![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ২০০১ এ S. S. C. পাস করেছি। এর পর H. S. C. and Hons. ও সেস সে করেছি। কিন্তু অদ্ভুত ভাবে একটা বিষয় খেয়াল করা হয়নি যে মায়ের নাম টা S. S. C. এর Certificate এ ভুল এসেছে।
কেউ কি জানেন এই ক্ষেত্রে ঠিক করতে হলে কি কি করতে হয়?
১২ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৩
আমার স্বপ্ন আমার আকাশ বলেছেন: ভাই কোন ভাবে কি আপনার ভাই এর সাথে একটু কথা বলা যায়? খুব উপকার হত।
২| ১২ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫০
মহসিন উদ্দিন বলেছেন: আপনি নিকটস্থ থানায় জিডি করে উক্ত জিডি’র কপি নিয়ে শিক্ষা বোর্ড অফিসে যোগাযোগ করতে পারেন।
১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:২৪
আমার স্বপ্ন আমার আকাশ বলেছেন: দেখি ভাই। কি করা যায়। দোয়া রাখবেন।
৩| ১২ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৭
ভিটামিন সি বলেছেন: স্থানীয় পত্রিকায় একটি বিজ্ঞাপনও দিতে হবে নোটারী পাবলিকের মাধ্যমে নাম সংশোধন করে এবং সেই বিজ্ঞাপনের কাটিং কপি এবং থানার জিডির কপি নিয়ে শিক্ষাবোর্ডে (কিছু স্পিড মানি) যোগাযোগ করতে হবে।
১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৭
আমার স্বপ্ন আমার আকাশ বলেছেন: আপনার সাথে কি করে যোগাযোগ করা যায় একটু বলেন প্লিজ। আমি আসলেই কিছুটা বিপদে আছি এবং তাড়াতাড়ি কাজ টা শেষ করতে চাচ্ছি।
৪| ১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৪
নাফিজ মেহরাব বলেছেন: আসলে তার সাথে আমার আর এখন যোগাযোগ নেই। তিনি এখন সুইডেন প্রবাসী।
১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৪
আমার স্বপ্ন আমার আকাশ বলেছেন:
তা হলে আমার কি হবে এখন!!!
৫| ১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৪
ভিটামিন সি বলেছেন: আরে ভাইরে আমার সাথে যোগাযোগ করলে কি হবে? আমি তো সিংগাপুরে। আপনি আপনার এলাকার কোন প্রবীন শিক্ষকের সাথে যোগাযোগ করুন বা থানা শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করুন অথবা জেলা শহরে যে নোটারী পাবলিকের উকিল আছে তার সাথে যোগাযোগ করুন অথবা পত্রিকার কোন সাংবাদিকের সাথে যোগাযোগ করুন। তাহলেই আপনার সমাধান মিলবে। স্পিড মানি না দিলে ৬ মাসেও কাজ হবে না। আমার হোম মিনিস্টারের এসএসসির সার্টিফিকেটে মায়ের নাম ভুল এসেছে। আমি সেই ভুল নাম দিয়েই ইন্টার এ রেজি করিয়েছি। ডিগ্রীতেও তাই। কিন্তু আপনার সমস্যাটা ভিন্ন, আপনাকে ঠিক করাতেই হবে।
১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩০
আমার স্বপ্ন আমার আকাশ বলেছেন: আপনিও বিদেশে! স্পীড মানি তো ব্যাপার না ভাই। ব্যাপার হচ্ছে জটিলতা গুলো নিয়ে। খুব চিন্তায় আছি। দোয়া করবেন ভাই। অল্পে যেন বেঁচে যেতে পারি। যাদের সাথে জোগাযোগ করতে বল্লেন, দেখি তারা কি সমাধান দেয়।
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৯
নাফিজ মেহরাব বলেছেন: খুব জটিল কাজ ভাই। আমার এক পরিচিত বড় ভাইয়ের এরকম ভুল হয়েছিলো সেটা ঠিক করতে বাবা মায়ের বিয়ের কাবিন দেখাতে হয়েছিলো।