![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাঁরা এবং মেঘ একসাথে দেখতে পারবে না। সবচে ভাল হয় পৃথিবী দ্যাখো, মানুষ দ্যাখো। সব শেষ হলে বিগত সময় বাক্সবন্দি করো। তালা দিয়ে চাবি সমুদ্রে ছুড়ে ফ্যালো। তারপর বালুচরে বসে আরেকটি সূর্যোদয় দ্যাখো। গান গাও, শিস বাজাও আর বাড়ি ফিরে যাও।
তোর কি কোন আনন্দ নেই?
সামান্য কি সুখের ভেলায় ঢেউ নাচেনা?
আজও কেনো তুই দুঃখে কাঁদিস?
কান্না দিয়ে চোখ ভাসালেও, মন ভাসেনা।
আবার যেদিন হাসবো আমি ডাকব তোক,
শব্দ কথা ছড়িয়ে দিব দুহাত ভরে।
জমিয়ে রাখিস আদর করে বুকের ভিতর,
যেদিন তুই আমার থেকে অনেক দূরে।
_________নাদিম মাহমুদ
©somewhere in net ltd.