![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
IDB-BISEW প্রতি বছর IT Scholarship Project নামে এক বছর মেয়াদী বিভিন্ন প্রোফেসনাল কোর্সের আয়োজন করে আসছে। এই বছর ও একটি বিজ্ঞাপন এখন পর্যন্ত চলছে। আমার এক আমার এক পরিচিত এই কোর্সের ফর্ম কিনেছে। কিন্তু সে জানে না যে ভর্তি পরিক্ষায় কি কি আসে। কোন কোন বিষয়ের উপরে ভর্তি পরীক্ষা হয়।
আনুগ্রহ পূর্বক যদি কেও এই বেপারে জানেন অথবা কোনো অভিজ্ঞতা থাকে তাহলে জানাবেন। আর এই সব কোর্সের পরে IDB-BISEW কি জবের বেপারে কি কোনো হেল্প করে? বা যদি হেল্প করে তা কি রকম?
উপরক্ত ইনফর্মেশন গুলো যদি কেও জানেন অনুগ্রহ পূর্বক জানাবেন। খুব দরকার।
ধন্যবাদ।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪০
টু-ইমদাদ বলেছেন:
আমার অভিজ্ঞতা <
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
টু-ইমদাদ বলেছেন: খোয়াব দেখা বন্ধ করুন, ছাগলের ৩ নম্বর বাচ্চা হওয়ার দরকার নেই। Time is money. . .