![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটবেলায় ঈশপের গল্প পড়েন নাই এমন লোক মনে হয় খুজে পাওয়া যাবে না। পশু পাখির গল্প বললে তা বাচ্চাদের সহজে বোঝানো যায়। আমার মনে হয় সেটা বড়দের জন্যও প্রযোজ্য।
তেমনি একটি গল্পের অবতারনা করছি।
এক লোক চিড়িয়াখানায় গিয়েছে বেড়াতে। সেখানে অনেক গুলো প্রানী দেখতে দেখতে এলো গন্ডারের খাচার সামনে।
দেখলো গন্ডারটি হঠাৎ হেসে উঠলো আর এভাবে হাসতেই থাকলো। সেই লোক অবাক হয়ে ভাবছে গন্ডার হাসছে কেন? তখন চিড়িয়াখানার এক কর্মচারী বললো, দুদিন আগে ওকে গোসল করানো হয়েছে ,সে সময়ে মনে হয় ওর কুতুকুতু লেগেছে। চামড়া মোটা তো তাই সেদিন না হেসে আজকে হাসছে।
তখনই ঐ লোকটির একটা বিষয় খোলসা হয়ে গেল। তাদের গ্রামে একটা ছেলে ছিলো। ছোটবেলায় তাকে যতই কুতুকুতু দেয়া হোক না কেন সে হাসতো না। সে তো প্রায় চল্লিশ বছর আগের কথা। সেই ছেলেটি আজ বড় হয়ে মন্ত্রী হয়েছে। কারন অকারনে এখন সে শুধুই হাসে। এমনকি অনেক ভাবগম্ভির বিষয় হলেও সেখানে সে হাসে। অনেকে তাকে ডাকতে শুরু করেছে হাসি মন্ত্রী বলে।
যাক তাহলে রহস্য উদঘাটিত হলো। হাসির কারন বোঝা গেল।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:১১
সত্যবাদী নারী বলেছেন: হাসার জন্য ধন্যবাদ।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:১২
যুক্তিবাদী একজন বলেছেন: দম না ফাটলেও মজা পাইলাম।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:১৪
যুক্তিবাদী একজন বলেছেন:
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:২১
চেনা মানুষ বলেছেন:
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:২১
চেনা মানুষ বলেছেন:
৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১:০৫
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: হা হা +++
৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১:১০
রেজওয়ান তানিম বলেছেন:
৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১:১৩
ছাইরাছ হেলাল বলেছেন:
দারুন লিখেছেন।
১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১:২৫
টাইটা বলেছেন: কোপা হইসে মামা
১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৪৪
মাহমুদা সোনিয়া বলেছেন: ha ha.. Purai abul
১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:৫৭
সুদীপ্ত কর বলেছেন: আবুইল্য্য্য্যাাাাাাারেেেেেে
১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:০৭
মাইশাআক্তার বলেছেন: হা হা হা ভাল বলছেন
১৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:২১
সকাল ও সারিকা বলেছেন: জটিলস।
১৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫২
চশমখোর বলেছেন:
১৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:০৩
আমাদের ভালকথা বলেছেন: মজাক
১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:১৬
যাযাব৮৪ বলেছেন:
১৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:০১
প্রমিথিউস22 বলেছেন: ব্যাপক মজা পাইলাম। ধইন্নাপাতা।
১৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:০৯
মাহফুজুর রহম।ন বলেছেন: +++++++++++++++
২০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:২১
কবীর হুমায়ূন বলেছেন:
সবাই বলে ফেলছে। আমার আর বলার কিছু নেই।
২১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৩৯
শিপু ভাই বলেছেন: সত্য বলেছেন
২২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:০২
দূর্বার বলেছেন: ব্যাপক মজা পাইলাম। ধইন্নাপাতা। সত্য বলেছেন। আমার আর বলার কিছু নেই।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:০৮
কেএসআমীন বলেছেন: হাহাহা হোহোহো...