয়ে নাচছে আর
সম্ভবত শাবনুর কিংবা অপু বিশ্বাস এর এক্সপ্রেশন দিচ্ছে।
ততটা অবাক হলাম না......
'
'
কয়েক মুহূর্ত পরে দেখলাম একই বয়সের একটা পিচ্ছি(ছেলে), মহাশয় পুরাই উদোম,
কিছু তফাতে দাঁড়িয়ে মেয়েটিকে দুহাত বাড়িয়ে আহ্বান করছে।
এবার কিছুটা interested হলাম......
।
।
পিচ্ছি মেয়েটা লাজুক ভঙ্গিতে লা লা লালা এক্সপ্রেশনএ ছেলেটির দিকে এগিয়ে যেতে লাগলো আর আমি মনে মনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে লাগলাম।
এক পর্যায়ে দুজন মিলে বল ডাঞ্চ স্টার্ট করল...
ওরা দুজনই যখন বল ডাঞ্চ এ মশগুল আর আমি তাদের নাচ দর্শনে তিক তখন আবিষ্কার করলাম পাশের নালায় পরে
দুজনেই তারস্বরে চেচাচ্ছে আর অদ্ভুত ভাষায় কথা বলছে (পরে বুঝেছিলাম ওগুলু তাদের কচি মুখের গালি ছিল)...
।
।
বিঃদ্রঃ স্যালুট,শাবনুর অপু বিশ্বাস শাকিব খান আপনাদের...কোন মুখপুরা বলে আপনার দেশের মানুষ কে বিনোদিত করতে পারেন না...
আপনাদের বিনোদন বিতরণের রেঞ্জ আর ফ্যান রেঞ্জ দেখে আমি পুরাই তাস্কিত...
©somewhere in net ltd.